ঢাকা বৃহষ্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

ধানের শীষকে বিজয়ী করতে তালার মহিলা নেত্রী মিনির নিরলস প্রচেষ্টা


এম,এম হায়দার আলী, তালা photo এম,এম হায়দার আলী, তালা
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ১:৫৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে। বিজয়ী করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হচ্ছে। যা অন্যান্য নেতাকর্মীদের পাশাপাশি আন্দোলনের অগ্রভাগে রয়েছেন তালা উপজেলা বিএনপির মহিলা দলনেত্রী, দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ সংগঠক মেহেরুন্নেসা মিনি। খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত এই নেত্রী বর্তমানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের কাছে একজন অত্যন্ত দক্ষ, কর্মঠ ও সৎ সংগঠক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। নারী রাজনীতিকে সুসংগঠিত ও শক্তিশালী করার ক্ষেত্রে তার নেতৃত্ব তালা উপজেলা বিএনপিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত তিনি অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে গ্রাম-গঞ্জের প্রতিটি প্রান্তে ছুটে বেড়াচ্ছেন। শুধু কি তাই,উঠান বৈঠক, ঘরে ঘরে যোগাযোগ, নারী ভোটারদের সচেতন করা এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনে তার নিরলস পরিশ্রম ইতোমধ্যে ভোটের মাঠে দৃশ্যমান প্রভাব ফেলছে। এদিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ৩ নং সরুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মহিলা নেত্রী কুলসুম খাতুন ও অন্যান্য নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, সুমিষ্টভাষী নির্লোভ মেহেরুন্নেসা মিনির নেতৃত্বে মহিলা দল এখন কেবল একটি সহযোগী সংগঠন নয়। বরং নির্বাচনী লড়াইয়ের একটি শক্তিশালী ফ্রন্টলাইনে পরিণত হয়েছে।স্থানীয় বিএনপি নেতারা বলেন,দলের দুঃসময়ে যাঁরা মাঠে ছিলেন,তাদের মধ্যে মিনি ও একজন। কোনো লোভ বা স্বার্থ নয়,আদর্শ ও গণতন্ত্রের প্রশ্নেই তিনি রাজনীতি করেন। তার সততা ও সাংগঠনিক দক্ষতার কারণে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে তার নেতৃত্বে কাজ করছেন।এ বিষয়ে মেহেরুন্নেসা মিনি বলেন,এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, এটি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে ধানের শীষকে বিজয়ী করতেই আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো ইনশাআল্লাহ। সব মিলিয়ে, সাতক্ষীরা-১ আসনে ধানের শীষের পক্ষে এই ত্যাগী ও সংগঠিত নারী নেতৃত্ব নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। একই সাথে মিনির এই  নিরলস প্রচেষ্টা আসন্ন ভোটে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে স্থানীয় অভিজ্ঞ মহলের ধারণা।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় শতাধিক সংবাদকর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যা ঘোষণায় আমদানি ভারতীয় ইলিশের চালান জব্দ

জয়পুরহাটে শীতার্ত শিক্ষার্থীদের পাশে ছাত্রশিবির: শতাধিক শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ

জলমহালে অংশীদারিত্ব নিয়ে প্রতারণা, নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়রী

শেরপুরে বিএনপির বিদ্রোহী প্রার্থী মাসুদকে দল থেকে বহিষ্কার

শিশু বরণ থেকে স্মার্ট ক্লাসরুম, জামালগঞ্জ বিদ্যালয়ে শিক্ষার নতুন ভোর

শিবচর পুলিশের অভিযানে এক্সপ্রেসওয়ে থেকে লুট হওয়া ৪৬২ গ্যাস সিলিন্ডার উদ্ধার

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত

জেসমিন আরা শরীয়তপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক নির্বাচিত

ভোলাহাটে জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত

লোহাগড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার