ঢাকা রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

সোনারগাঁয়ে সওজর জায়গা দখল করে বিএনপি নেতার বিপুল অর্থবানিজ্য


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ১৪-১-২০২৫ দুপুর ৪:৩৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সওজর জায়গা দখল করে দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের বিরুদ্ধে। উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় সড়ক ও জনপদ (সওজ) এর জায়গা দখল করে দোকানপাট নির্মাণ ও অবৈধ গ্যাস সংযোগ দিয়ে ভাড়া উত্তোলন করছেন তিনি। 
স্থানীয় এলাকাবাসী জানায়, সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফের সহযোগি তার ছোট ভাই আব্দুল জলিল, ভাগিনা আব্দুল আজিজ ও সেলিম মিয়া মিলে (সওজ) এর জায়গা দখল করে দোকানপাট নির্মাণ ও অবৈধ গ্যাস সংযোগ দিয়ে বিপুল পরিমান অর্থ বানিজ্যে লিপ্ত রয়েছেন। সওজের জায়গা দখল করে দোকানপাট নির্মাণ করার ফলে পথচারী ও যানচলাচলে বিঘ্ন ও যানজট সৃষ্টি হচ্ছে। এছাড়া মেঘনা শিল্পনগরী এলাকায় কর্মরত শ্রমিকরা রাতে চলাচলের সময় ছিনতাই ও ডাকাতির শিকার হচ্ছে। 
আব্দুর রউফের ভগ্নিপতি হোটেল রেস্তোরার মালিক মনির হোসেন বলেন, আব্দুর রউফ ভাই দোকান নির্মাণ করে আমাকে ব্যবসা করতে দিয়েছেন। আমার পাশেও অনেকে দোকানপাট নির্মাণ করে ব্যবসা বানিজ্য করে খাচ্ছে। এর আগেও অনেক লোকজন দীর্ঘসময় ধরে সওজের জায়গা দখল করে ব্যবসা করেছে। 
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, বিএনপি নেতা আব্দুর রউফ গ্যাসের বিলসহ দৈনিক ৫০০ টাকা করে তাদের কাছ থেকে আদায় করে থাকেন। এখানে ১৩টি দোকান রয়েছে। কেউ দৈনিক, কেউ মাস ভিত্তিক ভাড়া দিয়ে থাকেন। অবৈধ হলেও গ্যাস পাওয়ায় আমাদের ভালো হয়েছে। এ স্ট্যান্ডের দোকানগুলো ভাড়া দিয়ে প্রতি মাসে গড়ে আড়াই লাখ টাকা ভাড়া উত্তোলন করা হয়।
সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রউফ বলেন, সড়ক ও জনপদ বিভাগের কোনো জমি দখল করে দোকান নির্মাণ করিনি। জায়গা খালি থাকায় ব্যবসায়ীরা দোকানপাট নির্মাণ করে ব্যবসা করছেন। অবৈধ ভাবে গ্যাস সংযোগ দিয়ে ভাড়া উত্তোলনের বিষয়টি তিনি অস্বীকার করেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশনের মেঘনাঘাট জোনের ম্যানেজার প্রকৌশলী সুরজিত কুমার সাহা বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে আমরা ইতোমধ্যে মোবাইল কোর্টের জন্য ম্যাজিস্ট্রেট চেয়েছি। অনুমতি পেলেই মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হবে।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী লিয়ন আলরাজ বলেন, দেশের পট পরিবর্তনের পর বিভিন্ন স্থানে ব্যাপক হারে সওজের জমি দখল হয়েছে। এগুলো উচ্ছেদের বিষয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। দ্রুত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনাঘাট পর্যন্ত সড়কের দুই পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এমএসএম / এমএসএম

কোটালীপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এনসিপি'র জোটের প্রার্থীকে জামায়াতের সমর্থন ঘোষণা

"মার্কা নয়, আমাকে ভাই হিসেবে পাশে থাকার সুযোগ দিন: -এস এম জিলানী"

পিরোজপুর-২ আসনে দাঁড়িপাল্লার পক্ষে জনসমর্থন বাড়ছে: মামুনুল হক

রামুতে দুর্বৃত্তদের গুলিতে শফিউল আলম নিহত

কুমিল্লার বরুড়ায় আলোকিত সময় নিউজ ২৪ ডটকম এর তৃতীয় বর্ষ পূর্তি উপলক্ষে অসহায় দরিদ্র ও দিন মজুর মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত

আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবীরের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

বড়লেখা সীমান্তে অবৈধ ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

বারহাট্টায় স্বামীর প্রচারণায় স্ত্রী ডা. লুৎফা হক

৩ টি জনসভা ঘিরে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি

২০ বছর পর চট্টগ্রামে তারেক রহমান

ভোট প্রার্থনায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা

নোয়াখালীতে গণপিটুনিতে ৬ ডাকাতি মামলার আসামীকে হত্যা, মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন