চট্টগ্রামের ডিসি পার্কে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা-ভাঙচুর-লুটপাট

চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাটস্থ বন্দর সংযোগ সংলগ্ন সড়কের পাশে গড়ে ওঠা জেলা প্রশাসক নিয়ন্ত্রিত ডিসি পার্কের ফুল উৎসবে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী) রাত ৮টার সময় ২৫/৩০ জনের একটি দুষ্কৃতকারী দল ডিসি পার্কের প্রবেশপথ, টিকিট কাউন্টার, ফুল গাছ, পার্কের দোকানসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় পার্কের ভেতরে থাকা দর্শনার্থীদের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়। দর্শনার্থীরা ছোটাছুটি করতে থাকেন এবং দোকানদারেরাও দোকান ফেলে পালিয়ে যান। এসময় দুষ্কৃতকারীদের হামলায় শতাধিক দর্শনার্থী আহত হন। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও লরি চালকদের সূত্রে জানা যায়, বিএম ডিপোর একটি লরি ফৌজদারহাট বন্দর সংযোগ সংলগ্ন সড়কস্থ ডিসি পার্কের সামনে দিয়ে যাচ্ছিলেন। ওই সময় ডিসি পার্ক থেকে বের হওয়া একটি প্রাইভেটকারকে নিরাপদে মূল সড়কে তুলতে লরি চালককে সিগন্যাল দিলে লরির চালক সিগন্যাল অমান্য করে পার্কের নিরাপত্তারক্ষীদের গায়ে চাপ দিতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় তারা লরি চালককে টেনেহিঁচড়ে পার্কের ভেতরে নিয়ে মারধর করেন ও প্রয়োজনীয় কাগজপত্র রেখে দেন বলে জানা যায়। ওই চালক বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষক ও অন্য চালকদেরও বিষয়টি জানান।
পরে লরির ড্রাইভাররা সড়কে লরি দিয়ে যান চলাচল একেবারে বন্ধ করে দিয়ে ড্রাইভার হেলপার চলে যান। আধা ঘন্টা পর তারা ২৫/৩০ জন সশস্ত্র অবস্থায় জড়ো হয়ে অতর্কিতভাবে পার্কের প্রবেশপথ, টিকিট কাউন্টার, দেওয়াল, ফুল গাছ, দোকানসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করেন।
ডিসি পার্ক কর্তৃপক্ষ তা বাঁধা দিলে হামলাকারীরা পাথর নিক্ষেপ শুরু করে। পরে স্থানীয় নারী পুরুষ ডিসি পার্ক রক্ষা করতে রাস্তায় এসে পার্ক কর্তৃপক্ষকে সহযোগীতা করে প্রতিহত করা চেষ্টা করেন। পুলিশ, সেনাবাহিনী ও এলাকাবাসীর চেষ্টায় সব কিছু স্বাভাবিক ভাবে নিয়ন্ত্রণে আনেন।
এই ব্যাপারে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, সীতাকুণ্ড ডিসি পার্ক সংলগ্ন রাস্তায় ট্রাক, লরির ড্রাইভার ও শ্রমিকদের দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং সহিংসতায় রুপ নেয়। সহিংসতা প্বার্শবর্তী ডিসি পার্কে ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সেনাবাহিনী, পুলিশ ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিষয়টি তদন্তনাধীন। সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয় যাচাইপূর্বক বিস্তারিত জানা যাবে।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, সড়কের এক গাড়ী চালকের সঙ্গে পার্কের নিরাপত্তাকর্মীর কথা কাটাকাটি হয়। এরপর ওই চালক গিয়ে দলবল নিয়ে এসে পার্কে হামলা চালান। এতে পার্কের ব্যাপক ক্ষতি হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে ঘটনার পরপরই হামলাকারীরা পালিয়ে যায়।
এমএসএম / এমএসএম

নুরাল পাগলা’র দরবারে পুলিশের ওপর হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় ডেকোরেশন কর্মীর লাশ উদ্ধার

কুড়িগ্রারে রৌমারীতে সেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত

চৌগাছায় পনিতে ডুবে আড়াই বছরের শিশু আবু বক্করের মৃত্যু

কালীগঞ্জে দুই মাদক কারবারী আটক

হাতিয়ায় চেয়ারম্যান ঘাট-নলচিরা নৌরুটে নতুন সি-ট্রাক উদ্বোধন

গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো- মোস্তাফিজুর রহমান

রাজশাহীর সেই বহিস্কৃত এসআই ২ দিনের রিমান্ডে

রাজশাহীতে আদিবাসীদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

হাসিনার শাসন ইতিহাসের জঘণ্যতম অধ্যায়: অধ্যাপক মুজিবুর রহমান

ছাত্রদলের উগ্র ও সন্ত্রাসী স্লোগানের প্রতিবাদে সাভারে ছাত্রশিবিরের বিক্ষোভ

পটুয়াখালীর জেলের জালে ৪৪ কেজির কোরাল, বিক্রি ৬৬ হাজার টাকায়
