নাঙ্গলকোটে দুই তুরুণীকে ধর্ষণের ঘটনায় যুবদল নেতাসহ ৭জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লার নাঙ্গলকোটে প্রেমিকের সাথে দেখা করতে এসে দুই তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সোমবার রাতে নাঙ্গলকোট থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণীদের একজন।
এতে প্রেমিকসহ সাতজনকে আসামি করা হয়েছে। ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন নুরপুর গ্রামের সেবাখোলা বাজার খোকন মিয়ার স'মিল ঘরের ভেতরে এ ধর্ষণের ঘটনা ঘটে।মামলার প্রধান আসামী বাঙ্গড্ডা ইউনিয়ন নুরপুর গ্রামের শহীদুল ইসলাম। দ্বিতীয় আসামী ভোমরা গ্রামের আলী মিয়ার ছেলে স'মিল মালিক খোকন মিয়া। তৃতীয় আসামী নুরপুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে ইউনিয়ন যুবদল নেতা মহসিনসহ ৭জনকে আসামি করা হয়।
গতকাল ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে কেউই এলাকায় নেই। তাঁদের মুঠোফোন নম্বরও বন্ধ রয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার দুই তরুণী সম্পর্কে ঘনিষ্ঠ বান্ধবী। একজনের বাড়ি লক্ষ্মীপুর, অপর জনের বাড়ি চাঁদপুর।কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকার একটি বাসায় তাঁরা ভাড়া থাকেন এবং গৃহকর্মীর কাজ করেন।
জানা যায়, নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির নুরপুর গ্রামের শহীদুল ইসলামের সঙ্গে তাঁদের একজনের মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।৯ জানুয়ারী বৃহস্পতিবার তাঁরা শহীদুলের সঙ্গে দেখা করতে আসেন। প্রেমিক শহীদুল ও যুবদল নেতা মহসিন, স'মিল মালিক খোকন মিয়া তাঁদের দুজনকে তুলে নিয়ে সেবাখোলা বাজারে খোকন মিয়ার স'মিলে নিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা, দুইটি মোবাইল ফোন ও গলায় থাকা একটি রুপার সেইন নিয়ে যায় এবং প্রেমিক শহীদুল, যুবদল নেতা মহসিন ও স'মিল মালিক খোকনের নেতৃত্বে ৭জন মিলে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলবদ্ধভাবে তাঁদের ধর্ষণ করা হয়।
এ ঘটনার ভিডিও ধারণ করে রাখেন তারা। বিষয়টি কাউকে জানালে ভিডিও স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে প্রেমিক শহিদুল, স'মিল মালিক খোকন মিয়া ও যুবদল নেতা মহসিন এলাকা থেকে পালিয়ে । তাঁর মুঠোফোন নম্বর বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
তবে মহসিনের বাবা রঞ্জু মিয়া বলেন, আমার ছেলে যুবদলের রাজনীতি করে। এ জন্য একটি গ্রুপ আমার ছেলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর আগেও তার বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছিল। এখন মেয়ে দিয়ে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা চলছে।
নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, মহসিন আমাদের যুবদলের কেউ না, সে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলামের অনুসারী।
গত ৫ আগষ্টের পর যুবদলের নাম দিয়ে এলাকায় পোস্টারিং করে। অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা গ্রহণ করা হোক।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক বলেন, ঘটনার চার দিন পর গতকাল রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি আগেই জানাজানি হওয়ায় আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার