কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।
গাজীপুর মহানগরীর কাশিমপুরে বারাকাহ ইসলামী এফ এন্ড সি লিঃ নামের একটি ভুয়া অর্থলগ্নি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। শত শত গ্রাহকের কষ্টার্জিত টাকা আত্মসাৎ করে প্রতিষ্ঠানটির মালিকরা গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার শিকার গ্রাহকরা প্রতারক চক্রের মূল হোতা কামাল হোসেন ভূঁইয়া সোহাগ, মাহফুজুর রহমান শিমুল ও রাজিব হোসেন-এর দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
আজ বিকেলে ৩টায় কাশিমপুরের ৬নং ওয়ার্ডের জিতার মোড় এলাকায় বারাকাহ ইসলামী এফ এন্ড সি লিঃ অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীরা জানান, ঋণের প্রলোভন দেখিয়ে প্রতিষ্ঠানটি শত শত মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে।
ভুক্তভোগী অনিকা রানী বলেন,"ঋণ দেওয়ার কথা বলে ১০ হাজার টাকা জমা দিতে বলে। আমি দুই লাখ টাকা ঋণ নিতে চাইলে ২০ হাজার টাকা জমা দেই। কিন্তু কয়েকদিন পর এসে দেখি অফিসে তালা মারা! উপায় না পেয়ে মানববন্ধনে দাঁড়িয়েছি।"
ভুক্তভোগী কফিল উদ্দিন বলেন,"আমাকে ৫ লাখ টাকা ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বাড়ির জমির দলিলসহ ৫০ হাজার টাকা জমা নেয়। কিন্তু তারা কাউকে কিছু না জানিয়ে রাতের আঁধারে পালিয়ে গেছে। আমরা প্রতারকদের দ্রুত গ্রেফতার ও আমাদের টাকা ফেরত চাই।"
বক্তারা অভিযোগ করেন, প্রতারক চক্রটি অসহায় মানুষদের ঋণের প্রলোভন দেখিয়ে তিন শতাধিক গ্রাহকের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়া, তারা ভুয়া নামে মোবাইল সিম রেজিস্ট্রেশন করে প্রতারণার কাজ চালিয়েছে।
ভুক্তভোগীরা প্রতারকদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরতের জোর দাবি জানিয়েছেন এবং বিষয়টি তদন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
এমএসএম / এমএসএম