ঢাকা মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

জীবিত‌ থেকেও ১৫ বছর ধরে মৃত জুড়ীর বসর আলী


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৪-১-২০২৫ দুপুর ২:২৯

৬৪ বছর বয়সী বসর আলী সকাল থেকে বিকেল অব্দি কাজ করেন নিজের কৃষি জমিতে। স্বাভাবিক কাজকর্ম সহ সব জায়গায় নিয়মিত যাতায়াত করলেও বিগত ১৫ বছর ধরে তিনি নাকি মৃত! সরকারি সুযোগ-সুবিধা নিতে গেলেই দায়িত্বরতরা সাফ জানিয়ে দেন আপনাকে অনলাইনে পাওয়া যাচ্ছে না। জাতীয় পরিচয়পত্র অনলাইনে খোঁজে না পাওয়ার কারণে দীর্ঘ ১৫ বছর যাবত তিনি ভোট দেওয়া সহ পাচ্ছেন না কোন সরকারি সুযোগ-সুবিধা। এমনকি তার ছেলে মেয়েরাও বিদ্যালয়ে ভর্তি হতে গিয়ে পরছেন নানা বিড়ম্বনায়। নিজেকে জীবিত প্রমাণ করতে বেশ কয়েকবার উপজেলা নির্বাচন অফিস সহ জনপ্রতিনিধিদের কাছে গিয়েও পান নি কোন সুরাহা। বার বার নানা অফিসে ধরনা দিয়েও কোন সুরাহা না পেয়ে তিনি এখন প্রায় হাল ছেড়ে দিয়েছেন।

১৯৬০ সালে জন্ম নেয়া বসর আলী মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের রহিমপুর  গ্রামের বাসিন্দা। প্রথম দিকে জাতীয় পরিচয়পত্র ঠিকঠাক থাকলেও ২০০৯ সাল থেকে তিনি যেখানেই আইডি কার্ড জমা দেন, সেখান থেকেই সার্চ করে তার সবকিছু শূন্য (নীল) পাওয়া যায়। তিনি জীবত থাকলেও আইডি কার্ডের অনলাইনে মৃত দেখানোর কারণে তিনি বর্তমানে বেঁচে থেকেও মৃত। 

বসর আলী জানান, বিগত ১৫ বছর ধরে কোন নির্বাচনে ভোট দিতে পারি নি। ভোট দিতে গেলেই কর্মকর্তারা বলেন আমি নাকি মৃত!  ভোটার তালিকায় নাম খুঁজে না পাওয়ায় ভোট দিতে না পেরে হতাশ হয়ে বাড়ী ফিরেছি বারবার।  ভোট না হয় নাই দিলাম। কিন্তু শেষ বয়সে এসে নিজেকে জীবিত প্রমাণ করতে নানা বিড়ম্বনায় পরছি, আক্ষেপ করে বলেন তিনি।

সাধারণত কোনো ভোটার মারা গেলে অথবা আইডি কার্ড বাতিল করে নতুন ভাবে আইডি কার্ড করলে তথ্য সংগ্রহকারীদের স্পষ্ট তথ্যের ভিত্তিতে এই শূন্যকরণ প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে। এর অর্থ, তথ্য সংগ্রহকারীদের তথ্যের ভিত্তিতে বসর আলীকে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মৃত দেখিয়ে তার তথ্য মুছে শূন্য করে রাখা হয়েছে।

বসর আলীর স্ত্রী জানান, গত ১৫ বছর ধরে আমার স্বামী জীবিত থাকলে ভোটার আইডি কার্ডে তিনি মৃত। মৃত দেখানোর কারণে ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে সমস্যায় পড়ার পাশাপাশি আমরা কোন সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছি না। আগামী নির্বাচনে যাতে আমার স্বামী ভোট দিতে পারে সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দাবি করছি।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা  নির্বাচন অফিসার বিধায়ক চক্রবর্তী বলেন, বিষয়টি খতিয়ে দেখে তাঁকে আবার কিভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নাচোলে "প্রাথমিক স্বাস্থ্যসেবায়" করণীয়, আর্থিক সহায়তা প্রদান ও পরামর্শ সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে জরাজীর্ণ ঘরের বাসিন্দা হাজেরা খাতুন পেলেন প্রশাসনিক সহায়তা

মৌলভী ধানাইড় সাইদুর রহমান নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

বোদায় সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লামায় এনআইসি লেক গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন

তেঁতুলিয়া থেকে পায়ে হেটে,টেকনাফে উদ্দেশ্যে টি এম খালিদ মাহমুদ প্রিজম

নন্দীগ্রামে সরকারী গাছ কাটা মামলার তদন্তকালে পুলিশের সামনেই বাদীকে হত্যা চেষ্টা

শতভাগ নিরপেক্ষ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হবেঃ গোপালগঞ্জ জেলা প্রশাসক

আক্কেলপুরে গণভোটে উদ্বুদ্ধকরণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

সৌদি গিয়ে প্রাণ গেল পটুয়াখালীর প্রবাসী রফিকুলের

কেশবপুরে কলেজ শিক্ষকের বিরুদ্ধে খুলনার আদালতে যৌতুক ও নির্যাতনের মামলা

শ্রীমঙ্গল পৌরসভার উদ্যোগে ভোটার সচেতনতা বাড়াতে দিনব্যাপী গণপ্রচারনা