মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে চাঁদা না পেয়ে স্কেভেটর ও লোড ট্রাক্টর জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরে চাঁদা না দেওয়ায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি স্কেভেটর গাড়ি পেট্রোল দিয়ে জালিয়ে দেওয়া ও বাসা ভাংচুর করা হয়।এসময় বিপুল পরিমাণ যন্ত্রাংশ লুট ও নিরাপত্তাকর্মীদের মারধর করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার দিবাগত রাত ৩টায় এই ঘটনা ঘটেছে।সাব কন্টাক্টার সাকিল আহমদ বলেন, কয়েকদিন আগে সাবেক চেয়ারম্যান বাচ্চুর বেশ কয়েকজন লোক এসে আমাদের কাজ বন্ধ করতে বলে। এতে আমরা কাজ বন্ধ করিনি। এক পর্যায়ে তারা আমাদের নিকট চাঁদা করে। আমরা দিতে রাজি না হলে তারা চলে যায়। পরে রাত ৩টার দিকে তারা দলবল নিয়ে পেট্রোল দিয়ে আমাদের স্কেভেটর ও লোড ট্রাক্টর গুলো জ্বালিয়ে দেওয়া হয়। এতে প্রায় ৩কোটি টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়।
এদিকে মাতারবাড়ী বন্দরের কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী আব্বাস উদ্দিন জানান, টেন্ডারের মাধ্যমে কাজ পেয়ে গত বছর থেকেই কয়লা বিদ্যুৎকেন্দ্রের পাশে জমির মানোন্নয়নে কাজ করছিলেন তারা। দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকেও সঙ্গে নিয়েছিলেন। কিন্তু সম্প্রতি আরও বেশ কয়েকজন বিভিন্ন পরিচয়ে ফোন করে তাদের কাছে কাজের ভাগ চান। একপর্যায়ে চাঁদা দাবি করে তারা। অস্বীকৃতি জানালে প্রকল্পের কাজ বন্ধ করার হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দিনগত রাত ৩টার দিকে ৫০ থেকে ৬০ জনের সশস্ত্র দল নিরাপত্ত্বাকর্মীদের মারধর করে পাঁচটি লড়ি ও একটি স্কেভেটর জ্বালিয়ে দেয়। এ সময় ১৪ হাজার জিও ব্যাগসহ ছোট খাটো বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এছাড়া একই প্রকল্পের কাজে নিয়োজিত তাজ এন্টারপ্রাইজের সহযোগী ঠিকাদারি প্রতিষ্ঠান আইটি এন্টারপ্রাইজের তিনটি স্কেভেটর এবং তিনটি লোড ট্রাক্টর পুড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।
মাতারবাড়ি বন্দর নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম জানান, হামলার বিষয়টি তারা জেনেছেন। করণীয় ঠিক করতে চট্টগ্রাম বন্দরের একটি টিম মাতারবাড়িতে পাঠানো হচ্ছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ
