ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

যানযট আর ভোগান্তির আরেক নাম সলঙ্গা


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ৩-৩-২০২৫ দুপুর ৩:২৫

সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ এই দুইটি  উপজেলার একমাত্র  প্রান কেন্দ্র হাটিকুমরুল   চত্বর এই এলাকাটি সলঙ্গা থানার একমাত্র জনো গুরুত্বপূর্ণ  এলাকা। 

এই সলঙ্গা থানাটি মূলত উল্লাপাড়া উপজেলার তিনটি ইউনিয়ন ও রায়গঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন এর একমাত্র জনো গুরুত্বপূর্ণ  এলাকা  হওয়ায় সলঙ্গা বা সলঙ্গা বাজার  নামে পরিচিত। উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা উত্তর বঙ্গের প্রবেশ দ্বার হাটিকুমরুল মোড়টি দিয়ে প্রতিনিয়তই ২২টি জেলার পরিবহন চলাচল করা সহ এলাকাটি সর্বোচ্চ প্রশাসনিক এলাকা হওয়ায় এই সলঙ্গা থানার কার্যক্রম  সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করে ২২ জেলার চলাচলরত পরিবহন চলকরা, ও জন সাধারণ।  

কিন্তুু এই সলঙ্গা থানা এলাকাটিতে  নিদিষ্ট কোন ট্রাফিক ব্যাবস্থা না থাকায় প্রতিনিয়তই যানযট আর ভোগান্তি শিকার হচ্ছে সলঙ্গা বাজারের থানা এলাকার  সাধারণ মানুষ । নাটোর বনপাড়া মহাসড়কের রামারচর মোড় থেকে শরু করে সলঙ্গা সুইস গেট ও সলঙ্গা থানার সামনে প্রতিদিন সৃষ্টি হয় যানযট আর যানযট।   

এই যানযট আর ভোগান্তিতে পরে প্রতিদিন সাধারণ মানুষের অপেক্ষার প্রহর গুনতে গুনতে পার করতে হয় অনেক মূল্যবান সময় আর ব্যায় করতে হয় ঘন্টার পর ঘটনা। স্কুলের ছোট ছোট বাচাদের নিয়ে ও স্কুলে যাওয়া আসার সময় প্রতিনিয়তই এই যানযটে অভিভাবক  সহ ভোগান্তির শিকার হচ্ছে কোমল মতি  শিশু শিক্ষার্থীরা । যানযট আর ভোগান্তিতে আরও নিয়মিত শিকার হতে হচ্ছে বিভিন্ন বয়সী রুগী ও গুরুত্বপূর্ণ সিরিয়াজ অবস্থায় সিজার রুগী কেও দেখা যায় ভোগান্তিতে পরে থাকতে যানযটে পার করছেন ঘন্টার পর ঘন্টা,দিন শেষ এই যানযটের কারনে অনেকেই হারাচ্ছেন সম্বল সর্বোচ্চ হারিয়ে আনেকেই আর্তনাদে পার করছে দিন। তাই তারা বলছেন প্রশাসনিক ও ট্রাফিক ব্যবস্থা চালু হলে অনেকেরই ভোগান্তি কমবে, সাধারণ মানুষের মাঝে ফিরবে স্বস্তি। এলাকাবাসী  বলছেন ট্রাফিক পুলিশ ও প্রসাশনিক অবস্থা ভালো না হলে প্রতিদিন এই যানযট আর ভোগান্তি শিকার হবে, স্কুল শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষ। 

উত্তরের এই জন বহুল গুরুত্বপূর্ণ এলাকাটি একদম সলঙ্গা থানা সামনে দিয়ে যাওয়া রাস্তা যেখানে সলঙ্গা বাজার ও নিদিষ্ট পার্কিং ও ট্রাফিক ব্যবস্থা না থাকায়, গ্রাম পুলিশ ও সলঙ্গা থানা পুলিশের  কার্যক্রম না থাকাই এক মাত্র ভোগান্তির কারন বলে মনে করছেন 
স্থানীয় সচেতন মহলসহ রাজনৈতিক ব্যাক্তিরা। 

এই সলঙ্গা বাজার এলাকাটিতে ট্রাফিক ব্যাবস্থা ও প্রশাসনিক অবস্থা ফিরে পেলে স্বস্তি ফিরে পাবে জন সাধারণ ভোগান্তি পোহাতে হবেনা সাধারণ মানুষের । এ বিষয়ে সলঙ্গা থানার ওসি তদন্ত মনোজিৎ কুমার মন্দী বলেন, আমারা ইতি মধ্যে যানযট এর জন্য  গ্রাম পুলিশের সাথে কথা বলেছি অতি দূরত্ব যানযট নিরসন হবে। এবিষয়ে সাধারণ যানযট নিরসন এর জন্য স্থায়ী কোন সমাধান পাবে কিনা সে বিষয়ে যানতে চাইলে ওসি তদন্ত আরও বলে আমরা ট্রাফিক বিভাগে ও এসপি স্যারকে আমরা অতি দূরত্ব যানযট নিরসন এর জন্য লিখিত আবেদন পাঠাবো, আশা করি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ সঠিক সমাধান দিবেন। 

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন