বালাগঞ্জে চেয়ারম্যান, সভাপতি ও প্রধান শিক্ষক গংদের যোগসাজসে লুট শতবর্ষী গাছ

সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্বপৈলনপুর ইউনিয়নের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি লিটন, স্কুল কমিটির সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজির মিয়া মেম্বার, স্থানীয় ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন ও প্রধান শিক্ষক (বর্তমান হামছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) আব্দুস শহিদ, নিষিদ্ধ ছাত্র সংগঠনের নেতা রাজন, সুহেল সহ গংদের বিরুদ্ধে বিদ্যালয়ের শতবর্ষী গাছ লুটের অভিযোগ উঠেছে। গাছটির আনুমানিক মূল্য ৪০-৫০ হাজার।
বিশ্বস্থ সূত্র জানায়, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নদীর তীরে অবস্থিত। নদীর পাড়ে থাকা বিদ্যালয়ের শতবর্ষী তিনটি রেন্টি গাছ নদীভাঙনের কবলে পড়ে। তৎকালীন সময়ে দলীয় (আওয়ামী লীগ) প্রভাব কাটিয়ে ২টি গাছ লুট করে হজম করে সংঘবদ্ধ দলটি। প্রতিটি গাছ ৩০-৪০হাজার টাকা মূল্যের ছিলো। সবশেষ গত বছরের আগস্ট মাসে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সহ অন্যান্যদের পরামর্শে সরকারি নিয়মনীতির তোয়াক্কা করে আরেকটি শতবর্ষী গাছ কর্তন করে স্কুল প্রাঙ্গণে রাখা হয়। এর বেশ কিছুদিন পর বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, স্থানীয় ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন ও তৎকালীন প্রধান শিক্ষক আব্দুস শহিদ গংদের যোগসাজসে শতবর্ষী গাছটি লুট হয়। সেই গাছটি এবছরের গত সোমবার (৩ মার্চ) অজ্ঞাত একজনের কাছে বিক্রি করে গাছটি তুলে নিতে সহায়তা করতে দেখা যায় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজির মিয়া, নিষিদ্ধ ছাত্র সংগঠনের (ছাত্রলীগ) নেতা রাজন, সুহেল কে। সূত্র আরো জানায়, নদীভাঙনের কবলে পড়ে বিদ্যালয়ের অফিস কক্ষ, চারটি শ্রেণিকক্ষ। এই কক্ষগুলোর ইট, রড ওই সংঘবদ্ধ দল ভাগাভাগি করে আত্মসাৎ করেন। এমনকি অনেকে নিজ গৃহ নির্মাণে ব্যবহার করেছেন।
শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী স্কুলের গাছ কাটতে হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা ও বনবিভাগের কাছে লিখিত আবেদন করতে হয়। অনুমোদন দিলেই শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ কাটা যাবে। কিন্তু এ ধরনের প্রক্রিয়া ছাড়াই গাছ কাটা অপরাধ।
নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করে বলেন, স্থানীয় চেয়ারম্যান, স্কুল কমিটির সভাপতি সহ তাদের দলবল মিলে স্কুলের সম্পদ লুট করে খেয়েছে। গত সোমবার (৩ মার্চ) ইউপি সদস্য নজির, স্থানীয় লিটন, স্থানীয় চেয়ারম্যান প্রভাব কাটিয়ে গাছটি লুট করে অন্যের কাছে বিক্রি করে দেন।
লুটে নিজে জরিত থাকার বিষয়টি অস্বীকার করে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৎকালীন প্রধান শিক্ষিক আব্দুস শহিদ বলেন, আমি পরিবেশ পরিস্থিতির স্বীকার। বিষয়টি মৌখিক ভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছি। বিষয়টি অত্যান্ত দুঃখ জনক। আমার ইচ্ছা থাকা স্বত্ত্বেও, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করতে পারিনি। এটা আমার ব্যর্থতা।
জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষিক শিখা রানী জানান, প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুস শহিদের সময়ে এগুলো হয়েছে। এব্যাপারে আমি কিচ্ছু জানি না।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য নজির মিয়া বলেন, গাছটি পানিতে ভেসে চলে গেছে। এছাড়া আমি কিছু জানি না। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির তৎকালীন সভাপতি লিটনকে ফোন করা হলে ব্যস্থতা দেখিয়ে ফোন কেটে দেন।
লুটের অভিযোগ মিথ্যা দাবী করে পূর্ব পৈলনপুর ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন বলেন, গাছটি নদী ভাঙনের কবলে পড়লে, আমাকে স্কুল কর্তৃপক্ষ অবহিত করেন। আমি তাদের পরামর্শ দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও ইউএনও কে অবগত করে গাছটি নিরাপদ স্থানে তুলে রাখার জন্য। গাছটি বিক্রির ব্যাপারে আমি কিছু জানিনা। এর সঠিক বিচার দাবি জানাই।
এবিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভূঁইয়া বলেন, স্কুলের গাছ কাটার বিষয়ে আমি জানি না। আমাকে কেউ অবহিত করেনি। তদন্তপূর্বক গাছ কাটা এবং লুটের বিষয়টি সত্যতা পাওয়া যায় তাহলে জরিতদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ অনুরোধ করব।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন, এবিষয়টি আমি এই মাত্র জানলাম। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম

রাজবাড়ীতে বাড়ি থেকে মাকে বের করে দিল ছেলে-পুত্রবধূ!

ডাকসুর নির্বাচনে শামসুন্নাহার হলের জিএস নির্বাচিত হয়েছেন নরসিংদীর সামিয়া

জুড়ীতে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃতদেহ উদ্ধার

জয়পুরহাটে কারাতে প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান

বাকেরগঞ্জে দূর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পটুয়াখালীতে কোস্টগার্ডের যৌথ অভিযানে ১৬০০ কেজি পলিথিন জব্দ

মাতৃভূমি আইডিয়াল স্কুল এন্ড কলেজে বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, সাত দিনে ২ কোটি ১১ লাখ টাকার মাদকসহ অবৈধ মালামাল জব্দ

ঢাকা ভাংঙা এক্সপ্রেসওয়েতে ২য় দিনের মতো যানবাহন চলাচল বন্ধ, বিকল্প পথে সড়কে বেড়েছে যানজট

চিতলমারীতে ৪৮ ঘণ্টার হরতাল: সড়ক অবরোধে অচল জনজীবন

রায়পুরে নিরক্ষরদের হাতে কলম তুলে দিল শিবির

ঠাকুরগাঁওয়ে ঝুঁকিপূর্ণ রামদাড়া সেতুতে জীবন বিপন্নের আশংকা
