দেড় সপ্তাহ ধরে প্রেমিকের বাড়িতে অনশন, লাপাত্তা প্রেমিক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ি ৬নং ওয়ার্ড এলাকার প্রেমিক আনিছুর রহমান লেলিনের (২৩) বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা (২০)। ঘটনার পর থেকে লাপাত্তা প্রেমিক। এ ঘটনায় প্রেমিক ও প্রেমিকার পরিবার থানা পুলিশের শরণাপন্ন হয়েছে।
থানায় দেয়া অভিযোগ সূত্রে জানা গেছে, নুর ইসলামের ছেলে আনিছুর রহমান লেলিন পাটগ্রাম পৌরসভার ২নং ওয়ার্ডের শিক্ষার্থী প্রেমিকার সাথে গত ৩ বছর থেকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। একপর্যায়ে প্রেমিকার সাথে কথা বলা বন্ধ করে দেন লেলিন। পরে বিয়ের জন্য চাপ দিলে সম্পর্ক অস্বীকার করেন লেলিন। এ ঘটনায় গত ২৭ আগস্ট প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন প্রেমিকা। প্রেমিকার দাবি, বাড়ি যাওয়ার পর বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায় প্রেমিক। সেই থেকে প্রেমিকের ফিরে আসার অপেক্ষায় তার (প্রেমিকের) বাড়িতে রয়েছেন তিনি।
এ ঘটনায় প্রেমিকার বাবা বাদী হয়ে পাটগ্রাম থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, আনিছুর রহমান লেলিন বিয়ে রেজিস্ট্রি ও পড়ানোর কথা বলে মেয়েকে ডেকে নিয়ে বাবা-মা, ভাইয়ের পরামর্শে পালিয়ে যায়।
প্রেমিকের বাবা নুর ইসলাম ও মা রুবিনা বেগম বলেন, ছেলে যেহেতু ভুল করেছে। আমরা মেনে নিয়েছি। ছেলে যদি বিয়ে করে আমাদের কোনো আপত্তি নেই। মেয়ের পরিবারের লোকজন আমাদের ভয় দেখায়। আমরা থানায় একটি অভিযোগ করেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক প্রতিবেশী জানান, এলাকায় এত ছেলে আছে, অন্য কারো বাড়িতে তো মেয়েটি যায়নি। তাদের (প্রেমিকের) বাড়িতে উঠেছে। তারা সমস্যার সুরাহা না করে এলাকাবাসদের প্রতিদিন গালি-গালাজ করছে। এলাকাবাসীদের মধ্যে শত শত মহিলা-পুরুষ গণস্বাক্ষর দিয়ে মেয়ের পরিবারকে দিয়েছে। তারা (প্রেমিকার পরিবার) আইনি ব্যবস্থা নিক।
প্রেমিকা (২০) বলেন, আমার জীবন শেষ করে দিয়েছে লেলিন। তাকে তার পরিবারের লোকজন ভাগিয়ে দিয়েছে। আমি তো মেয়ে, আমার কী হবে। আমি খুব স্বাভাবিকভাবে বলছি, আমার বিয়ে না হলে আমি আত্মহত্যা করব।
প্রেমিক আনিছুর রহমান লেলিন বলেন, আমি চট্টগ্রামে আছি। আমার সাথে ওই মেয়ের কয়েক দিন আগে পরিচয়। বন্ধুর বোন হিসেবে কথা বলেছি। ওই মেয়ে যা বলেছে সব মিথ্যা। আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি। ওই মেয়ের সাথে আমার মিলই হবে না। কখনই বিয়ে করব না। জীবনই শেষ হবে তবু বিয়ে করব না। ষড়যন্ত্র করে মেয়েটিকে আমাদের বাড়িতে ঢুকিয়ে দেয়া হয়েছে। মামলা করে করুক, মামলা চালাব।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, উভয় পরিবার থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তাধীন।
এমএসএম / জামান

নরসিংদীর শিবপুরে অফিস সহকারীর বাসা থেকে ৫২ লাখ টাকা উদ্ধার

অনলাইন প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, খালাস-২

দুমকীতে মুক্তিযোদ্ধার বাসায় দুর্ধর্ষ ডাকাতি

টাকার অভাবে অপারেশন করতে পারছেন না ঠাকুরগাঁওয়ের আখতারী বেগম: সহায়তার আবেদন

ঠাকুরগাঁও জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হকের ইন্তেকাল

রাণীনগরে বিস্ফোরক মামলায় ইউপি সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত

শালিখায় ২৪টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

বরগুনায় হাতুড়ে চিকিৎসায় শিশুর মৃত্যু, অভিযানে ধরা পড়লেন ভুয়া চিকিৎসক

রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেহেরপুরে শহীদদের স্মরণে জামায়াতের দোয়া মাহফিল

মেহেরপুরের সন্তান ইমরান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপ-কমিটির সদস্য
