ঢাকা মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫

নন্দীগ্রামে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৮-২-২০২৫ বিকাল ৫:৪৬

বগুড়ার নন্দীগ্রামে তানিয়া আক্তার জেমি নামের এক নারীর ১একর ২শতক (ধানী) জমি জোর পূর্বক জবর দখলের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানীর বিরুদ্ধে। এই ঘটনায় গত ৯ জানুয়ারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী তানিয়া আক্তার ওরফে জেমি।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের আফুছাগাড়ি গ্রামের মৃত আব্দুল গনি'র ছেলে গোলাম রব্বানীর কাছ থেকে আফুছাগাড়ি মৌজার- জে এল নং-২০৫, এম আর আর খতিয়ান নং-২৩, হাল খতিয়ান নং-৫৬, সাবেক দাগ নং-৯৯, হাল দাগ নং-১৬৮ সর্বমোট ১একর ২শতক (ধানী) জমি ক্রয় করেন বগুড়া শাজাহানপুর উপজেলার খাদাস দীঘিরপাড় গ্রামের মো, জলিল মাস্টারের মেয়ে তানিয়া আক্তার ওরফে জেমি। ক্রয় সূত্রে দখল বুঝিয়ে নেন। সেই থেকে দীর্ঘ ১৫ বছর যাবত ভোগ দখল করে আসছেন জেমী নিজেই। এমতাবস্থায়, গত ৯ই জানুয়ারী জমিতে হাল চাষ করতে গেলে সেখানে বাধা প্রদান করেন জমিটির বিক্রেতা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানী ও তার ছেলে যুবদল নেতা রাশেদুল বারী ওরফে মহব্বত। জমিটি বে-দখল দিতে তারা আগ্রাসী হয়ে উঠেন। এমনকি জমি চাষের কাজে ব্যবহৃত পাওয়ার টিলারম্যান কে মারধরও শুরু করেন। বিষয়টি বেগতিক দেখে ভুক্তভোগী তানিয়া আক্তার ওরফে জেমী ঘটনাস্থল ত্যাগ করেন। 

এবিষয়ে ভুক্তভোগী তানিয়া আক্তার জেমি বলেন, ঘটনার দিন জরুরি আইনি সেবা ৯৯৯ এ ফোন করেও থানা পুলিশের কোন সহযোগীতা পাইনি। উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানীর কাছ থেকে জমিটি ১৫ বছর পূর্বে ক্রয় করেছি। ক্রয় সূত্রে দখলও বুঝে নিয়েছি। ১৫ বছর ধরে ভোগ দখল করে আসছি। আমার নামে জমিটির হাল রেকর্ড সহ খাজনা খারিচ রয়েছে। এমনকি হাইকোর্ট সহ ৩টি রায় আমার পক্ষে রয়েছে। তাহলে এত বছর পর কোন কাগজের জোরে বিক্রি করা জমি বে-দখল দিতে এসেছে গোলাম রোব্বানী ও তার ছেলে? এ বিষয়ে তারা পুলিশের কাছে কোন সদুত্তর দিতে পারেনি। এদিকে জমি জমা সংক্রান্ত ঘটনাটি আদালতের বিষয় একথা বলে পুলিশও হাত গুটিয়ে নিয়েছে। চারিদিকে ইরি ধান রোপনের ১মাস পেরিয়ে গেলেও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানী ও তার ছেলে আমাকে জমিতে যেতে দিচ্ছেনা।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উক্ত জমির বিষয়ে মামলা চলমান রয়েছে। আদালত জেমীর পক্ষে রায় দিলেও আমরা রায়ের বিপক্ষে আপিল করেছি। আপিলের রায়ে নির্ধারন হবে জমিটির আসল মালিক কে।

উক্ত বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এসআই বেদার উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমিজমা বিষয়ে থানা পুলিশের যতটুকু করনীয় থানা পুলিশ তা করেছে। বাঁকীটুকু আদালতের বিষয়।

এমএসএম / এমএসএম

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

বিশ্ব বসতি দিবস ২০২৫ উপলক্ষে কুষ্টিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় দুর্নীতি ও অনিয়র অভিযোগে সিভিল সার্জনের অপসারণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত,

বিলাসপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে জাল দলিল ও প্রতারণার অভিযোগে মানববন্ধন

কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, ১২২৭ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত

মানিকগঞ্জে স্বর্ণের দোকানে লুটের ঘটনায় মূলহোতা দোকানের মালিকসহ গ্রেফতার ৩

জীবননগর হাসপাতালে শয্যা ও চিকিৎসক সংকট, ভোগান্তিতে সাধারণ রোগী

গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ছয় ইউনিট

পঞ্চগড়ে ইন্টার্নশিপ বিদ্যালয়ে সহকারি দুই শিক্ষক অনুপস্থিত, একজন হাজতে, ব্যবস্থা নেয়নি কেউ

কোটালীপাড়ায় মায়ের সাথে অভিমান করে মাদ্রাসা ছাত্রের আত্মহত্যা

টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযান