ঢাকা রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

দালাল সিন্ডিকেটে জিম্মী পররাষ্ট্র ও আইন সহায়তা কেন্দ্র


জাহাঙ্গীর আলম শাহীন photo জাহাঙ্গীর আলম শাহীন
প্রকাশিত: ১৯-১-২০২৫ রাত ৮:৪৭

পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের অধীনস্থ আইন সহায়তা কেন্দ্রে দালালদের উপর নির্ভরশীল বলে জানা যায়। পররাষ্ট্র মন্ত্রণালয ও আইন মন্ত্রণালয়ের সহায়তা কেন্দ্রের ভিতরে দালাল ছাড়া কোন কাজই হয় না বলে জনশ্রুতি রয়েছে।  সরজমিনে  দেখা যায়, রহমতুল্লাহ নামে এক ব্যক্তি আইনি সহায়তা নিতে আসা সেবাগ্রহীতাদের সাথে কথা বলছে। যে আইনি সহায়তা কেন্দ্রের দালাল সিন্ডিকেটের মূল হোতা। রহমতুল্লা সহ অনেকে পিডব্লিউডি অফিসে মাস্টার রুলে চাকরি করেন বলে পরিচয় দিয়ে থাকেন। এমনকি আইন সহায়তা কেন্দ্রের অফিসের মধ্যে রহমতুল্লাহকে বেঞ্চের উপর বসে থাকতে দেখা যায়, যা সম্পূর্ণ আইন পরিপন্থী। কেননা, একটি সরকারি দপ্তরে অফিস চলাকালীন সময়ে কোন ব্যক্তি বেঞ্চের উপর এভাবে বসে থাকতে পারে কি? 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকে জানালা কেটে ফাঁকা জাগা দিয়ে ফাইল দেয়া- নেয়ার সময় ক্যামেরার সামনে ধরা পড়েন দালাল সম্রাট। জানতে চাওয়া হল আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর কি করেন, জবাব না দিয়ে সামনে থেকে শটকে পড়েন। আবার আইন মন্ত্রণালয়ের অধীনস্থ আইন সহায়তা কেন্দ্রের লিফটের মধ্যে এবং নিচের ফ্লোরে সেবাগ্রহীতাদের কাছ থেকে অনেকগুলো ফাইল হাতে নিয়ে তাদের সাথে কথা বলতে দেখা যায়। এছাড়া ও দালাল বাদল তার অন্যতম সহযোগী জসিম,  রহমতউল্লাহ নিজেকে পিডব্লিউডি'র স্টাফ এবং আইন মন্ত্রণালয়ের অফিসার হিসেবে পরিচয় দিয়ে থাকেন। এই ৪/৫ জনের সিন্ডিকেটের অধীনে প্রায় ১০০ দালাল প্রতিদিন পররাষ্ট্র ও আইন সহায়তা কেন্দ্র দাপিয়ে বেড়াচ্ছে। বিএমএ ভবনের সামনে নোটারি পাবলিকের নামে মনছুরকে ভুয়া সিল,প্যাডসহ ডিবি তাকে হাতেনাতে ধরে, এই মনসুরের অন্যতম সহযোগী  রনি। দৈনিক বাংলার দালাল আকাশ, রুবেল, রুহুল আমিন ও জয়নাল।
 
নাম প্রকাশে অনিচ্ছুক প্রেসক্লাবের সামনের কয়েকজন দোকানদারের সাথে কথা বলে জানা যায়, রহমত উল্লাহ, সম্রাট, বাদলসহ কয়েকজনের একটি সিন্ডিকেটের অধীনে প্রায় ১০০ জন দালাল পররাষ্ট্র ও আইনি সহায়তা কেন্দ্রে কাজ করে । যারা প্রতিদিন পররাষ্ট্র ও আইন সহায়তা কেন্দ্র থেকে কয়েকটি ফাইল আটেস্টেড করে নিয়ে এসে অন্যান্য ফাইল ও ম্যাজিস্ট্রেটের অ্যাটেস্টেটসহ পররাষ্ট্র ও আইন বিষয়ক যত কাজ আছে সবগুলোই এই সিন্ডিকেটের মূল হোতারা নিজের বাসা থেকে জালিয়াতের মাধ্যমে ভুয়া সীলসহ অ্যাটেস্টেড করে নিয়ে আসেন।এদের মধ্যে কয়েকজনকে ডিভি পুলিশ একাধিকবার হাতেনাতে ধরেছিল। তারা আরো বলেন, প্রত্যেকটা ফাইল থেকে ১ হাজার ৫  শত থেকে ২ হাজার টাকা অতিরিক্ত গ্রহণ করেন ।  দালাল সম্রাট ও রহমতউল্লাহ আইন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভিতর থেকে দীর্ঘদিন যাবত দালালি ব্যবসা পরিচালনার মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। এ সকল অবৈধ কাজের সাথে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়ের কেউ জড়িত না থাকলে কিভাবে তারা এ কাজ গুলো করতে পারে। 

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন সহায়তা কেন্দ্রে আগত সেবা গ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া এবং দালালদের উপস্থিতি সম্পর্কে মন্তব্য জানতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোঃখালিদ মুনছুরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সকালের সময়'কে বলেন, আমরা কোন অনৈতিক কাজের পক্ষে না।যে কোনো সময় দালাল সনাক্ত করে থানাতে ফোন দিলে অফিসাররা সেখানে গিয়ে তাদেরকে ধরে নিয়ে আসবে( চলবে)

এমএসএম / এমএসএম

উৎসব মুখর পরিবেশে ড্যাবের নুতন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত

কে এই প্রতারক নাহিদ,পরিচয় ও তার পেশা কি ?

রাজউকের জোন ৬/২-এ ভবন নির্মাণে অনিয়ম দায়িত্বরত কর্মকর্তাদের না দেখার ভান

মনোহরদী থানার ওসি দুলাল আকন্দের বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ

ঢাকা-১২ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে উত্তর বিএনপির যৌথ সভা অনুষ্ঠিত

ট্রাভেল এজেন্সির অধ্যাদেশ-২৫-এ উদ্বেগ আটাব সদস্যদের

যৌন হয়রানির মামলায় ঢাবির শিক্ষক এরশাদ হালিম কারাগারে

উত্তরা ১২ নম্বর সেক্টরে ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিলেন প্রায় ৫ হাজার মানুষ

১৫ নভেম্বর উদ্বোধন হচ্ছে বিআইডব্লিউটিসির শতবর্ষী ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমার ‘পি এস মাহসুদ’

উৎসবমুখর পরিবেশে ড্যাবের সাংগঠনিক মাসের সূচনা

রাজউক চতুর্থশ্রেনীর কর্মচারীর কোটি টাকার সম্পদ

কার্গো ভিলেজ এখনও ধ্বংসস্তূপ: অভিযোগ উঠেছে সংস্থা গুলোর সমন্বয়হীনতা নিয়ে

সময় টেলিভিশনের নামে ৫ কোটি টাকার মানহানি মামলা, তদন্ত পেল সিআইডি