সিংগাইরে জোবায়ের ও সাদ পন্থীদের গ্রুপিং সমস্যার সমাধানে ওসি জাহিদুল ইসলাম
মানিকগঞ্জের সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলাম জোবায়ের ও সাদ পন্থীদের গ্রুপিং সমস্যার অবসান করতে এক বাহাসের সিদ্ধান্ত নিয়েছেন। কোন গ্রুপিং নয়, একসাথে মিলেমিশে চলবে তাবলীগ জামাত। তাই গ্রুপিং সমস্যা সমাধানের লক্ষে তাবলীগ জামাতের জোবায়ের ও সাদ পন্থীদের মধ্যে ইসলামী বিতর্কের (বাহাস) আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সিংগাইর থানার গোলঘরে জোবায়ের পন্থী ও সাদ পন্থীদের সাথে এক বৈঠকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলামের মধ্যস্থতায় এই বাহাসের সিদ্ধান্ত নেয়া হয়।
জানা যায়, বাহাসে যারা গ্রহণযোগ্যতা পাবে, তারাই সিংগাইরে তাবলীগ জামাতের নেতৃত্ব দিবেন। এরপর আর কোন গ্রুপ থাকতে পারবে না। সর্বসাধারণের সামনে খোলা ময়দানে বাহাসের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাহাসের অনুষ্ঠানে বিজ্ঞ আলেম সমাজ ও ইসলামিক স্কলার্সদের বিচারক হিসেবে দায়িত্ব দেয়া হবে। সিংগাইরে জুবায়ের ও সাদ গ্রুপের চলমান বিরোধ নিরসনের লক্ষে ওসি জাহিদুল ইসলাম এই প্রস্তাব আনেন। পরে উভয় পক্ষ প্রস্তাবে সহমত প্রকাশ করেন। আগামী ঈদুল ফিতরের পর এই বাহাস অনুষ্ঠিত হবার কথা রয়েছে। উভয়পক্ষকে তাদের দুই গ্রুপের মুরুব্বীদের সাথে কথা বলে সময় নির্ধারণ করতে বলা হয়।
ওসি জাহিদুল ইসলাম বলেন, যেহেতু তারা সাধারণ মানুষকে দ্বীনের পথে আহ্বান করেন, তাই তাদের কোন গ্রুপিং করা ঠিক না। দ্বীনের দাওয়াতে সকলকে একমতে কাজ করা উচিত। আর গ্রুপিং থাকলে আইশৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভেঙে পড়ে। তাই আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় এই পরামর্শ দেয়া হয়।
তিনি আরো বলেন, নিশ্চই দুই গ্রুপে অভিজ্ঞ আলেমগণ রয়েছেন। বাহাসের পর যাদেরটা কুরআন হাসিদ অনুযায়ী সঠিক আক্বিদা বলে প্রমাণিত হবে, তাদের নেতৃত্বেই তাবলীগ জামাত পরিচালিত হবে।
উল্লেখ্য, গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিংগাইরের বিভিন্ন স্থানে জোবায়ের পন্থী ও সাদ পন্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। যদিও জোবায়ের পন্থীদের দাবি তাদের কেউ নন বরং জনগন সাদ পন্থীদের প্রতিহত করেছেন। কারণ ইতিপূর্বে সাদ পন্থীরা টঙ্গী ইজতেমা ময়দানে মানুষ হত্যা করেছে বলেও তারা অভিযোগ করেন। আর সাদ পন্থীদের দাবি জোবায়ের পন্থীর লোকেরাই তাদের উপর হামলা চালিয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জোবায়ের ও সাদ পন্থীদের সমস্যার সমাধান দিতে ব্যর্থ হন। সবশেষে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাহিদুল ইসলামের হস্তক্ষেপে দুইটি গ্রুপই অপরাধ প্রবণতা থেকে বেরিয়ে এসে বাহাসে বসতে রাজি হন। ভবিষ্যতে কোন ধরনের সমস্যায় জড়াবেন না বলেও কথা দেন।
এমএসএম / এমএসএম
পেশাগত নিষ্ঠার স্বীকৃতি বিশেষ সম্মাননায় ভূষিত হলেন সাংবাদিক সাইফুদ্দিন রমিজ
বিএনপির মনোনয়ন প্রত্যাশি সামিরা আজিম দোলার বিশাল মোটরসাইকেল শোডাউন
রায়পুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফয়েজের লাশ উত্তোলন
কুমিল্লা-৯ আসনে শো-ডাউন দিয়ে জনপ্রিয়তার জানান বিএনপি নেত্রী সামিরা আজিম দোলা
নাগেশ্বরীতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ, নগদ অর্থ ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান
গোপালগঞ্জ-১ আসনে বিএনপি, ইসলামী আন্দোলন ও জামায়াতের প্রার্থীরা ব্যাপক প্রচারণায়
সিডিএ’র ভূমি অধিগ্রহণে শতকোটির ঘুষ বাণিজ্য
সুনামগঞ্জ-৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী এড. নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে লিফলেট বিতরন ও সমাবেশ অনুষ্ঠিত
সুবর্ণচরে ভুমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত
জরাজীর্ণ ভবনে চলছে নয়াবিল ইউনিয়ন পরিষদের কার্যক্রম: ব্যহত হচ্ছে সেবা
বাগেরহাট জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
সরকারি বিধি-নিষেধ মেনে নড়াইল ২ আসনে গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলামের লিফলেট বিতরণ শুরু