ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

আদম পাচারের ফাঁদ পেতে শত কোটি টাকা আত্মসাৎ


ইউসুফ আলী বাচ্চু photo ইউসুফ আলী বাচ্চু
প্রকাশিত: ৩-২-২০২৫ দুপুর ১:৯

জিনাত রেজওয়ানা। পেশায় আদম ব্যবসায়ী হলেও নিজেকে পরিচয় দিতেন আওয়ামী লীগ সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকটাত্মীয় হিসেবে। বিমানবালার চাকরি শেখ হাছিনার ফ্ল্যাইটে ডিউটির সুবাদে নিজেকে হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন। বসবাস করেন ঢাকার সেনানিবাসে। সেই সুবাধে বিগত সকারের কট্টোর সমর্থক বেশ কয়েকজন উচ্চপদস্থ সেনাকর্মকর্তার সাথে রয়েছে তার ঘনিষ্ঠতা এবং উক্ত কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিভিন্ন পাওনাদারদের ভয় প্রদর্শনের অভিযোগে উক্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে সেনাপ্রধান-সহ সেনাবাহিনীর সংশ্লিষ্ট বিভাগের এক ভুক্তভোগী ইতিমধ্যে অভিযোগও দায়ের করেছেন। এছাড়াও ফেনীর সাবেক সংসদ সদস্য নিজাম হাজারীর রংমহলে নিয়মিত যাতায়াত ছিল তার। প্রায় সময়ই নিজাম উদ্দিন হাজারী ফেনীর বিলাস বহুল বাংলো কাম রংমহল ও এমপি হোস্টেলে তার ফ্ল্যাটে একান্তে সময় কাটাতেন দুজন। সেই সুবাধে নিজাম হাজারীর প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন প্রভাব প্রতিপত্তি। এমনকি নিজাম হাজারীর সকল অবৈধ ব্যবসার অংশিদারও ছিলেন তিনি। জনশ্রুতি রয়েছে, পলাতক এমপি নিজাম হাজারীর আমেরিকার সকল সম্পত্তি ও ব্যবসার মুল নিয়ন্ত্রক এখন তিনি। সংশ্লিষ্ট সূত্রমতে, জিনাত রিজওয়ানা তৎক্ষালিন প্রভাবশালী এমপি নিজাম হাজারীর প্রভাব খাটিয়ে সারাদেশে গড়ে তুলেন আদম ব্যবসার আড়ালে এক ভংঙ্কর প্রতারণার ফাঁদ। এই ফাঁদে পড়ে নিঃশ্ব হয়েছেন বিদেশগামী থেকে শুরু করে ট্রাভেলস এজেন্সীর কর্নধাররা। সরকার পরিবর্তনের পর থেকে বন্ধ রয়েছে রিজওয়ানার অফিস। তালাবদ্ধ অফিসে লোকজনও নেই। তাই জিনাত রেজওয়ানার সাথে যোগাযোগ করতে পারছেন না প্রতারিতরা। এমনকি ঢাকা ক্যান্টনমেন্টের মতো সংরক্ষিত এলাকায় তার বাসা হওয়ায় তার সাথে দেখাও করতে পারছেন না সাধারণ ভুক্তভূগিরা। জানা যায়, গত বছরের ১৪ নভেম্বর ৯ কোটি ২ লাখ টাকা আত্মসাতের দায়ে এক ভুক্তভোগী ফেনী সদর থানায় মামলা করেন। মামলায় জিনাত রিজওয়ানা কে ১ নম্বর আসামী এবং ফেনী সদর আসনের পলাতক এমপি নিজাম উদ্দীন হাজারী, হাজারীর খালাতো ভাই  আব্দুল আওয়াল সবুজ এবং জাপার সাবেক পলাতক এমপি আহসান আদেলুর রহমান এমপি সহ আরও কয়েকজন আসামী করা হয়। উক্ত মামলায় নিজাম হাজারী ও তার বিরুদ্ধে চাঁদাবাজী, কিডন্যাপ ও টাকা আত্মসাৎ, হত্যার চেষ্টার এর অভিযোগ আনা হয়। জামিন অযোগ্য মামলায় আদালত থেকে সুকৌশলে জামিন নিয়ে বর্তমানে ঢাকা ক্যান্টনমেন্টের বাসা নং ১৬/এ, ফ্ল্যাট ৬/সি, রোড ২-এ, বাসায় আত্মগোপনে আছেন তিনি। নিজেদের টাকা না পেয়ে ও রিজওয়ানার সাথে যোগাযোগে ব্যার্থ হয়ে এখন প্রতারণার শিকার অনেকই বাধ্য হয়ে তারা বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় মামলা করছেন। সংশ্লিষ্ট সূত্রমতে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বর্তমানে ৪৬ টি মামলা চলমান রয়েছে, এমনকি অনেক মামলায় ইতিমধ্যে তিনি গোপনে জামিনও নিয়েছে, আবার অনেক মামলায় আদালত জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানার জারি করেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, জিনাত রিজওয়ানার কাছে পাওনা টাকা চাইতে গেলে অনেককে ধর্ষণের চেষ্টার মামলা দিয়ে হয়রানীর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এমনি একজন ভুক্তভোগী টাকা চাওয়াতে তার বিরুদ্ধে জিনাত রিজওয়ান ধর্ষনের শিকার হয়েছেন বলে মামলাও করেন। এমন মিথ্যা অভিযোগেও মিথ্যা মামলা টাকা পাওনাধারকে জেল খাটানোর অসংখ্য তথ্য প্রমাণ পাওয়া গেছে।এখন প্রতারিতরা পাওনা টাকার জন্য তার সাথে যোগাযোগ করলে তিনি ধর্ষন মামলা দিয় হয়রানীর ভয় দেখান। সূত্রমতে, চতুর জিনাত রিজওয়ানা আর্থিক সচ্ছল ব্যবসায়ী ও রাজনৈতিক নেতাদের সাথে কৌশলে প্রথমে ব্যবসায়ীক সম্পর্ক তৈরি করেন। ব্যবসার সূত্রধরে জড়িয়ে পড়েন অনৈতিক সম্পর্কে। এর পর ধনকুবেরদেরকে ফুসলিয়ে শারীরিক সম্পর্ককে করে গোপনে সেই ভিডিও ধারণ করেন। এর পর শুরু হয় তার ব্ল্যাকমেইল। সামাজিক অবস্থানের কথা চিন্তা করে অনেকই মুখ বন্ধ রেখে তার দাবি মতো টাকা পয়সা, এমনকি নিজের ব্যবসা পর্যন্ত তাকে দিয়ে দিতে হয়েছে। জানা যায়, বিপুল পরিমাণ আয়কর ফাঁকির অভিযোগে জোন-৯, সার্কেল ১৮১ কর্তৃক ৪ কোটি টাকা আয়কর ধার্য করেছে, তাও প্রভাবশালী আইনজীবী ও আয়কর কর্মকর্তার যোগসাজশে ধার্যকৃত আয়কর পরিশোধ না করে অবৈধ ভাবে কর ফাঁকির অভিযোগ রয়েছে। ফেনীর সাবেক এমপি নিজাম উদ্দিন হাজারীর গডফাদার ও আওয়ামীলীগ এর সাবেক এমপি এর ভাইয়ের নির্মাণাধীন শিল্পপ্রতিষ্ঠান তার বিপুল পরিমানে বিনিয়োগ এর তথ্য পাওয়া গেছে, যা জিনাত রেজওয়ানার আয়কর নথিতে গোপন করেছে। জানা যায়, আওয়ামী লীগের প্রভাবশালী পলাতক সাবেক সংসদ সদস্য নিজাম হাজারী ব্যবসায়ী থেকে শুরু করে রাজনৈতিক নেতাদেরকে জিনাত রিজওয়ানার মাধ্যমে প্রেমের জালে ফাসিয়ে গোপনে অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও ধারণ করে তাকে দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করতেন। এমনকি নিজাম হাজারীর নামে যেসকল চাঁদা উঠত তার একটি বড় অংশ যেত রিজওয়ানার একাউন্টে। প্রায় সময় তিনি বিভিন্ন ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্সের মাধ্যমে রিজওয়ানার ব্যাংক একাউন্ট নাম্বার দিয়ে এই একাউন্টে টাকা পাঠানোর জন্য চাপ প্রয়োগ করতেন। জিনাত রিজওয়নার প্রতারণার অন্যতম হাতিয়ার ছিল আদম ব্যবসা। তিনি প্রবাসী আধ্যুসিত এলাকা বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগ সহ দেশের বিভিন্ন এলাকায় নিজে এমনকি এজেন্ট নিয়োগ করে মানুষকে ইংল্যান্ড, এ্যামেরিকা, কানাডা, অষ্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ফ্রান্স, জাপান, পর্তুগাল সহ বিভিন্ন দেশে পাঠানোর নাম করে টাকা হাতিয়ে নিয়েছেন। জনপ্রতি ১৫ থেকে ২৫-৩০ লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন। এমনকি কোন কোন এজেন্টের মাধ্যমে কয়েক কোটি টাকাও হাতিয়ে নিয়েছেন। সরকার কর্তৃক অবৈধ ভাবে বিদেশে পাচারের মাধ্যমে সম্পদ এর খোঁজ খবর নিতে দেখে চতুর জিনাত রিজওয়ান অবৈধভাবে পাচার করা টাকায় আমেরিকার ক্রয় কৃত বাড়ি গত ২৩শে ডিসেম্বর ২০২৪ তারিখে বিক্রয় করে দেয়। -তার আয়ের উৎস কি? : আওয়ামী সরকার ক্ষমতায় আসার আগে ৫ হাজার টাকা বেতন জিএমজি এরয়ারলাইনস এ চাকরি করতেন জিনাত রিজওয়ানা, এখন দুটি সিএনজি ফিলিং স্টেশনের মালিক, ঢাকা পূর্বাচলে ১০ কাটার প্লট, হবিগঞ্জ জেলার মাধবপুরে তিন হাজার বিঘার ইন্ডাস্ট্রিয়াল প্লট, আমেরিকায় একাধীক বাডি, বাচ্চা আমেরিকায় পড়ালেখা করায় এতো সম্পদের মুল উৎস কি? তার ঘনিষ্ট সূত্রমতে, চতুর জিনাত রিজওয়ানা, তার শশুর বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ছিদ্দিকুর রহমানের দুটি সিএসডি প্রতিষ্ঠান সুকৌশলে দখল করে নেন। এর পর শশুরের নামে ৩০ টির অধিক মামলা করে তাকে দেশ ছাড়া করেন। তার শশুর বিগত ৫ই অগাস্টের পটপরিবর্তনের পর দেশে ফিরে তার বিরুদ্ধে ৫ কোটি ৭০ লক্ষ টাকার চেকের প্রতারণার মামালা দায়ের করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে, তার বিরুদ্ধে সিলেট বিভাগ ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন প্রতারণার শিকার ভুক্তভোগীরা। সার্বিক অভিযোগের বিষয়ে জানতে জিনাত রিজওয়ানার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এমএসএম / এমএসএম

গণপূর্তের ইএম কারখানা বিভাগে নির্বাহী প্রকৌশলী মো: ইউসুফের দুর্নীতির রাজত্ব

দুর্নীতিতে পিছিয়ে নেই এলজিইডির উপজেলা প্রকৌশলীগন

‘এনবিআর’এ স্বৈরাচার সরকারের পালিয়ে থাকা চক্রের চক্রান্ত

প্রাণ ধ্বংসকারী কোম্পানি প্রাণ

বিসিএসআইআরের ৬ কোটি টাকার যন্ত্রপাতি কেনায় ভাগ বাটোয়ারা

কোতোয়ালীতে অপহৃত ব্যবসায়ীর লাশ উদ্ধার

রেজিস্ট্রি অফিসের প্রভাবশালী নকলনবিশের কাণ্ডঃ মন্ত্রীদের প্রভাবে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যের অভিযোগ

বিসিক এর নীরিক্ষা কর্মকর্তা সাবধান আলী হতে সাবধান!

কেরানীগঞ্জ উপজেলার রাজাবাড়ী রোডে অবৈধ এলপিজি বটলিং প্লান্ট এর সন্ধান

গডফাদার মুরাদ জং-এর বোন পরিচয়ে দলিল দাতা-গ্রহীতাদের জিম্মি করার অভিযোগ

গাজীপুরের কাশিমপুরে সরকারি খাস জমি ভূমিদস্যুদের দখলে

বগুড়ায় সাবেক অফিস সহকারীর বিরুদ্ধে 'ফ্যাসিস্ট সিন্ডিকেটের' মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আইন যেন শুধু খাতা কলমে