ঢাকা শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

রাণীনগরে দিন দুপুর সুন্ধ্যাই চুরি বাড়ছে উপজেলা জুড়ে আতঙ্ক নির্বিকার পুলিশ প্রশাসন


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ২০-১২-২০২৫ দুপুর ১:৫৬

নওগাঁর রাণীনগরে দিন দুপুর সুন্ধারাতে চুরির ঘটনা ঘটেছে। উপজেলায় বিভিন্ন চুরির ঘটনায় পুলিশ প্রশাসনের দৃশ্যমান কোন ভূমিকা না থাকায় বাড়ছে উদ্বেগ।  গত এক মাসের মধ্যে কয়েকটি চুরি ওছিনতাইয়ের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উপজেলা বাসিও সাধারণ মানুষ দিন-দুপুর-সন্ধ্যায় বিভিন্ন বাসা ও মসজিদ থেকে মোটরসাইকেল চুরির ঘটনা উপজেলাজুড়ে উদ্বেগ উৎকন্ঠা বেড়েই চলছে। এখন পর্যন্ত গত কয়েক মাসে উপজেলায় ঘটে যাওয়া শতাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় পুলিশের প্রতি উল্লেখ্যযোগ্য ভাবে আস্থা কমেছে সাধারণ মানুষের। বর্তমানে উপজেলার মানুষসহ কোন কিছুই নিরাপদ নয় বলে মনে করছেন উপজেলার সচেতন মহল।সূত্রে জানা চলতি মাসের ৬ডিসেম্বর দিনে-দুপুরে উপজেলার মাস্টার পাড়ার একটি ভবন থেকে লাল রং-এর ১৫০সিসির পালসার মোটরসাইকেল চারজন চোর কয়েক মিনিটের মধ্যে চুরি করে নিয়ে যায়। পরবর্তিতে সিসিটিভি ফুটেজে চোরদের দেখা গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে কিংবা মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি। গত শনিবার (১৩ডিসেম্বর) উপজেলার রেলস্টেশন সংলগ্ন রাণীনগর-নাটোর আঞ্চলিক মহাসড়কের পাশে রাজুর ভেটেরিনারি ওষুদের দোকান থেকে দুপুরের সময় প্রায় দুই লাখ টাকা চুরি হয়ে গেছে।দোকানের মালিক রাজু জানান ওই দিন তিনি মাত্র ৫মিনিটের জন্য তার দোকান থেকে  ৫শত গজ দূরে রেলস্টেশনের প্লাটফর্মে যান একজনের সঙ্গে দেখা করতে। দেখা শেষ করে সঙ্গে সঙ্গেই দোকানে এসে দেখেন তার ক্যাশের তালা ভাঙ্গা। পরে দেখেন তার ক্যাশ বা•র থেকে প্রায় দুই লাখ টাকা কে বা কারা চুরি করে নিয়ে গেছে। পুলিশকে বিষয়টি জানিয়ে কোন লাভ নেই বলে তিনি বিষয়টি পুলিশকে জানাননি। বর্তমানে উপজেলায় যে ভাবে চুরি ও ছিনতাইয়ের উৎপাত বেড়ে গেছে এতে করে মানুষসহ কোন কিছুই নিরাপদ নয় বলে তিনি জানান।গত বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আবাদপুকুর বাজার মসজিদের সামনে থেকে মোটরসাইকেল দুইটি চুরির ঘটনাটি ঘটে। উপজেলার কালীগ্রাম মুন্সিপুর গ্রামের নাছির উদ্দীন খলিফা ওরফে ভোলার একটি ডিসকভার ১১০সিসি মোটরসাইকেল ও কালীগ্রাম মরুপাড়া তালপুকুর গ্রামের বাচ্চু সোনার নামে একজনের একটি পালসার ১৫০সিসি মোটরসাইকেল চুরি হয়েছে। এই চুরির ঘটনার পর থেকে ওই এলাকায় মানুষের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে।মোটরসাইকেলের মালিক নাছির উদ্দীন খলিফা ওরফে ভোলা জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এশার নামাজ পরার জন্য রাত সাড়ে ৭টার আগে মোটরসাইকেল নিয়ে আবাদপুকুর বাজার মসজিদে যান। সেখানে মসজিদের সামনে মোটরসাইকেলটি রেখে নামাজের জন্য মসজিদের ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে বের হয়ে দেখেন তার লাইসেন্স করা ১১০সিসি ডিসকভার মোটরসাইকেলটি চোরেরা চুরি করে নিয়ে গেছে। এছাড়া মসজিদের সামনে থেকে একই সময় বাচ্চু নামের আরেকজনের আরেকটি পালসার ১৫০সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এই চুরির ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।একই রাতে উপজেলার কয়াকুঞ্চি গ্রামের লিবিয়া প্রবাসী আব্দুল মজিদ (মজনু) এর বাড়িতে বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) রাত ৯টার সময় চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ ৩২ হাজার টাকা, তিন ভরি চাঁদির গহনা ও হাফ ভরির স্বর্ণের চেইন, কাসার থালাবাসন, কাপড়, বিদেশী একটি মোবাইল, বিদেশী জুতাসহ যা যা পেয়েছে সবই চুরি করে নিয়ে গেছে।উপজেলার কয়াকঞ্চি গ্রামের ভিটুরিয়া পাড়ার মোঃ দুলু প্রামাণিকের ছেলে প্রবাসী আব্দুল মজিদ (মজনু) মুঠোফোনে জানান তিনি চার বছর পর লিবিয়া থেকে বাড়িতে এসেছেন। তাদের গ্রামে প্রতি বছরের ন্যায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বাৎসরিক ইসলামিক জালসা চলছিলো। সেই জালসায় খাবার বিতরণ করে বাড়িতে এসে দেখেন অনেক লোকের সমাগম। এরপর তিনি দেখতে পান তার বাড়ির তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে শুধুমাত্র তার পাসপোর্ট রেখে প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। রাত ৯টার সময় এমন চুরির ঘটনায় তিনি হতবাক। বর্তমান সময়ে কেউ নিরাপদ নয়। পুলিশকে চুরির ঘটনা জানিয়ে কোন লাভ নেই বলে তিনি বিষয়টি পুলিশকে জানাননি।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মুঠোফোনে জানান, মোটরসাইকেল চুরি যাওয়ার বিষয়টি তিনি জেনেছে। সেগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।অপরদিকে দোকান ও বাড়িতে চুরির বিষয়টি তার জানা নেই। লিখিত ভাবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

এমএসএম / এমএসএম

নেত্রকোণায় ভাষাসৈনিক এসকে চৌধুরী শিক্ষা বৃত্তি পেয়েছে ৩০ শিক্ষার্থী

শরীফ উসমান হাদী'র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ড. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী

আ’লীগের সাধারণ সম্পাদক মিতা বিরামপুরে গ্রেপ্তার

গোদাগাড়ীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা

সাতক্ষীরা শহরে বেপরোয়া কিশোর গ্যাং প্রশাসনের ভূমিকা নিরব

কাশিমপুরে ‘ভাড়াটিয়া’ পরিবারের ওপর আবুল বাসারের পুত্রের বর্বরোচিত হামলা, শিশুসহ আহত ৩

ঈশ্বরদীতে এবার পুলিশ কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও টাকা লুটে এলাকায় অতঙ্কের সৃষ্টি

সিংড়ায় পানি সেচকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটের অভিযোগ

সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলামের বাড়ির অগ্নিসংযোগ ও ভাঙচুর

রাণীনগরে দিন দুপুর সুন্ধ্যাই চুরি বাড়ছে উপজেলা জুড়ে আতঙ্ক নির্বিকার পুলিশ প্রশাসন

ধানের শীষকে বিজয়ী করতে তালার মহিলা নেত্রী মিনির নিরলস প্রচেষ্টা

রাজস্থলীতে পাহাড়ী ঐতিহ্য শীতের পিঠা জমে উঠেছে বিক্রি

মনোহরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল