ঢাকা বৃহষ্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

আজ কুমিল্লা মহানগর বিএনপি'র দ্বিবার্ষিক সম্মেলন; শীর্ষ ৩ পদে নির্বাচিত


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৪-২-২০২৫ দুপুর ৪:৪৪

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা মহানগর বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলন। সম্মেলনকে ঘিরে সকল প্রস্ততি সম্পন্ন করেছে বিএনপি। কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হতে যাচ্ছে কুমিল্লা মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্ব। ওই সম্মেলনে চূড়ান্তদের নাম প্রকাশ করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

আর কোনো প্রার্থী না থাকায় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি হতে যাচ্ছেন বর্তমান আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক হচ্ছেন বর্তমান সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু এবং সাংগঠনিক সম্পাদক হচ্ছেন বর্তমান যুগ্ম আহ্বায়ক ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজিব।মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। ২৭টি ওয়ার্ডের মোট ২ হাজার ৭২৭ জন ভোটার ভোটের মাধ্যমে সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার কথা ছিল।

মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, সারাদেশে কাউন্সিলে ভোটের মাধ্যমে কমিটি গঠন করছে বিএনপি। ভোটের জন্য নির্বাচন কমিশনও গঠন করা হচ্ছে দলটির পক্ষ থেকে। কুমিল্লা মহানগর বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে গত ১৭ ফেব্রুয়ারি ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার করা হয় অ্যাডভোকেট আলী আক্কাসকে।

গত ১৯ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে মহানগর বিএনপির কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে গঠিত নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে মাত্র একজন করে মনোনয়ন ফরম কিনেছেন। গত শনিবার (২২ ফেব্রুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল। ওইদিন কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা করে গঠিত নির্বাচন কমিশন। ফলে গুরুত্বপূর্ণ এ তিন পদে তৃণমূল নেতাকর্মীদের ভোট দেওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। বিনা ভোটেই পদ পেতে যাচ্ছেন সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক।
এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলী আক্কাস বলেন, যে তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেখানে প্রতিটি পদেই একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেউ প্রত্যাহার না করায় ২৫ ফেব্রুয়ারি তিন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
মহানগর বিএনপির সভাপতি পদে চূড়ান্ত হওয়া উৎবাতুল বারী আবু বলেন, 'আমারও চেয়েছিলাম একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক। কিন্তু আর কেউ মনোনয়ন কেনেননি। কেউ মনোনয়ন কিনবেন কি কিনবেন না, সেটা যার যার ব্যক্তিগত বিষয়। মঙ্গলবার মহানগর বিএনপির সম্মেলনকে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে চাই। প্রতিটি ওয়ার্ড থেকে আমাদের নেতাকর্মীরা সম্মেলনে যোগ দেবেন। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা বিরাজ করছে।
প্রসঙ্গত, ২০১১ সালে কুমিল্লা সিটি করপোরেশন প্রতিষ্ঠা হলেও ২০২২ সালের ৩০ মে প্রথমবারের মতো কুমিল্লা মহানগর বিএনপির ৪৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমিরকে আহ্বায়ক ও কুমিল্লা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপুকে সদস্য সচিব করা হয়। ওই কমিটিতে উৎবাতুল বারী আবুকে ১৪ নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়।
পরবর্তীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২২ সালের ২৭ জুলাই মহানগর বিএনপির আহ্বায়ক আমিরুজ্জামান আমিরকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেয় বিএনপি। পরে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয় প্রথম যুগ্ম আহ্বায়ক শওকত আলী বকুলকে। পরে ২০২২ সালের ৩১ আগস্ট বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক চিঠিতে উৎবাতুল বারী আবুকে আহ্বায়ক এবং ইউসুফ মোল্লা টিপুকে সদস্যসচিব করে ২৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এমএসএম / এমএসএম

কুমিল্লা সীমান্তে সোয়া ১ কোটি টাকার ভারতীয় অবৈধ বাজি জব্দ

শান্তিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সভা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওএমএসের চালে অনিয়ম, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা আটক

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষকদের বিচারের দাবিতে কুড়িগ্রামে মহিলা পরিষদের মানববন্ধন

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মানিকগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ: গ্রেফতার ১

দাগনভূঞায় সৌদি আরবস্থ ফেনী প্রবাসী ফোরামের ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

গাজীপুরে হোটেল হ্যাঁভেনে পুলিশের অভিযানে ৮ জন আটক, গণবিক্ষোভে ভাঙচুর-অগ্নিসংযোগ

শ্রীপুরে টুরিস্ট পুলিশ কমিউনিটি পুলিশিং সদস্যদের মতবিনিময় সভা

আক্কেলপুরে বাজার মনিটরিংয়ে ইউএনও

নবীনগর তিতাস নদীতে অজ্ঞাত ব্যাক্তির ভাসমান মরদেহ উদ্ধার

৭ দফা দাবিতে সারাদেশে ইট বিক্রি বন্ধ ঘোষনা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

খালিয়াজুরীতে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আটক ২