ঢাকা সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

পিরোজপুরে জোরপূর্বক ধান লুটের ঘটনায় আদালতে মামলা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২-২-২০২৫ রাত ৯:৫৪

রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের সম্পত্তির জোবর দখল করে ৩০ বস্তা ধান লুট ও অন্যের বাড়ি থেকে বস্তাবন্দী ধান লুট করার অভিযোগে জামাল হাওলাদার’এর বিরুদ্ধে ভুক্তভোগি ফারজানা বেগম পিরোজপুর বিজ্ঞ আদালতে গত ২০ জানুয়ারি মামলা দায়ের করেন। এতে জামাল হাওলাদর-সহ আট জনকে আসামি করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ফারজানা  বেগমের  পরিবার থেকে  পিরোজপুর জেলা প্রশাসকের নিকট হতে ডিসিআর নিয়ে দীর্ঘ ২৮/৩০ বছর ধরে চাষাবাদ করে আসছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে ওই সম্পত্তির ওপর চাষাবাদ করা হয়। ধান পরিপক্ক হলে ধান কেটে বাড়িতে নেয়া হলে জামাল হাওলাদারের নেতৃত্বে একাধিক লোক ৩০ বস্তা বা ৬০ মন ধান তাদের বাড়ির উঠান থেকে আসামিরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বস্তাভরা সব ধান লুট করে নিয়ে যায়। এ সময় তারা বিএনপির নাম ভাঙ্গিয়ে এ সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে মামলা উল্লেখ করা হয়।

স্থানীয়রা জানান, জামাল হাওলাদার গত পাঁচ আগস্টের পর থেকে বেপরোয়া হয়ে ওঠে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে এমনকি তার নিজ আত্মীয় স্বজন তার কথা না শোনায় তার আপন চাচাতো  ভাইকে মারধর করে আহত করে। অনেকদিন সে হাসপাতালে ভর্তি ছিল এলাকাবাসী জানায়  লুটপাট এর ঘটনা আমরা সবাই জানি। তাদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। বর্তমানে জামাল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশি অস্ত্র প্রদর্শন করে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা এ বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করছি।

ভুক্তভোগী ফারজানা বেগম জানান, জামাল হাওলাদার আমার স্বামী-সহ আমাদের পরিবারের নামে একর পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে। জীবিকা নির্বাহের কারণে আমার স্বামী ঢাকায় থাকার সুযোগে আসামিগণ ধান  লুট ও জোর জবস্তি দখল অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাকে সহযোগিতা করে আসছে ইন্দরকানি থানার এসআই সঞ্জীব ঢালী। এসআই সঞ্জীবকে বিনয়ের সাথে অনুরোধ করলে, এসআই সঞ্জীব ঢালী জানায় লুটকৃত ধানের বস্তা এলাকার ব্যক্তিদের জিম্মায় আছে।

পরের দিন উদ্ধার করে দিবে বলে আশ্বাস দেয়। কিন্তু আজ পর্যন্ত এসআই সঞ্জীব ঢালীর কাছে অনেক অনুরোধ ও ঘোরাঘুরি করেও তার প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে মামলা করেছি। আইনের মাধ্যমে আমি এর সুষ্ঠু  বিচার চাই। এলাকাবাসী জানায় জামাল সব সময় স্বশস্ত্র অবস্থায় চলাফেরা করে তাকে এখনই না থামানো গেলে এলাকার অনেক বড় ক্ষতি হবে। এলাকাবাসী সন্ত্রাসী ভূমিদস্যু জামালের বিচার দাবি করছে। 

জামিল আহমেদ / জামিল আহমেদ

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী

উপজেলা বিএনপির ৪ পদে ১২ প্রার্থী

কুরিয়ারে পাঠানোর সময় ঈশ্বরদীতে ৩০ হাজার প্যাকেট নকল বিড়ি ও সিগারেট জব্দ

ধামরাইয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুড়িগ্রামের প্রান্তিক নারীরা তৈরি করেছেন স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন

সিংগাইরে বসতবাড়িতে সন্ত্রাসী থাবা : লুটপাট

দেশ জুড়ে জিনাত রেজওয়ানার আদম ব্যবসার ফাঁদ: সিলেট সহ সারাদেশে ৪৬ মামলা

কামারখন্দে স্কুলছাত্রীকে বাড়িতে এনে প্রেমিক উধাও

উল্লাপাড়ায় বাস উল্টে যাত্রী নিহত

সুবর্ণচরে সাবেক সংসদ সদস্য শাহজাহানের সুস্থ্যতা কামনায় দোয়া অনুষ্ঠিত

শীতার্ত মানুষদের শীত নিবারণে বিত্তবানদের এগিয়ে আসা উচিতঃ ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিব