ঢাকা বৃহষ্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রামে কেজিডিসিএল'র তিন শতাধিক অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ৫-২-২০২৫ রাত ৯:৪৫

কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন কোম্পানি লিঃ (কেজিডিসিএল) এ ২০২২ সালে আওয়ামীলীগ আমলে তিন শতাধিক  অবৈধ  নিয়োগ বাতিলের দাবীতে জিয়া নাগরিক পরিষদ ও পরীক্ষা অংশ নিয়েও নিয়োগ বঞ্চিত কয়েক শত পরীক্ষার্থীদের উদ্যেগে কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন অফিসের সামনে আজ ৫ ফেব্রুয়ারী (বুধবার) বেলা ১২টায়  বিক্ষোভ ও মানববন্ধন করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন ২০২২ সালে যে নিয়োগ তা অবৈধ প্রক্রিয়া দলীয় লোকদের নিয়োগ করা হয়েছে। অবিলম্বে যদি তা বাতিল করতে হবে না হয়, তবে  চট্টগ্রামবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে। জিয়া পরিষদের যুগ্ন আহবায়ক সাজ্জাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাহাবুব আক্তার মামুন।

উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল কোম্পানী সহ জিয়া পরিষদের মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, ছাত্র জনতার গণবিপ্লব আগষ্ট ২০২৪ পরবর্তী বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি দপ্তর হতে আওয়ামী ফ্যাসিষ্টদের বিতাড়িত করা হয়েছে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, কেজিডিসিএল এ আওয়ামী ফ্যাসিষ্টগণ এখনও বহাল তবিয়তে রয়েছে। গত ডিসেম্বর ২০২৪ এ কেজিডিসিএল কর্তৃপক্ষ তাদের বিষয়ে অবগত থাকার পরও ফ্যাসিষ্টদের পদোন্নতি কার্যকর করেছে। পদোন্নতি প্রাপ্তদের পদোন্নতি বাতিল করেতে হবে।

সাম্প্রতিক পদোন্নতি প্রাপ্তদের প্রাথমিক নিয়োগ ও নিয়োগ নথি পূনরায় যাচাই-বাছাই করতে হবে।
মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ ও শ্রমিক লীগের তালিকাভুক্ত পদধারী নেতা কেজিডিসিএলে দাপটের সাথে চাকরিতে বহাল রয়েছে, দ্রুত তাদের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আওয়ামী সরকারের আমলে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে স্বচ্ছতার সাথে পূন নিযোগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে।

রাজস্ব খাতে স্থায়ী কর্মচারী নিয়োগে প্রাইভেট/ বেসরকারি প্রতিষ্ঠান দ্বারা প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ ও মূল্যায়ন করা হয়েছে। এতে স্পষ্ট বুঝা যায়, রাজস্ব খাতে স্থায়ী কর্মচারী নিয়োগে যথাযথ নিয়ম নীতি অনুসরণ করা হয়নি। অতিসত্তর নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল পূর্বক পূনরায় রাজস্ব খাতে স্থায়ী কর্মচারী নিয়োগ প্রকাশ করতে হবে।

কেজিডিসিএল এর অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে দিতে হবে। সিন্ডিকেটের সদস্যরা অবৈধ গ্যাস সংযোগ/ গ্যাস চুরি বাণিজ্যে লিপ্ত রয়েছে, ফলশ্রুতিতে সরকারি এই প্রতিষ্ঠান সিষ্টেম লসের কবলে পতিত হয়ে ধ্বংস হওয়ার পথে। অবৈধ সিন্ডিকেট ভেঙ্গে সিন্ডিকেটে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে।

 কেজিডিসিএল এ বর্তমান নির্বাচিত সিবিএ (শ্রমিক সংগঠন) আওয়ামী শ্রমিক লীগের মদদপুষ্ট। অতি সত্ত্বর তাদের সকল কার্যক্রম বন্ধ করে কেজিডিসিএল এর কাজের পরিবেশ নিশ্চিত করতে হবে। কেজিডিসিএল এ আওয়ামী শ্রমিক লীগের মদদপুষ্ট বর্তমান নির্বাচিত সিবিএ (শ্রমিক সংগঠন) এর বহিষ্কার করতে হবে।

তালিকাভুক্ত আওয়ামী ফ্যাসিষ্ট ক) বেলাল উদ্দীন (মহিউদ্দিন বাচ্চুর ভাই) খ) গোলাম শাহজাহান (সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ) গ) মোঃ রাফিউজ্জামান (সহ-সভাপতি, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ) ঘ) মোঃ শরিফুল ইসলাম (এমপি ইসরাফিল মিয়ার ভায়রা ভাই) কেজিডিসিএল হতে বহিষ্কার করতে হবে।

কেজিডিসিএল এর যাবতীয় বিশৃঙ্খলা এবং রাজস্ব খাতে স্থায়ী কর্মচারী নিয়োগ প্রক্রিয়ার সাথে উল্লেখিত আওয়ামী ফ্যাসিষ্টরা সরাসরি জড়িত। তাদের বিষয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতঃ তাদের বহিষ্কার নিশ্চিত করতে হবে।

রাজস্ব খাতে স্থায়ী কর্মচারী নিয়োগ কমিটির সদস্য মৌসুমি পাল (ডিজিএম) এর তৎকালীন ড্রাইভার মোঃ জাবেদ ও সিবিএ (শ্রমিক সংগঠন) এর নেতা শরীফুল ইসলামের ঘনিষ্ট লোক মোঃ রুহুল আমিন (এ্যটেনডেন্ট-রাজস্ব-০৬) কে যোগ্যতা না থাকা সত্ত্বেও কেজিডিসিএল এ নিয়োগ সম্পন্ন করা হচ্ছে। উল্লেখিত প্রাথীরা অবৈধ উপায়ে নিয়োগ পাওয়ার অপেক্ষায় রয়েছে। এই চলমান নিয়োগ বাতিল করতে হবে।

চলমান নিয়োগ ও পদোন্নতি বিষয়ক বিতর্কিত, স্পশকাতর বিষয়ে সময় ব্যয় না করে কেজিডিসিএল এর অবৈধ গ্যাস চুরি সিন্ডিকেট বন্ধ করার কাজে মনোনিবেশ করার জন্য অনুরোধ রইল। এতদবিষয়ে চট্টগ্রামের সমন্বয়কগণ কেজিডিসিএল এর প্রধানকে সকল সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ। মানববন্ধনে লিখিত কয়েক দফা দাবি জানান।

এমএসএম / এমএসএম

বাবার শেষ চিহ্ন টুকু ফিরিয়ে দেয়ার আকুঁতি আজীম অননের

ফেলে যাওয়া প্লাস্টিকের বস্তা থেকে মিলল ২লাখ২০হাজার ইয়াবা

চট্টগ্রামে কেজিডিসিএল'র তিন শতাধিক অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

তিলকপুরের সেই মাঠেই ফুটবল খেললো নারীরা

মাগুরায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

২৪ গণবিপ্লবের চেতনা বিরোধী ধারায় দেশকে নিয়ে যাবার ষড়যন্ত্র রুখে দিতে হবে : মুহাম্মদ শাহজাহান

মোবাইল কোর্টের অভিযান

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে যখম অতঃপর থানায় মামলা

রায়পুরে পাবলিক লাইব্রেরীর দ্বিতীয়তলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমরান খাঁন

গোদাগাড়ীতে বাঁশঝারের নিচ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

দাশুড়িয়া প্রি-ক্যাডেট স্কুলে মেধাবী সংবর্ধনা ও ফ্যামিলি স্পোর্টস ডে উদযাপন

বকশীগঞ্জে ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকদের সমস্যা একইঃ পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহাম্মেদ মারুফ