ঢাকা বৃহষ্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫

নাঙ্গলকোটে দুই তুরুণীকে ধর্ষণের ঘটনায় যুবদল নেতাসহ ৭জনের বিরুদ্ধে মামলা


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৪-১-২০২৫ রাত ১০:১৬

কুমিল্লার নাঙ্গলকোটে প্রেমিকের সাথে দেখা করতে এসে দুই তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সোমবার রাতে নাঙ্গলকোট থানায় মামলা করেছেন ভুক্তভোগী তরুণীদের একজন।

এতে প্রেমিকসহ সাতজনকে আসামি করা হয়েছে। ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়ন নুরপুর গ্রামের সেবাখোলা বাজার খোকন মিয়ার স'মিল ঘরের ভেতরে এ ধর্ষণের ঘটনা ঘটে।মামলার প্রধান আসামী বাঙ্গড্ডা ইউনিয়ন নুরপুর গ্রামের শহীদুল ইসলাম। দ্বিতীয় আসামী ভোমরা গ্রামের আলী মিয়ার ছেলে স'মিল মালিক  খোকন মিয়া। তৃতীয় আসামী নুরপুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে ইউনিয়ন যুবদল নেতা মহসিনসহ ৭জনকে আসামি করা হয়।

গতকাল ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে কেউই এলাকায় নেই। তাঁদের মুঠোফোন নম্বরও বন্ধ রয়েছে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার দুই তরুণী সম্পর্কে ঘনিষ্ঠ বান্ধবী। একজনের বাড়ি লক্ষ্মীপুর, অপর জনের বাড়ি চাঁদপুর।কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকার একটি বাসায় তাঁরা ভাড়া থাকেন এবং গৃহকর্মীর কাজ করেন।

জানা যায়, নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির নুরপুর গ্রামের শহীদুল ইসলামের সঙ্গে তাঁদের একজনের মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।৯ জানুয়ারী বৃহস্পতিবার তাঁরা শহীদুলের সঙ্গে দেখা করতে আসেন। প্রেমিক শহীদুল ও যুবদল নেতা মহসিন, স'মিল মালিক খোকন মিয়া তাঁদের দুজনকে তুলে নিয়ে সেবাখোলা বাজারে খোকন মিয়ার স'মিলে নিয়ে তাদের কাছে থাকা নগদ টাকা, দুইটি মোবাইল ফোন ও গলায় থাকা একটি রুপার সেইন নিয়ে যায় এবং প্রেমিক শহীদুল, যুবদল নেতা মহসিন ও স'মিল মালিক খোকনের নেতৃত্বে ৭জন মিলে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলবদ্ধভাবে তাঁদের ধর্ষণ করা হয়।

এ ঘটনার ভিডিও ধারণ করে রাখেন তারা। বিষয়টি কাউকে জানালে ভিডিও স্যোসাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে প্রেমিক শহিদুল, স'মিল মালিক খোকন মিয়া ও যুবদল নেতা মহসিন এলাকা থেকে পালিয়ে । তাঁর মুঠোফোন নম্বর বন্ধ থাকায় এ বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

তবে মহসিনের বাবা রঞ্জু মিয়া বলেন, আমার ছেলে যুবদলের রাজনীতি করে। এ জন্য একটি গ্রুপ আমার ছেলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এর আগেও তার বিরুদ্ধে অনেক অপপ্রচার করা হয়েছিল। এখন মেয়ে দিয়ে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা চলছে।

নাঙ্গলকোট উপজেলা যুবদল আহ্বায়ক মনিরুল ইসলাম বলেন, মহসিন আমাদের যুবদলের কেউ না, সে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলামের অনুসারী।

গত ৫ আগষ্টের পর  যুবদলের নাম দিয়ে এলাকায় পোস্টারিং করে। অপরাধী যেই হোক তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যাবস্থা গ্রহণ করা হোক।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে ফজলুল হক বলেন, ঘটনার চার দিন পর গতকাল রাতে এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি আগেই জানাজানি হওয়ায় আসামিরা পলাতক রয়েছেন। তাঁদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে পুলিশ।

এমএসএম / এমএসএম

‎বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে ৩৭০ পিস ইয়াবাসহ ওয়ারেন্টভূক্ত আসামী দেলোয়ার আটক

চিতলমারীতে তারুণ্যের উৎসব ঘিরে ‘কাগুজে আয়োজন’, শুরু হওয়ার আগেই গুটিয়ে নিল প্রশাসন

আদমদীঘিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে স্বেচ্ছাসেবক দলের শীতবস্ত্র বিতরণ

কালকিনিতে অবৈধভাবে বালু উত্তোলনে ১ লক্ষ টাকা জরিমানা

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত–আহত পরিবারের মাঝে বিআরটিএর ২ কোটি ৪৬ লাখ টাকার চেক বিতরণ

রাজস্থলীতে ছাত্রদলের উদ্যােগে ক্রীড়াপ্রেমিক মাঝে জার্সি বিতরণ

আত্রাইয়ে গভীর রাতে জোরপূর্বক বেঁড়া ও প্রাচীর নির্মাণের অভিযোগ

বেনাপোল বন্দর দিয়ে সাড়ে ১৩ হাজার মেট্রিক টন চাল আমদানি

পটুয়াখালী জহির মেহেরুন নার্সিং কলেজের নবীনবরন ও বিদায় সম্বর্ধনা অনুষ্ঠিত

নরসিংদী কোর্ট প্রাঙ্গণে ছাত্রদল নেতার ওপর হামলা

তাড়াশে বাল্যবিবাহ প্রতিরোধ সভা

খালেদা জিয়া ও তারেক রহমানের মত কেউ নির্যাতনের শিকার হয়নি: খন্দকার নাসিরুল ইসলাম

তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দুমকিতে ছাত্রদলের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত