ভাড়া বাসায় হাটিকুমরুল হাইওয়ে থানার কার্যক্রম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৪ অগাস্ট সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা-ভাঙচুরও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশ সদস্যদের মারধরের পাশাপাশি লুট হয় অস্ত্র ও গুলি।এরপর থেকে প্রায় ১৫-১৬ দিন থানার কোনো কাজ ছিল না। ২০ অগাস্ট থেকে আগের জায়গা থেকে কয়েক কিলোমিটার পূর্বে পাঁচলিয়া এলাকায় একটি ভাড়া বাড়িতে শুরু করে থানার কার্যক্রম।
তবে জরুরি কাজ ছাড়া থানা পরিচালনায় তেমন কোনো গতি ফেরেনি। হামলা ও অস্ত্র লুটের ঘটনায় এখনও মামলা হয়নি।এ অবস্থায় উত্তরাঞ্চলের ‘প্রবেশদ্বার’ খ্যাত সিরাজগঞ্জ অংশের ৯৬ কিলোমিটার মহাসড়ক বর্তমানে অনেকটা অরক্ষিত। তবে পুলিশের কর্মকর্তাদের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা কাজ করছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার (ওসি) আব্দুর রউফ বলেন,আমি থানায় জয়েন্ট করেছি তিন মাস হলে আমার জানামতেআন্দোলনকারীদের হামলার সময় লুট হওয়া ৮ টি অস্ত্র ও প্রায় দের শতাধিক গুলি এখনও উদ্ধার হয়নি তবে উধার কাজ চলমান রয়েছে ।এ ছাড়া জব্দকৃত বেশকিছু যানবাহন, পুলিশ সদস্যদের ব্যবহার করা সরকারি এবং ব্যক্তিগত সব জিনিসপত্র অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। এসব কারণে প্রায় ২০ দিন থানার কার্যক্রম সম্পন্ন বন্ধ ছিল।”
ওসি বলেন, মহাসড়কের পাঁচলিয়া এলাকায় একটি ভবনের দুটি তলা ভাড়া নিয়ে ২০ অগাস্ট থেকে থানার কার্যক্রম চালু করা হয়েছে । অন্য থানা থেকে একটি পুরাতন পুলিশ পিকআপ বরাদ্দ পাওয়ায় । আহত পুলিশ সদস্যদের মনোবল ফেরাতে কাউন্সেলিং করা হচ্ছে। অস্ত্রাগারে রক্ষিত থাকা কিছু অস্ত্র দিয়েই চলছে থানার কার্যক্রম।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে অবস্থিত ৯৬ কিলোমিটার মহাসড়কের নিরাপত্তা প্রসঙ্গে ওসি আব্দুর রউফ বলেন, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান এবং অবৈধ পণ্য পরিবহন বন্ধে যানবাহন তল্লাশি কার্যক্রম চলমান আছে বলে যানান তিনি।এই মহাসড়ক দিয়ে উত্তরাঞ্চলের রাজশাহী, বগুড়া ও পাবনা এবং দক্ষিণাঞ্চলের খুলনা ও যশোরসহ ২২টি জেলার যানবাহন চলাচল করে থাকে। হাইওয়ে পুলিশের অপ্রতুলতার কারণে মহাসড়কে অবাধে তিন চাকার যানবাহনসহ অবৈধ যানবাহনগুলো চলাচল করছে।
এ কারণে মহাসড়কে যেমন দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে, তেমনি নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। কত টাকা থানার ভাড়া তা জানতে চাইলে (ওসি) আব্দুর রউফ বলেন থানার ভাড়ার টাকা মালিককে (এসপি) অফিস থেকে দেয় দেওয়া হয়। কত টাকা ভাড়া আমি বলতে পারবো না। (ওসি)"র" কাছে থানার পার্কিং এর বিষয়ে আরও যানতে চাইলে তিনি প্রতিবেদককে বলেন,থানার সামনে অবৈধ্য ও গাড়ী মামলা দিয়ে রাখার জায়গা নেই তাই প্রতিদিন মামলা দিয়ে ছেড়ে দেওয়া হায় গাড়ী। ভাড়া বাসায় থানার কার্যকম চলমান থাকায় নেই নিদিষ্ট কোন পার্কিং ব্যবস্থা তাই অতিদ্রুত নিদিষ্ট পার্কিং ব্যাবস্থা প্রয়োজন।
এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু
