ঢাকা মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

বৃহত্তর চলনবিলে কাঁচা-পাকা ধান কাটতে ব্যস্ত নারী-পুরুষ-আত্মীয়স্বজন


পাবনা প্রতিনিধি  photo পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২১ বিকাল ৫:৫৮

ঘূর্ণিঝড় ইয়াসের পূর্বাভাসের খবরে উত্তরাঞ্চলের সর্ববৃহৎ চলনবিল এলাকায় কাঁচা-পাকা ধান কাটার হিড়িক পড়েছে। ইয়াসের পূর্বাভাসে চরম উদ্বিগ্নতার মধ্যে কৃষকরা ঘরে ধান তোলার জন্য শ্রমিকের অভাবে পুরুষের পাশাপাশি গৃহকত্র্রী নারী, পুরুষ, আত্মীয়স্বজন নিয়ে ধান কাটতে হুমড়ি খেয়ে পড়েছেন। গতবারের আম্পানে ক্ষতিগ্রস্ত ভীতসন্ত্রস্ত ওই এলাকার কৃষক ঘূর্ণিঝড় ইয়াসের পূর্বাভাসের খবরে তাই কাঁচা-পাকা ধান কাটতে বাধ্য হয়েছেন।    

পাবনা, সিরাজগঞ্জ ও নাটোরের বিভিন্ন এলাকায় ধান কাটার ভরা মৌসুমে প্রতি বছরই ধান কাটা শ্রমিক সংকটে পড়ে উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শস্যভাণ্ডার হিসেবে পরিচিত চলনবিল এলাকার কৃষক।

পাবনার নিমাইচরা গ্রামের কৃষক আজিবর রহমান বলেন, চার বিঘা জমির মধ্যে দু‍ই বিঘা জমির ধান এখনো মাঠে। শ্রমিকের অভাবে ধান কাটতে পারছি না। দুশ্চিন্তাগ্রস্ত আজিবর আরো বলেন, এ বছর বিঘাপ্রতি ২৫ থেকে ৩০ মণ ধানের ফলন হয়েছে। কিন্তু দুর্যোগের আগে ধান ঘরে না তুলতে পারলে সর্বনাশ হয়ে যাবে।

একই গ্রামের  গ্রামের কৃষক কাজেম প্রামাণিক গত বছর দুই বিঘা জমির পাকা ধান কাটার আগেই আঘাত হানে ঘূর্ণিঝড় আম্পান। এরপর শুরু হয় আগাম বন্যা। তলিয়ে যায় তার সব ধান। আশায় বুক বে‍ঁধে এই কৃষক এ বছরও ধানের আবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ফলনও হয়েছে বাম্পার। জমির ৬০ ভাগ ধান ইতোমধ্যে কাটার উপযোগী হয়েছে। কিন্তু তিনি খুবই উদ্বিগ্ন তার মাঠের ধান নিয়ে। কোথাও পাওয়া যাচ্ছে না কৃষি শ্রমিক। সম্ভাব্য দুর্যোগের আশংকায় কাজেম প্রামাণিক তার জমির আধপাকা ধান কেটে ঘরে তুললেও কাঁচা ধান নিয়ে বড়ই দুশ্চিন্তা তার। তারপরও শ্রমিকের অভাবে কাঁচা ধান কাটতে বিড়ম্বনায় পড়েছেন। 

তার মতো একই অবস্থা চলনবিলের বেশিরভাগ কৃষকের। দুর্যোগের আশংকায় ক্ষেতের কাঁচা-পাক ধান কেটে ঘরে তুলছেন চলনবিলের তিনটি জেলার ৮ উপজেলার কৃষক। তবে ইচ্ছা থাকলেও অনেকেই দুর্যোগের আগে ধান কাটার কাজ শুরু করতে পারছেন না পর্যাপ্ত শ্রমিকের অভাবে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, চলনবিলের পাবনা জেলার চাটমোহর, ভাঙ্গুরা ও ফরিদপুর উপজেলা; নাটোর জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সিংড়া উপজেলা এবং সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় এ বছর ধানের বাম্পার ফলন হয়েছে।

এসব এলাকার কৃষি বিভাগের মাঠকর্মী ও কর্মকর্তারা জানান, পাবনা, সিরাজগঞ্জ ও নাটোর জেলার ৮টি উপজেলার ১ দশমিক ১ লাখ হেক্টর জমিতে এ বছর বোরো আবাদ করা হয়েছে। এর থেকে ৪ দশমিক ৫ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও এ বছর উৎপাদন ৪ দশমিক ৭৫ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে। তবে ফলনের এই সফলতা পেতে যথাসময়ে ফসল কাটতে হবে।

সরেজমিন দেখা যায়, সিংড়া ও রায়গঞ্জ উপজেলার বেশিরভাগ ধান কাটা হলেও এখনো অনেক ধান কাটা বাকি রয়েছে। নাটোরের গুরুদাসপুর উপজেলার পিপলা গ্রামের কৃষক ফিরোজ আলী জানান, গত বছর বন্যার পানি নামার পর সরিষা আবাদ করে তারপর ধানের আবাদ করা হয়। ফলে ধান লাগাতে কিছুটা দেরি হয়। ধান কাটা শুরু করতে আরো প্রায় দুই সপ্তাহ লাগবে। তবে প্রকৃতি কী আচরণ করবে তার ওপর নির্ভর করছে কতটা ধান এ বছর ঘরে তোলা যাবে। আসন্ন দুর্যোগের হাত থেকে কতটা ফসল রক্ষা করতে পারবে তা নিয়ে উদ্বিগ্ন কৃষক। 

ফরিদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান বলেন, ফরিদপুর উপজেলার মাত্র ৪৫ শতাংশ জমির ধান কাটা হয়েছে। এখনো ৫৫ ভাগ ধান কাটতে বাকি আছে।

চলনবিলের অন্যতম প্রধান ধান উৎপাদনকারী এলাকা পাবনার চাটমোহর উপজেলার কৃষি কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ বলেন, এ ‍এলাকার ৬৫ থেকে ৭০ শতাংশ জমির ধান ইতোমধ্যে কাটার উপযোগী হয়েছে। তবে শ্রমিক সংকটের কারণে আনেকেই সময়মতো ধান ঘরে তুলতে পারছেন না। আসন্ন দুর্যোগের কথা বিবেচনা করে ইতোমধ্যে কৃষকদের পাকা ধান কেটে ঘরে তোলার আহ্বান জানিয়ে মাইকিং করা হয়েছে। এই মাইকিংয়ের শব্দ কানে পৌঁছামাত্র কৃষকের চোখ থেকে যেন ঘুম হারিয়ে গেছে। শ্রমিক সংকটের কারণে চলনবিলের বেশিরভাগ এলাকায় পুরুষের পাশাপাশি নারীরাও ধান কাটা ও মাড়াইয়ের কাজ করছেন। আবার অনেকে আত্মীয়স্বজন নিয়েও ধান কাটছেন, যাতে ঘূর্ণিঝড় ইয়াসের আগেই ধান ঘরে তুলতে পারেন। 

পাবনা কৃষি সম্প্রসাপরণ অধিদপ্তরের পরিসখ্যান বিভাগের কর্মকর্তা মো. ইদ্রিস আলী জানান, যেহেতু কয়েকটি জেলা মিলে চলনবিল এলাকা। তাই নির্দিষ্ট করে জেলায় চলনবিল এলাকা উল্লেখ করে আবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয় না। তবে ব্যাপকহারে চলনবিলে বিভিন্ন মৌসুমি ফসল অর্থাৎ ধান, গম, সারিষা আবাদ হয়ে থাকে।

এমএসএম / জামান

শালিখায় ইটভাটার দেয়াল ধসে এক শ্রমিকের মৃত্যু

টাঙ্গাইলে জামায়াতের নারী কর্মী লাঞ্ছিত: রাজপথে বিশাল বিক্ষোভ ও মানববন্ধন

আক্কেলপুরে দেশীয় খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার

প্রতিষ্ঠান ধ্বংসের ষড়যন্ত্র ও মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুর ১ আসনে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যরা ধানের শীষের প্রার্থী নাসিরকে সমর্থন

মোহনগঞ্জে সাধারণ পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে নির্বাচনি অঙ্গীকারে মুখর সার্কিট হাউজ মাঠ

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে যুবকদেরকে কর্মসংস্থানের মাধ্যমে বেকারত্ব দূর করা হবে

টাঙ্গাইলে বৃদ্ধ দম্পতিকে হত্যা, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

চা -শিল্প রক্ষার দাবিতে শ্রীমঙ্গলে শ্রমিকদের ঐক্যবদ্ধ আন্দোলন

র‌্যাব-১২ এর অভিযানে তাড়াশে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রাকৃতিক সৌন্দর্যের অবিস্মরণীয় অভিজ্ঞতা আরজেএ’র ‘বান্দরবান ভ্রমণ