পূর্ব ঘোষিত ব্যান্ড দলের গান না হওয়ায়
সিআইপি আমিনুর ইসলামের সংবর্ধনা শেষে কনসার্টে দর্শনার্থীদের ভাংচুর
জয়পুরহাটের আক্কেলপুরে সিআইপি পদকে ভূষিত আক্কেলপুরের ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম সহ বিভিন্ন খাতে অবদান রাখা এই জেলার কৃতি ব্যক্তিদের আক্কেলপুর বাসীর ব্যানারে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে কনসার্টে পূর্ব ঘোষিত ব্যান্ড দল গান পরিবেশনের পূর্বেই অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষণা করায় আগত দর্শনার্থীদের একাংশ ক্ষিপ্ত হয়ে চেয়ার, মঞ্চের এলইডি ডিসপ্লে, সাউন্ড সিস্টেমের যন্ত্রাংশ ভাংচুর করে ও প্রধান ফটকের ব্যানার ছিড়ে রাস্তায় পুড়িয়ে ফেলে। ঘটনাটি শুক্রবার রাতে আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজ মাঠে ঘটেছে।
আয়োজক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের সন্তান ওমান প্রবাসী ইঞ্জিনিয়ার আমিনুর ইসলাম বৈধ পথে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠানোয় গত ১৮ ডিসেম্বর প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী ক্যাটাগরিতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি “সিআইপি” পুরস্কারে ভূষিত হন। তাঁর এই অর্জনে আক্কেলপুর বাসীর ব্যানারে শুক্রবার বিকালে তাঁকেসহ বিভিন্ন সেক্টরে অবদান রাখায় কৃতি ব্যক্তিদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা দেওয়ার পর অনুষ্ঠান শেষে সন্ধ্যার পরে শুরু হয় কনসার্ট। কনসার্টে প্রধান আকর্ষণ ছিল পূর্ব ঘোষিত দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘বাগধারা’। তাদের গান শুনতে কলেজ মাঠে হাজির হয় হাজরো জনতা। ব্যান্ড দলটি মঞ্চে না উঠতেই অনুমোদিত সময় পার হয়ে যায়। এতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাত ১০ টায় কনসার্ট বন্ধের ঘোষনা দেয় আয়োজকরা। ব্যান্ড দলটির গান শুনতে না পারায় ক্ষিপ্ত হন দর্শনার্থীরা। এসময় ক্ষিপ্ত দর্শনার্থীদের একাংশ চেয়ার, মঞ্চের এলইডি ডিসপ্লে, সাউন্ড সিস্টেমের যন্ত্রাংশ ভাংচুর ও প্রধান ফটকের ব্যানার ছিড়ে রাস্তায় পুড়িয়ে ফেলে। ঘটনার সময় আক্কেলপুর থানার ওসিসহ অনান্য সদস্যরা অনুষ্ঠানের মঞ্চে ও মাঠেই উপস্থিত ছিলেন।
কনসার্ট দেখতে আসা মারুফ হোসেন নামের এক দর্শনার্থী বলেন, আমরা মূলত জনপ্রিয় ব্যান্ড দল ‘বাগধারা’ এর অনুষ্ঠান দেখতে এসেছিলাম। কিন্তু তাদের মঞ্চে না তুলে হঠাৎ কনসার্ট বন্ধ ঘোষনা করেন উপস্থাপক। এতে দর্শনার্থীরা ক্ষিপ্ত হওয়াই ভাঙচুরের ঘটনা ঘটেছে। অনুষ্ঠানের আয়োজকদের ব্যবস্থাপনায় অনেক ভুল ছিল।
আয়োজক কমিটির দায়িত্বে থাকা এবং উপস্থাপক নূরনবী খন্দকার নয়ন বলেন, থানা পুলিশ কর্তৃক অনুষ্ঠান এশা’র আযানের আগে শেষ করার কথা ছিল। কিন্তু কনসার্ট কিছুটা দেরিতে শুরু হওয়াই শেষ করতে বিলম্ব হয়। ব্যান্ডদল ‘বাগধারা’ মঞ্চে না উঠার বিষয়ে আমাদের জানা ছিলনা। পর্যায়ক্রমে কয়েকটি ব্যান্ডদল গান পরিবেশন করেছে। মনে করেছিলাম ‘বাগধারা’ অনুষ্ঠান শেষ করেছে। রাত গভীর ও নির্ধারিত সময় শেষ হওয়াই আমরা অনুষ্ঠান বন্ধের ঘোষনা দেই। এতে ক্ষিপ্ত হয়ে দর্শনার্থীরা ভাঙচুর করেছে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, অনুষ্ঠান দেরিতে শুরু হওয়াই তাদের অনুমোদিত সময় আগেই শেষ হয়ে যায়। রাত গভীর হওয়াই আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আমাদের উপস্থিতে তারা কনসার্ট বন্ধের ঘোষনা দেন। এতে দর্শনার্থীরা উত্তেজিত হয়ে ভাঙচুর করেছে। এঘটনায় কেউ হতাহত হননি এবং এখনো কেউ অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থ্যা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার