হাসিনা পরিবার ত্যাগের পরিবার, সবাইকে পদত্যাগ করেতে হয়েছেঃ অধ্যাপক নজরুল
পাপের বোঝা পরিপূর্ণ হওয়ায় আ’লীগকে পালাতে হয়েছে। হাসিনা পরিবার ত্যাগের পরিবার, তাদের সবাইকে পদত্যাগ করতে হয়েছে। জয়বাংলা বলা তো দূরের কথা, নিজের সন্তানের নামও কেউ জয় রাখবে না। ভারতের আধিপত্যবাদ, সম্রাজ্যবাদ বাংলার মানুষ আর কোনদিন বরদাস্ত করবে না। বাংলার মানুষ অনেক সচেতন হয়ে গেছে। কোন অন্যায় অপরাধের সাথে জামায়াতে ইসলামের নেতা-কর্মীরা জড়িত নেই। জামায়াতে ইসলামই পারবে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। শনিবার বিকালে আক্কেলপুর সরকারি মজিবর রহমান কলেজ মাঠে আক্কেলপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দীর্ঘ ১৭ বছর পর কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম।
জামায়াত নেতা নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সু-সংগঠিত দল। এই দলের নেতাকর্মীরা কেউ মাদক, চাঁদাবাজি, দখলদারী, টেন্ডারবাজিসহ কোন ধরনের সামাজিক অপরাধের সাথে জড়িত নয়। দেশকে যদি মাদকমুক্ত করতে হয় সেটা জামায়াত পারবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দূর্নীতি মুক্ত দল। বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই, আমরা সকলেই বাংলাদেশী। আমরা একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। কোন খাওয়া পার্টিকে জনগণ আর ভোট দিবে না।
আওয়ামীলীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, আওয়ামীলীগের পাপের ভার পূর্ণ হওয়াই তাদের দলবলসহ পালিয়ে যেতে হয়েছে। পাপগুলো হলো, এদেশের আলেম ওলামাদের হত্যা করেছে, ভারতের নির্দেশে জামায়াতে ইসলামীর শীর্ষ ১১ জন নেতাকে ফাঁসি দিয়েছে, পৃথিবীর ইতিহাসে কোথাও আয়নাঘর নামে কোন ঘর না থাকলেও এই ফ্যাসিস্ট সরকার আয়নাঘর বানিয়ে অনেককে গুম করেছে, ভারতের নির্দেশে বিডিআর হত্যা করেছে, ৫ই মে শাপলা চত্বরে হেফাজতের ঘুমন্ত নেতাদের নির্বিচারে হত্যা করেছে, ৫ই আগষ্টের আগ পর্যন্ত ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা করেছে। তাদের কৃতকর্ম এমনই ঘৃন্য যে, বর্তমান সময়ে জন্ম নেওয়া সন্তানের নাম আর কেউ ‘জয়’ রাখবে না। তাদের সবাইকে পদত্যাগ করতে হয়েছে।
বর্তমান সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকু করে দ্রুত নির্বাচন দিন। আওয়ামীলীগ সরকার পালানোর পর আমরা আশা করেছিলাম দ্রব্যমূল্যের দাম কমবে। সিন্ডিকেট না ভাঙায় দাম আরও বেড়েছে। দ্রুত বাজার নিয়ন্ত্রণ করে দ্রব্য মূল্যের দাম কমান।
কর্মী সম্মেলনে আক্কেলপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা শফিউল হাসান দিপুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর জয়পুরহাট জেলা শাখার আমির ও জয়পুরহাট-১ আসনের এমপি পদপ্রার্থী ডা. মো. ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও জয়পুরহাট-২ আসনের এমপি পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজসহ জেলা , উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার