জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবেঃ শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড.শফিকুর রহমান বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়া হবে।দেশে দখলবাজি ও চাঁদাবাজি চলবে না।দখলবাজ,চাঁদাবাজমুক্ত দেশ গড়তে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) সকালে মাগুরা নোমানী ময়দান মাঠ প্রাঙ্গনে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়।সম্মেলনে সভাপতিত্ব করেন মাগুরা জেলা জামায়াতের আমির এম.বি বাকের।
সকাল আটটা থেকে মাগুরা ও আশপাশের জেলা ও উপজেলা থেকে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ব্যানার,ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে এ সম্মেলনে যোগ দেন।
কর্মী সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও টিম সদস্য যশোর -কুষ্টিয়া অঞ্চলের ড. আলমগীর বিশ্বাস,আব্দুল মতিন,যশোর জেলার সাবেক আমীর মাও.আজিজুর রহমান, ইসলামি ছাত্রশিবির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াত ইসলামির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন,ঝিনাইদহ জেলা আমীর আলী আযম মোঃ আবু বক্কার,কুষ্টিয়া জেলা আমীর আবুল হাশেম,যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল,রাজবাড়ী জেলা আমীর এ্যাড. নুরুল ইসলাম, নড়াইল জেলা আমীর এ্যাড. আতাউর রহমান বাচ্চু,গনঅধিকার পরিষদ মাগুরার নবনির্বাচিত সভাপতি বরকত উল্লাহ,মাগুরা জেলা ছাত্রশিবির সভাপতি মোঃ আশিক খান প্রমুখ।
সম্মেলনে জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘সুষ্ঠু জাতীয় নির্বাচনের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচন সংস্কার কমিটি হয়েছে এবং তারা কাজ করছে। নির্বাচনের জন্য আমরা অনেক ধৈর্য ধরেছি। আরও কিছুদিন ধৈর্য ধরতে পারব। এ ছাড়া প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী বছরের শেষের দিকে জাতীয় নির্বাচন হতে পারে। নির্বাচনের কাজ করতে সংস্কার কমিশনের আরও এক বছর সময় লাগবে। আমরা আশা করি , তাঁরা আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। সংস্কারকাজে জামায়াত সহযোগিতা করবে।’
ক্ষমতায় গেলে সব ক্ষেত্রে নারীদের গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে জামায়াতের আমির বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, গত ৫ আগস্ট পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী ১৫ বছর ক্ষমতায় থেকে যে তিনটি নির্বাচন করেছেন, জনগণ সেগুলো প্রত্যাখ্যান করেছে।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার বিষয়ে জামায়াতের আমির বলেন, তৎকালীন সরকারের আমলে শাপলা চত্বরে রক্তের বন্যা বইয়ে দেওয়া হয়েছে। এ জন্য তদন্ত কমিটি হয়েছে। সেই তদন্ত আলোর মুখ দেখেনি। সে বিচার আজও হয়নি। এ ঘটনায় নাটক সাজিয়ে তার দায়ভার বিরোধী দলের ওপর দেওয়া হয়েছে।
জামায়াতের আমির আরও বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টানদের ওপর কারা কারা অত্যাচার করেছে, তাদের সম্পত্তি কারা দখল করেছে
এমএসএম / এমএসএম