ঢাকা সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

নাঙ্গলকোটে স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক কে হত্যার ঘটনার আটক-৩


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২-২-২০২৫ রাত ১০:২৪

কুমিল্লার নাঙ্গলকোটের পেরিয়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে হেসাখাল ইউপি খিলপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে ও চার সন্তানের জনক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম ভূঁইয়া (৪৫) এর উপর অতর্কিত হামলায় নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (২ ফেব্রুয়ারি) নিহতের ভাই আব্দুর রহিম বাদী হয়ে বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়াসহ অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।এ ঘটনায় রোববার দুপুরে অভিযান চালিয়ে পৃথক স্থানে তিন জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে থানার উপ-পরিদর্শক সমর বড়ুয়া।

আটককৃতরা হলেন, উপজেলার বটতলী ইউপির কাশিপুর গ্রামের ফারুক, পৌরসভার গোত্রশাল গ্রামের হেলাল ও আফছার। এ ঘটনায় স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী নেতাকর্মীরা। 

শনিবার (১ ফেব্রুয়ার ) সাবেক এমপি আব্দুল গফুর ভূঁইয়ার নেতাকর্মীরা উপজেলার বাসন্ডা গ্রামের হায়াতুন নবীর বাড়ী থেকে সামাজিক অনুষ্ঠান শেষ করে, পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা বাজারে বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজার এলাকায় সেলিম ভূঁইয়ার মোটরসাইকেল গতিরোধ করে অতর্কিত হামলা চালায় বিএনপি নেতা মোবাশ্বের আলম ভূঁইয়ার অনুসারী কামাল, মোবারক, কুতুব, মমিন ও লিটন।

এতে তারা দেশীয় অস্ত্র-শস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে সেলিম ভূঁইয়াকে হত্যা করে। বাকী দু’জনকে বেড়ধক পিটিয়ে গুরত্বর আহত করে ফেলে চলে যায়।প্রত্যক্ষদর্শী গুরত্বর আহত আবুল কালাম বলেন, আমরা দাওয়াত খেয়ে কাকৈরতলা বিএনপির মতবিনিময় সভায় যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজার পৌঁছলে আগ থেকে উৎপেতে মোবাশ্বেরের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে দাড়িয়ে থাকে।

এসময় আমরা তাদেরকে দেখে মোটরসাইকেল ঘুরনোর চেষ্টা করলে ৭০/৮০ জনের একটি গ্রুপ আমাদেরকে বেড়ধক পিটাতে থাকে।একপর্যায়ে পৌর স্বেচ্ছাসেবকদল নেতা আলীর মোটরসাইকেলের পেছনে বসে থাকা সেলিম ভূঁইয়া দৌঁড় দিলে তাকে ঘেরাও করে লাঠিসোটা ও হাতুড়ি দিয়ে পিটাতে থাকে। তার মৃত্যু নিশ্চিত করে তারা চলে যায়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য আবু সায়েম শিপু বলেন, আমাদের পুর্ব নির্ধারিত পেরিয়া ইউনিয়ন বিএনপির কাকৈরতলা বাজারে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল গফুর ভূঁইয়া উপস্থিত থাকার কথা।

মতবিনিময় সভায় নেতাকর্মীরা যাতে উপস্থিত না হয় পুর্বে থেকে উৎপেতে থাকা বিএনপি নেতা মোবাশ্বের আলমের নির্দেশে কাদবা গ্রামের কামাল হোসেন মজুমদার, বাঙ্গড্ডা গ্রামের মোবারক হোসেন, মান্দ্রা গ্রামের আব্দুল মমিন, পশ্চিম খাঁড়ঘরের আব্দুল হান্নান তুষার, মক্রবপুর গ্রামের সালাউদ্দিন, কাদবা গ্রামের মহিন, করের ভৌমরা গ্রামের ফারুক হোসেন কুতুব ও বালিয়াপুর গ্রামের লিটনের নেতৃত্বে আমাদের নেতকর্মীদের উপর হামলা চালায়। এতে একজন নিহত ও ২ জন গুরুত্বর আহত হন।

নিহত সেলিম ভূঁইয়ার জানাজা রোববার বিকেলে দায়েমছাতি উচ্চ বিদ্যালয় মাঠে শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ বিষয়ে থানার ওসি এ, কে, ফজলুল হক বলেন, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে হত্যা মামলা করেছে। পৃথক স্থানে অভিযান চালিয়ে তিন জনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে।  

এমএসএম / এমএসএম

গজারিয়ায় মাদক সহ আটক ২জন

কাশিমপুরে ভুয়া ঋণের ফাঁদ: কোটি টাকা আত্মসাৎ, ভুক্তভোগীদের মানববন্ধন।

নেত্রকোনায় বিশ্ব জলাভূমি উপলক্ষে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে উদযাপন

মানিকগঞ্জে অ‌বৈধ দুই ইট ভাটায় অ‌ভিযান

৮ বছরেও বিচারকার্য শুরু না হওয়ায় মনে আর প্রবোধ দিতে পারছি নাঃ শিমুলের স্ত্রী

উপজেলা বিএনপির ৪ পদে ১২ প্রার্থী

কুরিয়ারে পাঠানোর সময় ঈশ্বরদীতে ৩০ হাজার প্যাকেট নকল বিড়ি ও সিগারেট জব্দ

ধামরাইয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ

কুড়িগ্রামের প্রান্তিক নারীরা তৈরি করেছেন স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন

সিংগাইরে বসতবাড়িতে সন্ত্রাসী থাবা : লুটপাট

দেশ জুড়ে জিনাত রেজওয়ানার আদম ব্যবসার ফাঁদ: সিলেট সহ সারাদেশে ৪৬ মামলা

কামারখন্দে স্কুলছাত্রীকে বাড়িতে এনে প্রেমিক উধাও

উল্লাপাড়ায় বাস উল্টে যাত্রী নিহত