ঢাকা সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

কুড়িগ্রামের প্রান্তিক নারীরা তৈরি করেছেন স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ৩-২-২০২৫ দুপুর ৪:৪২

কুড়িগ্রামের কাঠালবাড়ি ইউনিয়নের জোতগোবর্ধন গ্রামের উদ্যোক্তা খাদিজা পারভীন খুশি। খুব ছোট বেলায় বিয়ে হয় তার। স্বামী-সংসার দেখাশোনার পরও পড়াশোনা চালিয়ে যান। অভাবের কারণেই পড়াশুনার পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় স্বাস্থ্যকর্মী হিসাবে কাজে যোগ দেন। দু বছর পর তার প্রজেক্টের মেয়াদ শেষ হয়। এরপর নিজ  এলাকার ২০২০ সালে প্রান্তিক অস্বচ্ছল ২০ জন মহিলাকে নিয়ে ‘কল্যানী নারী কল্যাণ সমবায় সমিতি গড়ে তোলেন।পরে ইউএনসিডিএফ এর স্বপ্ন প্রজেক্টের মাধ্যমে ১৫ দিনের প্রশিক্ষণ নিয়ে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন তৈরি শুরু করেন। ২০২১ সালে তৎকালীন জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম কারখানাটি উদ্বোধন করেন। বর্তমানে তাঁর কারখানায় ১২৪ জন নারী স্যানিটারি ন্যাপকিন তৈরি করে জীবিকা নির্বাহ করছে।
কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকায় তৈরি হয়েছে কল্যানী স্যানিটারি ন্যাপকিন কারখানা। নারীরা কারখানায় আলাদা আলাদা ভাগে বিভক্ত হয়ে কাজ করছেন। তাঁদের মধ্যে কেউ মেডিসিন কটন দিয়ে রোল তৈরি করছেন, কেউ তৈরি রোলে নেট পেচিয়ে প্যাড তৈরি করছেন, কেউ প্যাডগুলোকে অটোক্লেভ মেশিনে জীবাণুমুক্ত করছেন।
খাদিজা পারভীন জানান, উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে পড়ার সময় ডিস ব্যবসায়ী মো. মাহবুব মিলনের সাথে বিয়ে হয়ে যায়। পরিবারে অভাবের কারণে একটি বেসরকারি সংস্থায় স্বাস্থ্যকর্মী হিসাবে চাকুরীতে যোগদান করি। ২০১৯ সালে ওই সংস্থার প্রজেক্ট শেষ হয়ে গেলে আমি আবার বেকার হয়ে পড়ি। পরে এলাকার অস্বচ্ছল, বিধবা 
 নারীদের নিয়ে কল্যানী নারী কল্যাণ সমবায় সমিতি গঠন করি।  শুরুর দিকে শুধু সঞ্চয় করবার মানসিকতা থেকেই এই সমিতি গড়ে উঠলেও পরবর্তী সময়ে ইউএনসিডিএফ এর স্বপ্ন প্রজেক্ট তাদের ১৫ দিনের প্রশিক্ষণের ব্যবস্থা করেন।তাদের কাছে প্রশিক্ষণ নিয়ে নিজের ৫০ হাজার টাকা ও সমিতির ২০ জন সদস্য প্রত্যকের পাঁচ হাজার করে টাকার শেয়ার নিয়ে মোট দেড় লক্ষ টাকায় শুরু করেন কল্যানী স্যানিটারি ন্যাপকিন কারখানা।। তিনি নিজে ন্যাপকিন প্যাড তৈরির কাঁচামাল ঢাকা থেকে ক্রয় করে নিয়ে আসেন। সেসময় ইএসডিএফ নামের একটি এনজিও তাঁদের কাজে সহযোগিতা করার জন্য ১০টি সেলাই মেশিন প্রদান করেন। শুরু হয় কল্যানী স্যানিটারি ন্যাপকিন কারখানার।
তিনি জানান, শুরুর দিকে কারখানায় স্যানিটারি ন্যাপকিন তৈরি শেষ হলে বাজার ব্যবস্থাপনা নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছিল।  তার কারখানায় কোন পুরুষ কর্মী নাই। একজন নারী বাজারে স্যানিটারি ন্যাপকিন বিক্রি করছে এটি সমাজের অনেকেই সহজভাবে নেয়নি। এছাড়াও প্রতিযোগী অন্যান্য পুরুষ ব্যবসায়ীদের কাছ থেকে বিভিন্ন সময়ে হুমকী আসতে থাকলো। সেই সময় আমার সহকর্মীরা আমাকে সাহস জুগিয়েছিল। এরপর নিজেই একজন সহকর্মীকে সাথে নিয়েই মার্কেটিং শুরু করলাম। প্রথম কিছুদিন মানুষের কটুকথা, বাকা দৃষ্টিতে তাকানো এসবে খুবেই বিব্রত লাগতো। কিন্তু আমার বিশ্বাস ছিল আমি পারবো। আমি কাজটা বন্ধ করে দিলে এই ২০ জন নারী চরম সংকটে পরবে। এই দিয়ে তাদের পরিবার চলতো। এখন আমার কারখানায় ১২৪ জন নারী কাজ করছেন। 
তিনি বলেন, আমরা শুরু থেকেই কোয়ালিটিতে কোন ছাড় দেইনি। সাধারণত অন্যান্য স্যানিটারি ন্যাপকিন প্যাড অনেকেই গার্মেন্টস এর ঝুট কাপড় দিয়ে তৈরি করেন। সেখানে স্বাস্থ্যঝুকি থাকে তাই আমরা মেডিসিন কটন,নরমাল কটন দিয়ে প্যাড বানাতে শুরু করি। আমাদের স্যানিটারি প্যাড নরম ও দীর্ঘ সময় পানি শোষণ করতে সক্ষম হওয়ায় বাজারে এর চাহিদা বেড়ে যাওয়ায় আমরা কারখানায় কর্মী বাড়াতে থাকলাম। বর্তমানে কারখানায় ১২৪ জন কর্মী কাজ করছেন। এরা কারখানায় চক্রাকারে কাজ করেন। কেউ সপ্তাহে তিনদিন কাজ করেন, কেউ করেন দুইদিন। কারণ একসাথে ১২৪ জন কর্মীর বসবার ব্যবস্থা নাই। একজন কর্মী দৈনিক ৮০০ থেকে ১২০০ পর্যন্ত প্যাডরোল তৈরি করতে পারে। প্রতিটি প্যাডরোল তৈরি বাবদ তাঁকে ২০ টাকা করে দেওয়া হয়। দশটি ন্যাপকিন প্যাড বিশিষ্ঠ একটি প্যাকেটের উৎপাদন ব্যয় ৩৫ থেকে ৩৮ টাকা। আমরা বাজারে পাইকারী বিক্রি করি ৪৫টাকা দরে। তারা সেটিকে ৭০ টাকা থেকে ৯০ টাকায় বিক্রি করে। বর্তমানে কারখানার এইসকল  নারী কর্মীরা মাসে ৬ হাজার থেকে ৮ হাজার টাকা আয় করে। সব খরচ বাদ দিয়ে এই কারখানা থেকে মাসে আমার ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় হয়।
খাদিজা আরো জানান, আমরা বিভিন্ন সময় বিজয় মেলা, বৈশাখী  মেলা এবং বাণিজ্য মেলায় অংশগ্রহণ করি। ৫১ তম জাতীয় সমবায় দিবসে২০২২ শ্রেষ্ঠ সমবায় সমিতি ও ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২৪ সম্মাননা প্রদান করেন জেলা  প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়। খাদিজা বলেন, গ্রামীন নারীরা মাসিকের সময় স্বাস্থ্য ও সুরক্ষার কথা চিন্তা করে  এ কারখানা শুরু করি। খাজিদা পার়ভীন আরো বলেন,কারখানাটি  ভালো ভাবে করতে গেলে নিজস্ব জমি ও  অর্থের প্রয়োজন। অর্থ দোযান দিতে পারলে  আরো বেশি করে   উৎপাদন করতে পারবো। 

কল্যাণী স্যানেটারী ন্যাপকিনকারখানার বিপনণ কর্মী আকলিমা আক্তার আঁখি জানান, আমরা নারী বলেই আমাদের বিপণন ও বাজার ব্যবস্থাপনায় একটু সমস্যা হয়। আমাদের সমাজের পুরুষরা এখনো কোন নারীকে স্যানেটারী ন্যাপকিন বিক্রয় কর্মী হিসাবে সহজে মেনে নিতে পারে না। আমরা অনেক কষ্টে নিজ জেলার পাশাপাশি ঠাকুরগাঁও পঞ্চগড়  রংপুর ও গাইবান্ধায় জেলায় এই স্যানিটারি ন্যাপকিন বিক্রি করছি। সময় যতই যাচ্ছে চাহিদা রয়েছে। বর্তমানে আমাদের কারখানা থেকে প্রতিমাসে ১০ হাজার স্যানিটারি ন্যাপকিন প্যাকেট উৎপন্ন হয়।
কারখানায় কাজ করা কর্মী,  বিজলী বেগম  লাকি আক্তার, আমিনা বেগম জানান, আমরা এ কারখানায় ৪ বছর থেকে স্যানেটারী ন্যাপকিন ও বুটিকস এর কাজ করে সংসারের ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ মিটিয়ে মাস শেষে হাতে কিছু টাকা থাকে। আমাদের সংসারে আর এখন আগের মত অভাব নেই এজন্য খাদিজা  আপাকে ধন্যবাদ জানাই। 
স্থানীয় অনেক  ফার্মেসীর ব্যবসায়ী  বলেন, কল্যানী স্যানিটারি ন্যাপকিন স্থানীয় ভাবে তৈরি হওয়ায় দাম কম। অন্যান্য কোম্পানীর ৭ প্যাড বিশিষ্ট ন্যাপকিন প্যাকেট যেখানে ১০০ টাকা দামে বিক্রি হয় সেখানে কল্যানীর ১০ প্যাড বিশিষ্ট ন্যাপকিন বিক্রি হয় মাত্র ৭০ টাকা থেকে ৮০ টাকায়। দামে সস্তা ও মেডিকেল কটন কাপড় দিয়ে তৈরি হওয়ায় এই ন্যাপকিন প্যাডের চাহিদা বেশি।         নারী উদ্যোক্তা খাদিজা পারভিন  বলেন, শুরুর সময় অনেকের অনেক কথা শুনতে হয়েছে। শুধু স্বামী ও পরিবারের সহযোগিতার কারণে আজ এ পর্যন্ত। তৎকালীন জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম   স্যারের   অনুপ্রেরণা ছিল অন্যতম।        
কুড়িগ্রাম বিসিক এর উপ ব্যবস্থাপক, শাহ মোহাম্মদ জোনায়েদ বলেন, খাজিদা পারভিন ভালো কাজ করছেন। বিসিকের পক্ষ থেকে  সকল প্রকার সহযোগিতা অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

নানা আয়োজনে বারহাট্টায় সরস্বতী পূজা উদযাপন

মধুপুরে জমি বিক্রির পর ফের দখলের চেষ্টা, দোকানপাট ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রূপগঞ্জে অসহায় লোকদের ২০ লাখ টাকা নিয়ে উধাও

জমি বিরোধের উসিলায় লুটপাটের অভিযোগ ওঠেছে সাতকানিয়া সদরে

খাগড়াছড়িতে উৎসাহ-উদ্দীপনায় পালিত হচ্ছে সরস্বতী পূজা

গজারিয়ায় মাদক সহ আটক ২জন

কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী

উপজেলা বিএনপির ৪ পদে ১২ প্রার্থী

কুরিয়ারে পাঠানোর সময় ঈশ্বরদীতে ৩০ হাজার প্যাকেট নকল বিড়ি ও সিগারেট জব্দ

ধামরাইয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ