জুড়ীতে সানাবিল লাইব্রেরী ও এডুকেশন সেন্টারের শুভ উদ্বোধন
মৌলভীবাজার জেলার জুড়ীতে সানাবিল ফাউন্ডেশন কর্তৃক সানাবিল লাইব্রেরী ও এডুকেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে সানাবিল লাইব্রেরী ও এডুকেশন সেন্টারের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সানাবিল ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব তাজুল ইসলাম তারা মিয়া।
জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, হাজী আপ্তাব উদ্দিন আমিনা খাতুন কলেজের প্রতিষ্ঠাতা শিল্পপতি নাসির উদ্দিন আহমেদ মিঠু, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া, জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার, তৈমুছ আলী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জিএম বদরুল ইসলাম, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ঝুলন রানী দেবী, সহকারী শিক্ষক অনুরাধা দে, সিনিয়র সাংবাদিক বদরুল ইসলাম, জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক মানবজমিন প্রতিনিধি ইমরানুল ইসলাম, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও মাইটিভি প্রতিনিধি মনিরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আফজাল হোসেন, সমাজসেবক রেজান আলী, হাজী মোঃ আছদ্দর আলী, অহিদ মিয়া, ফয়ছল আহমদ, জুড়ী সানাবিল সেন্টারের সুপারভাইজার তাহমিনা আক্তার মিলি।
অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন সানাবিল সেন্টারের সদস্যবৃন্দ। পরে অতিথিবৃন্দ উদ্বোধনী ফিতা কেটে সানাবিল লাইব্রেরী ও এডুকেশন সেন্টারের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী সভা শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা চত্বর জামে মসজিদের ইমাম মাওলানা জহিরুল ইসলাম।
এমএসএম / এমএসএম