ঢাকা শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

প্রায় ৮৫ কোটি টাকা নিয়ে উদ্বিগ্ন আক্কেলপুরের২৫০ গ্রাহক

পারভিন ও সমতা’র আর্থিক প্রতিষ্ঠানের ছয় কার্যালয়ে তালা


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৩-১-২০২৫ বিকাল ৫:৪৮

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ছয়টি পৃথক স্থানে একত্রে অফিস ভাড়া নিয়ে আর্থিক কার্যক্রম (ঋণদান ও আমানত  গ্রহণ) পরিচালনা করছিলেন পারভিন সমাজ কল্যাণ সংস্থা ও সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ  নামের দুইটি প্রতিষ্ঠান। গত এক সপ্তাহ থেকে ওই দুই প্রতিষ্ঠানের ছয় কার্যালয় তালাবন্ধ অবস্থায় রয়েছে। এতে আমানতের প্রায় ৮৫ কোটি টাকা নিয়ে দিশেহারা হয়ে পরেছেন উপজেলার প্রায় আড়াই’শ গ্রাহক। 
পারভিন সমাজ কল্যাণ সংস্থার সাইনবোর্ড দিয়ে আওয়ালগাড়ী শাখা, গোপীনাথপুর শাখা, রায়কালী শাখা, মোহনপুর শাখা, চন্দদিঘী শাখা ও রামশালা শাখা নামে ছয়টি অফিস পরিচালনা করছিলেন তারা। সেখানেই পারভিন সমাজ কল্যাণ সংস্থা ও সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ঋণদান ও আমানত গ্রহণ করা হতো। তবে পারভিন সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয় বগুড়া জেলার আদমদীঘী উপজেলার সন্তাহারে অবস্থিত হলেও সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির প্রধান কার্যালয় আক্কেলপুর উপজেলার চন্দনদিঘীতে অবস্থিত। 
ভূক্তভোগী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গত সাত থেকে আট বছর ধরে ওই দুইটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা গ্রামের সহজ সরল সাধারণ মানুষদের ১৫’শ থেকে ২ হাজার টাকা মুনাফার লোভ দেখিয়ে বিভিন্ন অংকের দীর্ঘ মেয়াদী এক কালীন আমানত ও স্থায়ী আমানত সংগ্রহ করেন। 
গত ৫ জানুয়ারি পারভিন সমাজ কল্যাণ সংস্থার চারটি শাখা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা মালিকের সঙ্গে বগুড়ার সান্তাহারে প্রধান কার্যালয়ে জরুরি সভা রয়েছে বলে জানিয়ে অফিসের সবাই চলে যায়। এরপর থেকেই চারটি শাখা কার্যালয়ে তালা ঝুলছে। কর্মকর্তা কর্মচারীরা ওই দিনের পর থেকে কেউই আর অফিসে আসেননি। গত বুধবার সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারীরাও একই কথা বলে চলে যান। সোমবার পর্যন্তু ওই দুটি এনজিও শাখা কার্যালয় তালাবদ্ধ অবস্থায় রয়েছে। প্রতিদিনই বিনিয়োগকারীরা টাকা ফেরতের আশায় শাখা কার্যালয় গুলোতে এসে ফিরে যাচ্ছেন। এতে জামানতের প্রায় ৮৫ কোটি টাকা নিয়ে দিশেহারা হয়ে পরেছেন উপজেলার প্রায় আড়াই’শ গ্রাহক। 
শিয়ালা গ্রামের মোজাহার আলী জানান , আমি নিজে ও আমার দুই ছেলে সুমন ও উজ্জল মিলে আমাদের ৬৮ লাখ টাকা চন্দনদিঘী সমতার শাখায় রেখেছি। আমরা দুই মাস ধরে মুনাফার টাকা পাইনি। আবার অফিস বন্ধ করে কর্মকর্তারা সবাই পালিয়েছেন।  
উপজেলার গোপীনাথপুর গ্রামের বাসিন্দা মো. সরওয়ার হোসেন জানান, গোপীনাথপুর শাখার সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি নামের প্রতিষ্ঠানে ১৫ লাখ টাকা আমানত রেখেছিলেন। গত এক সপ্তাহ ধরে ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা হওয়াই উদ্বেগ ও উৎকন্ঠায় দিন পার করছি।
এ বিষয়ে কথা বলার জন্য পারভিন সমাজ কল্যাণ সংস্থা’র উপ-পরিচালক নুরুজ্জামানের মুঠোফোনের একাধিকবার ফোন করলে বন্ধ পাওয়া যায়। একইসাথে সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের কর্মকর্তারাও ফোন বন্ধ করে গা ঢাকা দিয়েছেন।
সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির এসকল কার্যক্রমকে অবৈধ হিসেবে অবহিত করেন উপজেলা সমবায় কর্মকর্তা আবু হাশেম মো. মোকারম হোসেন। তিনি বলেন, পারভিন সমাজ কল্যাণ সংস্থা আমাদের নিয়ন্ত্রানাধীন নয়। তবে সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড আমরা নিয়ন্ত্রণ করি। তারা গ্রাহকদের কাছ থেকে যে আমানত নিয়েছে তা সম্পূর্ণ বে-আইনী। এটা তারা করতে পারে না। তারা গ্রাহকদের লোভ দেখিয়ে প্রতারণা করেছে। বর্তমানে তাদের সকল কার্যালয় তালাবদ্ধ রয়েছে। তাদের সাথে আমরাও যোগাযোগ করতে পারছিনা। সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের বিরুদ্ধে সমবায় আইনী বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে আমরা আমাদের উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর একটি প্রতিবেদন পাঠাবো। 
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম  বলেন, পারভিন সমাজ কল্যাণ সংস্থা ও সমতা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামের দুটি এনজিওর শাখা কার্যালয়গুলো  তালাবন্ধ রয়েছে। অনেকে বেশি মুনাফার লোভে পড়ে এই দুটি এনজিওতে টাকা বিনিয়োগ করেছিলেন। তবে বিনিযোগকারীরা কেউ এখনও অভিযোগ করেননি। 

এমএসএম / এমএসএম

হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪

বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ

দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা

কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার

সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা

গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি

নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা

মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস

কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল

কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার

সিডিএ’র নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ