ঢাকা শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

পিলখানা হত্যাকান্ডের পেছনের নায়কদের শাস্তিসহ ৩ দফা দাবিতে পটুয়াখালীতে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের মানববন্ধন


সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী) photo সাঈদ ইব্রাহিম (পটুয়াখালী)
প্রকাশিত: ১২-১-২০২৫ দুপুর ৪:১৮

পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত নেপথ্যের নায়কদের বিচারের দাবিতে এবং বিশেষ আদালতে গণহারে সাজাপ্রাপ্তদের মুক্তির লক্ষ্যে ২০০৯ সালের পিলখানা ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা মানব বন্ধন করেছে। 

রবিবার (১২ জানুয়ারি) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানব বন্ধনে তারা জানান, পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে নির্মমভাবে হত্যার পেছনে প্রকৃত দায়ীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনা ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। তারা অভিযোগ করেন, তৎকালীন সরকারের অবৈধ প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত ১৮টি বিশেষ আদালতে গণহারে গ্রেপ্তার এবং অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত সকল বিডিআর সদস্যদের প্রতি ন্যায়বিচার করা হয়নি।
মানব বন্ধন কর্মসূচিতে তারা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হচ্ছে প্রথমত  পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের চিহ্নিত করে দ্রুত বিচার এবং যেসব বিডিআর সদস্য সাজা শেষে মুক্তি পেয়েছেন বা নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাদের মুক্তি নিশ্চিত করা।
দ্বিতীয়ত, প্রহসনের ১৮টি বিশেষ আদালতের রায়ে যারা গণহারে গ্রেপ্তার ও চাকরিচ্যুত হয়েছেন, তাদের সরকারি সকল সুযোগ-সুবিধাসহ (রেশন, বেতন, পদোন্নতি) পুনর্বহাল করা।
তৃতীয়ত,  তদন্ত কমিশনের কাজকে স্বাধীন, নিরপেক্ষ ও নির্ভয়ে সম্পাদনের জন্য প্রজ্ঞাপনের ২(ঙ) ধারা বাতিল করা।

মানব বন্ধনে বক্তব্য রাখেন হাবিলদার হাবিবুর রহমান, হাবিলদার মোতাহার সিং, সিপাহি নুরুজ্জামান, সিপাহি রাসেল প্রমূখ।

বক্তারা বলেন, “আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা এই দেশেরই সন্তান। দেশের নিরাপত্তায় সীমান্তে দায়িত্ব পালনের সময় আমরা পিলখানার নৃশংস ঘটনায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। মহান মুক্তিযুদ্ধে আমাদের ২ জন বীরশ্রেষ্ঠসহ অসংখ্য বীর সন্তানের অবদান রয়েছে। স্বাধীনতার পর নাফ যুদ্ধ, পাদুয়া যুদ্ধ, বরাইবাড়ী যুদ্ধসহ বিভিন্ন সীমান্ত সংঘাতে সাহসিকতার পরিচয় দিয়েছি।” 

ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যরা দেশের সকল নাগরিক, ছাত্র সমাজ এবং সুশীল সমাজের প্রতি তাদের ন্যায়সঙ্গত দাবির সঙ্গে একাত্মতা প্রকাশের আহ্বান জানান। শতাধিক ক্ষতিগ্রস্ত বিডিআর ও তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে মানববন্ধন টি সম্পন্ন হয়েছে। 

তারা বলেন, “এই দাবি ১৮ কোটি মানুষের দাবি। আসুন, জাতিকে কলঙ্কমুক্ত করতে একসঙ্গে আওয়াজ তুলি।"

এমএসএম / এমএসএম

আশুলিয়ার মামলাবাজ গাজী নাছরিন, উপরে টিকটকার, ভেতরে আওয়ামীলীগার

কাপাসিয়ার টোক বিএনপির দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ডাসকো ফাউন্ডেশন: তানোর-গোদাগাড়ীতে ৮০ পরিবারে ত্রাণ বিতরণ

বারহাট্টায় বিপুল পরিমান ভারতীয় শাড়ী ও থ্রি-পিস জব্দ

জয়পুরহাটে ক্রীড়া অফিসের উদ্যোগে দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

কর্ণফুলীতে জমি বিরোধে ব্যবসায়ীকে মারধর, থানায় মামলা

‎ধোপাজান নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে জলপাই ও বিস্কুট খেয়ে হঠাৎ অসুস্থ বিদ্যালয়ের ৫ ছাত্রী

‎মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হলো

মেহেরপুরে শ্বশুর হত্যার দায় জামাতা আলমগীর হোসেনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

ধামরাইয়ে বিএনপি'র ৩১ দফার লিফলেট বিতরণ

উলিপুরে আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন ও র‍্যালি অনুষ্ঠিত

সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কবর জিয়ারতে মাধ্যমে হাটহাজারীতে মীর হেলালের নির্বাচনী প্রচারনা শুরু