ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

মাতারবাড়ি বন্দর এলাকায় যৌথ বাহিনীর অভিযান: ৬ডাকাত গ্রেফতার


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৪-১-২০২৫ দুপুর ২:৫৯

মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে অভিযান চালিয়ে কলিমুল্লাহ বাহিনীর ছয় সক্রিয় জলদস্যুকে আটক করেছে, বাংলাদেশ উপকূলীয় রক্ষী বাহিনী কোস্টগার্ড ও নৌবাহিনীর একটি অভিযানিক টিম।এসময় তাদের কাছে থেকে দেশী তৈরী ৫টি অস্ত্র, ১১টি তাজা গোলা, নগদ টাকা এবং দেশীয় তৈরী ১৩টি অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

২৪জানুয়ারি গভীর রাতে মহেশখালীর কয়লা ভিত্তিক  বিদ্যুৎকেন্দ্রে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

কোস্টগার্ডের লেপ্টেন্যান্ট মেজবাহ উর রহমান বলেন,তারা মহেশখালীর উন্নয়ন প্রকল্প মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে সরকারী বিভিন্ন কাজে বাধা কলিমুল্লাহ নামক ডাকাত দলের সদস্যরা চাঁন্দাবাজি , লুটরাজ,  অগ্নিসংযোগ ও মানুষদের জিম্মি করে আসছিল। তাদের বিরোদ্ধে এমন অভিযোগ পাওয়ার পর আমরা একটি অভিযান পরিচালনা করে ৬জনকে আটক করি । এবং তাদের কাছ দেশী তৈরী ১৩টি আগ্নেয় অস্ত্র ও ১১টি তাজা গোলা,নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হই।

তিনি আরো বলেন, এখন তাদের বিরোদ্ধে যেসমস্ত আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন সেই গুলো প্রক্রিয়াধীন রয়েছে।

উলেখ্য যে,২২জানুয়ারি বুধবার দিবাগত রাত ৩টায় মাতারবাড়ী বন্দরের কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী হাজী আব্বাস উদ্দিন জানান, টেন্ডারের মাধ্যমে কাজ পেয়ে গত বছর থেকেই কয়লা বিদ্যুৎকেন্দ্রের পাশে জমির মানোন্নয়নে কাজ করছিলেন। দুর্গম এলাকা হওয়ায় স্থানীয় কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠানকেও সঙ্গে নিয়েছিলেন। কিন্তু সম্প্রতি আরও বেশ কয়েকজন বিভিন্ন পরিচয়ে ফোন করে তাদের কাছে কাজের ভাগ চান। একপর্যায়ে চাঁদা দাবি করে তারা। অস্বীকৃতি জানালে প্রকল্পের কাজ বন্ধ করার হুমকি দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় বুধবার দিনগত রাত ৩টার দিকে ৫০ থেকে ৬০ জনের সশস্ত্র দল নিরাপত্ত্বাকর্মীদের মারধর করে পাঁচটি লড়ি ও একটি স্কেভেটর জ্বালিয়ে দেয়। এ সময় ১৪ হাজার জিও ব্যাগসহ ছোট খাটো বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

এছাড়া একই প্রকল্পের কাজে নিয়োজিত তাজ এন্টারপ্রাইজের সহযোগী ঠিকাদারি প্রতিষ্ঠান আইটি এন্টারপ্রাইজের তিনটি স্কেভেটর এবং তিনটি লোড ট্রাক্টর পুড়িয়ে দেওয়া হয়েছে। সব মিলিয়ে দুই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা।

এমএসএম / এমএসএম

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক

মোরেলগঞ্জে ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের