সকাল-সন্ধ্যা জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ সেবা দিচ্ছে ধামাইনগর ইউনিয়ন পরিষদ
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোটার হালনাগাদ উপলক্ষে সকাল থেকে সন্ধা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে সেবা দিচ্ছে ধামাইনগর ইউনিয়ন পরিষদ।
সরেজমিনে গিয়ে জানাযায়, সকাল ১০ টা থেকে সন্ধা ৭ টা পর্যন্ত বিরতিহীন ভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদে ব্যস্ত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. রোজিন পলাশ। সম্প্রতি ভোটার হালনাগাদে একজন নাগরিকের জন্ম নিবন্ধন সনদ ও মৃত ভোটারের হালনাগাদের জন্য মৃত্যু সনদ বাধ্যতা মূলক জমা দিতে হবে।
সম্প্রতি নির্বাচন কমিশন সচিবালয় থেকে সূত্রস্থ স্মারকে জানানো হয়েছে আগামী ২০ জানুয়ারি থেকে ১১ এপ্রিল পর্যন্ত ভোটারযোগ্য ব্যক্তির তথ্য সংগ্রহ, যাচাই ও নিবন্ধন কার্যক্রম চলমান সময়ে জন্ম নিবন্ধন সনদ প্রদানের কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সচিবালয় অনুরোধ জানিয়েছে। এর অংশ হিসাবে উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা দ্রুততম সময়ে নিশ্চিত করছে। সেই সাথে সকাল থেকে সন্ধা পর্যন্ত সেবা কার্যক্রম চালু রেখেছে।
ইউনিয়নের বাসিন্দা আল আরাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ দ্রুত তম সময়ে পেতে ধামাইনগর ইউনিয়ন পরিষদ নিরলসভাবে সকাল- সন্ধা কাজ করে যাচ্ছেন। এভাবে সেবা কার্যক্রম চলমান থাকলে ইউনিয়নবাসীরা কোন রকম ভোগান্তি ছাড়াই সেবা পাবে। এক্ষেত্রে ইউনিয়ন পরিষদের উপর সাধারণ মানুষের আস্থা ফিরে আসবে।
ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. রোজিন পলাশ বলেন, নির্বাচন কমিশন সচিবালয় থেকে সূত্রস্থ স্মারক অনুযায়ী স্থানীয় উপপরিচালক এবং রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ুন কবির মহোদয়ের নির্দেশে ইউনিয়নবাসীদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদে বিরতিহীন ভাবে সকাল- সন্ধা কার্যক্রম চলমান আছে। খুব সহজে ভোগান্তি ছাড়াই যেনো জনগন সেবা নিশ্চিত করতে পারে এ জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম