চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে এমপি প্রার্থী ড. মিজানুর রহমানের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সোমবার বাদ এশার রাজফুড ক্যাসেলে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনিত প্রার্থী ড. মিজানুর রহমান। আসন্ন সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ -২ আসনে জামায়াতের একক প্রার্থী হিসেবে মনোনীত হওয়ায় তিনি মাঠে গণসংযোগ করে বেড়াচ্ছেন। মতবিনিময় সভায় তিনি গণমাধ্যম কর্থীদের উদ্দ্যেশে বলেন আগামী নির্বাচনে জয়পরাজয় যেটাইহোকনা কেনো তিনি সব সময় জনগনের পাশে থাকবেন এবং গণমাধ্যম কর্মীদের পাসে নিয়ে কাজ করবেন
বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গড়তে চাই। আমাদের আমিরে জামায়াত বলেছেন আমরা আওয়ামী লীগের মতো প্রতিহিংসার রাজনীতি করবো না। আগামী নির্বাচনেও জামায়াত পুরোপুরিভাবে প্রস্তুত। ইসলামী কল্যাণ মুখী, দুর্নীতিমুক্ত, ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চাই।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামী বাংলাদেশ নাচোল পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আমীর ইয়াকুব আলী।
এমএসএম / এমএসএম