ঢাকা বৃহষ্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

বালাগঞ্জে স্কুলের কাজ না করে, ঠিকাদার উধাও


বালাগঞ্জ প্রতিনিধি photo বালাগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-৩-২০২৫ দুপুর ৪:১

দেড় বছরের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও চার বছরেও শেষ হয়নি সিলেটের বালাগঞ্জ উপজেলার গালিমপুর হুরুন্নেছা খানম মাধ্যমিক বিদ্যালয়ের চার তলা ভবনের। ভবনের বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে ফাঁটল। প্রায় বছর-খানেক ধরে কাজ ফেলে রেখে উধাও হয়ে গেছে ঠিকাদার। বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকটের কারণে ওই নির্মাণাধীন ভবনের নানা ঝুঁকি নিয়ে চলছে পাঠদান। এতে ব্যহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

তৎকালীন দায়িত্বপ্রাপ্ত উপ-প্রকৌশলী যাকারিয়া আহমেদের সময়ে ভবনের ফাইলিং কাজ হলে ভবনের বিভিন্ন সাইটে ফাঁটল প্রত্যক্ষ হয়। সরেজমিনে দেখা যায়, চার তলা ভবনের প্রায় ৮০ শতাংশ কাজ শেষ হলেও; রং করা, দরজা-জানালা কাজ, সেনেটারি কাজ, ইলেকট্রিক কাজ, রূপটালি কাজ, সিঁরির রেলিংয়ের কাজ সমাপ্ত না করেই উধাও ঠিকাদার। 

জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন প্রকল্পের আওতায় চার তলা একাডেমিক ভবন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এতে ব্যয় ধরা হয় ৩ কোটি ৯ লাখ। দরপত্রে কাজটি পায় বরিশালের ‘মেসার্স এলাহি এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২১ সালের ১৬ মার্চ ওই ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী ২০২১ সালের ১২ জুলাই কাজ শেষ করার কথা।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, বেশীরভাগ কাজ শেষ হয়েছে, বাকি ২০-৩০% কাজ ফেলে রেখে ঠিকাদার লাপাত্তা হয়ে যায়। আসছি আসবো বলে প্রায় ১০ মাস হয়ে গেছে। শ্রেণিকক্ষ স্বল্পতা থাকায় নির্মাণাধীন ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান করানো হচ্ছে।  

বিদ্যালয়ের এসএসসি'র বিদায়ী শিক্ষার্থীরা বলেন, আমাদের বিদ্যালয়ে শ্রেণিকক্ষ পর্যাপ্ত নেই, ঠিকমত ক্লাস হচ্ছে না। নতুন ভবনের সাইটে ফাটল দেখা দিচ্ছে। আমাদের কথার কর্ণপাত করেন না কর্তৃপক্ষ। এভাবে পড়াশোনা হয় না। সমস্যা সমাধানে দ্রুত ভবনের কাজটি সম্পন্ন করার জোর দাবি তাদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রোকন উদ্দিন বলেন, প্রায় বছর ধরে কাজ বন্ধ। ঠিকাদারের সাথে যোগাযোগ করলে আসছি আসবো বলে কোনো খোঁজ নাই। বিষয়টি লিখিতভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা বার বার আশ্বস্ত করছেন কাজ হবে। তবে কবে হবে জানি না। অতি দ্রুত কাজটি সম্পূর্ণ করার জোর দাবি জানান তিনি।

এ বিষয়ে জানতে ‘মেসার্স এলাহি এন্টারপ্রাইজ’ স্বত্ত্বাধীকারী জামাল উদ্দিন বলেন, আগামী সপ্তাহে কাজ ধরবো। যে যে জায়গায় ফাটল দেখা দিয়েছে, সেগুলো ভেঙে মেরামত করে দিব।

সিলেট জেলার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজিজুল ইসলাম (অতিরিক্ত দায়িত্ব বালাগঞ্জ) বলেন, আমি এই উপজেলায় নতুন এসেছি,কাজটি আমি আসার আগে থেকেই বন্ধ ছিল।আমি কাজটি শুরু করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করেছি এবং দ্রুত কাজ শেষ করার জন্য চিঠি প্রদানও করেছি।" ভবনের ফাটলের বলেন, "কাজটি দীর্ঘদিন ধরে বন্ধ তাই বিষয়টি আমার দৃষ্টি গোচর হয় নি তবে আমি সরজমিনে সাইট পরিদর্শন করে দ্রুত এর পদক্ষেপ নিব।"

এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় কাজ করবে সিএসও