কর্ণফুলীতে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণের অভিযোগ ব্যাংকারের বিরুদ্ধে
চট্টগ্রামের কর্ণফুলীতে চলাচলের রাস্তা বন্ধ করে সিমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বিরুদ্ধে।উপজেলার শিকলবাহা ২নং ওয়ার্ড ডা: নজরুল ইসলামের বাড়ি এলাকার প্রতিবেশীদের চলাচলের রাস্তা বন্ধ করে সিমানা প্রাচীর (দেলায়) নির্মাণ করবে এমন অভিযোগে গত ৩০ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মাহফুজুল হকের বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়েন করেন। যার জিডি নং ১৫৮৭, এবং একই দিনে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীরা।
অভিযোগ ও জিডি সূত্রে জানা যায়, ভুক্তভোগীরা ৭-৮ টি পরিবারের প্রায় ৩০-৩৫ জনের একমাত্র চলাচলের বাহন হল ওই সড়কটি ওইটা ছাড়া তাদের বিকল্প কোনো সড়ক নেই,দীর্ঘ ২০ বছর ধরে তারা ওই রাস্তাটি ব্যবহার করে আসছিলেন গত ১৬/১২/২৪ইং তারিখ বিকালে অভিযুক্ত মাহফুজুল হক তার ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে সিমানা প্রাচীর নির্মাণের চেষ্টা করে এতে আমরা বাধা প্রদান করিলে অভিযুক্ত মাহফুজুল হক আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ ফের বাধা দিলে প্রাণনাশের হুমকি দিয়ে প্রীতি প্রদর্শন করেন।
স্থানীয় ভুক্তভোগীরা জানান,এই রাস্তা ব্যবহার করে দীর্ঘ ২০বছর ধরে এই জায়গায় আমরা বসবাস করতেছি হঠাৎ করে গত ১৬/১২/২৪ইং তারিখে মাহফুজুল হক তার লোকজন নিয়ে এসে আমাদের চলাচলের রাস্তায় দেয়াল তুলার চেষ্টা করলে তাতে আমরা বাধা প্রদান করি এতে ক্ষিপ্ত মাহফুজুল হক আমাদের সবাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাদেরকে প্রাণে মারার হুমকি দেয়।
পরে কর্ণফুলী উপজেলা ভূমি অফিস থেকে একটি নোটিশ দিলে তা আমরা যথাযথ গ্রহণ পূর্বক উপজেলার সহকারী কমিশনার ভূমি বরাবর আবেদন করিলে তিনি তা গ্রহণ না করে কোনো রকম শুনানি ছাড়ায় মাহফুজুল হক'কে রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর নির্মাণের অনুমতি প্রদান করে। এতে আমরা খুবই অসহায় হয়ে পড়েছি যদি এই রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে আমরা এতোগুলো মানুষ ঘরবন্দী হয়ে পড়বো এই রাস্তা ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই তাই আমাদের প্রশাসনের কাছে এবিষয়ে একটি সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।
স্থানীয় সচেতন মহল জানায়, অনেকদিন ধরে এই সমস্যা বিদ্যমান রয়েছে, অনেকগুলো মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে,রাস্তায় যদি দেয়াল নির্মাণ করে তাহলে এতোগুলা মানুষ কিভাবে হাটবে এটাও প্রশাসনের লোকদের দেখা উচিত,সেখানে যারা বসবাস করছে তাদের বিষয়ে মানবিক দৃষ্টি দেওয়া দরকার,সব সমস্যা নিরসন করে রাস্তাটি চলাচলের উপযোগি করার দাবি স্থানীয়দের।
এবিষয়ে অভিযুক্ত মাহফুজুল হকের মুঠোফোনে একাধিকবার কল দিয়েও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ বিষয়ে কর্ণফুলী উপজেলা সহকারী কমিশনার ভূমি রয়া ত্রিপুরা বলেন, এ সংক্রান্ত লিখিত একটি অভিযোগ পেয়েছি। শুনানি শেষে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম