ঢাকা মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

হাওরে কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে প্রাণ-প্রকৃতির মেলা অনুষ্ঠিত


শহীদুল ইসলাম নেত্রকোনা photo শহীদুল ইসলাম নেত্রকোনা
প্রকাশিত: ২৪-১-২০২৫ দুপুর ১১:৩২

নেত্রকোনা মদন উপজেলার গোবিন্দশ্রী গ্রাম তলার হাওরের পাড়ে অবস্থিত এলাকায় সকাল থেকে নারীদের আয়োজনে গ্রামীণ পরিবেশে কৃষি উপকরন,হাতে লেখা ফেস্টুন,ব্যানার,ধানের খড়  দিয়ে সাজানো হয়েছে গোবিন্দশ্রী গ্রামের সালমা আক্তারের কৃষি প্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র। আজ প্রাণ-প্রকৃতির মেলা। হাওরের প্রাণ-প্রকৃতিকে স্টলের মাধ্যমে দেখানো হয়েছে। উপজেলার গোবিন্দশ্রী গ্রামের সালমা আক্তারের কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে সবুজের আহ্বানে কিশোরী সংগঠন ও তলার হাওর কৃষক সংগঠনের আয়োজনে বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র সহযোগিতায় প্রাণ-প্রকৃতির মেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাণ-প্রকৃতির মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা কৃষি কর্মকর্তা ও গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান,কৃষি সম্প্রসারণ কর্মকতা মৌরি তানিয়া মৌ,গোবিন্দশ্রী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান আকন্দ,সহকারী শিক্ষক খান আব্দুল বারী, উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম রব্বানী,বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো.অহিদুর রহমান, কৃষিগবেষক সুমন তালুকদার, কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্বাবধায়ক জনাব সালমা আক্তার,গ্রামের প্রবীণ কৃষক-কৃষানি,যুবক ও কিশোরীরা। মেলায় সরিষা,তিল,লালশাক,ডাটাশাক,মিষ্টিলাউ,লাউ,শসা, চিচিঙ্গা,ঝিঙ্গা,বাঙ্গি,ঢেড়স,রশুনসহ ৩১ জাতের সবজী বীজ,গিমাই,বথুয়া,থানকুনি, শালুক,দলকলস,কলমী শাক,ফালই,ক্যাতাবুড়ি, বউটুনিসহ ৩৫ জাতের অচাষকৃত খাদ্য প্রদর্শন করা হয়,তাছাড়া হাওর ও কৃষি নিয়ে কুইজ,নাটক, আলোচনা,দেশত্ববোধক গান,হাড়িভাঙ্গা খেলা ও পুরস্কার প্রদানের মধ্যদিয়ে উদযাপন করা হয়। 
মেলায় উচিতপুর গ্রামের হাওর বীজ কৃষানি রহিমা আক্তার ৩১ জাতের সবজী বীজ ও সালমা আক্তার ৩৫ জাতে অচাষকৃত খাদ্য প্রদর্শন করেন। হাওরের কৃষক কৃষানি যুবক কিশোরী গ্রামের এসব প্রদর্শনী ঘুরে ঘুরে দেখে অভিজ্ঞতা লাভ করেন।
প্রধান অতিথির ভাষণে মদন উপজেলা কৃষি কর্মকর্তা ও গোবিন্দশ্রী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন,গোবিন্দশ্রী সালমার কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রে এমন সুন্দর আয়োজনে আমি মুগ্ধ। নানা রঙ বেরঙগের কাগজে লেখা কৃষি লোকায়ত জ্ঞান ও খনার বচন লেখা পোস্টার গুলো থেকে আমরা অনেক কিছু শিখতে পারি,আমাদের নিজ নিজ গ্রামে,বাড়িতে সবজী চাষ করে নিরাপদ খাদ্য খেতে পারি,বীজ নিজেরা রাখতে পারি,হাওরে অনেক দুর্যোগ আসে তারপরেও নিজের উদ্যোগে এগিয়ে যেতে হবে।”
মেলা শেষে অংশ গ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন  বারসির’র কর্মসূচী কর্মকর্তা জনাব মো.আলমগীর।

এমএসএম / এমএসএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চন্দনাইশে বিএনপির শীত বস্ত্র বিতরন

পার্বত্য সমতল আমরা সবাই বাংলাদেশি: দুদু

নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন

মধুপুরে জমি বিক্রির পর ফের দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও

জমি বিরোধের উসিলায় লুটপাটের অভিযোগ ওঠেছে সাতকানিয়া সদরে

খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

গজারিয়ায় মাদক সহ আটক ২জন

কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী