ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ২-২-২০২৫ বিকাল ৫:১৭

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি ইদ্রিস মিয়াকে আহ্বায়ক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য  লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে চট্টগ্রাম দক্ষিণ  জেলা বিএনপির আংশিক আহ্বয়াক কমিটি  ঘোষণা করা হয়েছে। কমিটিতে অধিকাংশ ত্যাগী নির্যাতিত যোগ্য ব্যক্তিদের নিয়ে কমিটি হওয়ায় তৃণমূল নেতা কর্মীদের মধ্যে কমিটি ঘোষণা করার সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনের জোয়ারে ভাসতে থাকে। অনেকে দীর্ঘদিন আটকে থাকা কমিটি প্রকাশ হওয়ায় উল্লাস প্রকাশ করেছে। তবে যুগ্ম আহ্বায়কের মধ্যে বারবার কারা নির্যাতিত জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লিয়াকত আলী নাকি ভুলে লিয়াকত হোসেন এ নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হওয়ার মত লিয়াকত হোসেন নামে কোন ব্যক্তি নাই লিয়াকত আলীর নাম ভুলে ক্রমে লিয়াকত হোসেন লেখা হয়েছে বলেও একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
 রোববার (২ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।
কমিটিতে জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আলী আব্বাসকে। আংশিক এই কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লিয়াকত আলীে চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর পুত্র জেলা বিএনপির সদস্য  মিশকাতুল ইসলাম  চৌধুরী পাপ্পাকে । 
এর মধ্যে ইদ্রিস মিয়া পটিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান  দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং লায়ন  হেলাল উদ্দিন আনোয়ারা উপজেলা বিএনপির সদস্য সচিব ছিলেন। গত বছরের ১ সেপ্টেম্বর দেশের আলোচিত শিল্পগোষ্ঠী এস আলমের বিলাসবহুল গাড়িকান্ডে বিলুপ্ত ঘোষণা করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।কমিটি ঘোষণা হওয়ার পর থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির  নেতাকর্মীদের মধ্যে আনন্দ উদযাপন করতে দেখা যাচ্ছে। তৃণমূলে উল্লাসে ফুটে উঠেছে, তৃনমুল  নেতাকর্মীদের দিয়ে কমিটি ঘোঘণা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী নিজের নাম ভুললিপিবদ্ধ হওয়ার বিষয়ে বলেন, এটা কম্পিউটারে টাইপিং ভুল হয়েছে এটা সংশোধন করা হবে, দক্ষিণ জেলায় বিএনপির রাজনীতিতে লিয়াকত একজনই আছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া বলেন, বিএনপির রাজনীতির সাথে প্রতিষ্ঠাকালিন থেকে জড়িত।  একাধিবার জনপ্রতিনিধি ছিলাম। গণমানুষের জন্য কাজ করার চেষ্ঠা করেছি। উপজেলা এবং জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। সবার সহযোগিতায় দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক কর্মকান্ড চালিয়ে যাব, আমি সবার সহযোগিতা এবং দোয়া প্রত্যাশা করছি।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় ভাষাসৈনিক এসকে চৌধুরী শিক্ষা বৃত্তি পেয়েছে ৩০ শিক্ষার্থী

শরীফ উসমান হাদী'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী

আ’লীগের সাধারণ সম্পাদক মিতা বিরামপুরে গ্রেপ্তার

গোদাগাড়ীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা

সাতক্ষীরা শহরে বেপরোয়া কিশোর গ্যাং প্রশাসনের ভূমিকা নিরব

কাশিমপুরে ‘ভাড়াটিয়া’ পরিবারের ওপর আবুল বাসারের পুত্রের বর্বরোচিত হামলা, শিশুসহ আহত ৩

ঈশ্বরদীতে এবার পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও টাকা লুটে এলাকায় অতঙ্কের সৃষ্টি

সিংড়ায় পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলামের বাড়ির অগ্নিসংযোগ ও ভাঙচুর

রাণীনগরে দিন দুপুর সুন্ধ্যাই চুরি বাড়ছে উপজেলা জুড়ে আতঙ্ক নির্বিকার পুলিশ প্রশাসন

ধানের শীষকে বিজয়ী করতে তালার মহিলা নেত্রী মিনির নিরলস প্রচেষ্টা

রাজস্থলীতে পাহাড়ী ঐতিহ্য শীতের পিঠা জমে উঠেছে বিক্রি

মনোহরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল