ঠাকুরগাঁওয়ের উন্নয়ন সংস্থা ইএসডিও’র ইফতার মাহফিল
দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজশন-ইএসডিও’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে শহরের গোবিন্দনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ে ইফতার ও দোয়া মহিফলের আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে আগত মেহমানগণকে স্বাগত জানান সংস্থার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীজ উজ জামান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, ইএসডিও'র আইসিটি বিভাগের টিম লিডার শাশ্বত জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ইকবাল আমিন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম জাহিদ, ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মো. আখতারুজ্জামান, জজ কোটের পিপি এ্যাড. মো: আব্দুল হালিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো: এন্তাজুল হক, ঠাকুরগাঁও প্রেসক্লাবের (ভার:) সভাপতি লুৎফর রহমান মিঠু, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক এস,এম মজিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: মামুন অর রমিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস,সহ সহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন।
পরে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের পিতা মরহুম মো: জয়নাল আবেদীনসহ, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাযাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাযাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলহাজ্ব মো: খলিলুর রহমান।
মিলাদ মাহফিলের পূর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, আমাদের আমন্ত্রণে আপনারা সকলে এসেছেন এজন্য সকলের প্রতি ইএসডিও’র অসীম কৃতজ্ঞতা। রমজান মাস আমাদের রহমতের মাস, বরকতের মাস ও মাগফেরাতের মাস। ধর্মীয় জায়গা থেকে আরা বিশ্বাস করি যে, এই যে রোজা রাখা এবং সকলে মিলে একসাথে ইফতার করা এটির অশেষ সওয়াব আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে মঞ্জুর এবং কবুল করেন সেই দোয়া করি। এখানে সম্মানিত আলেমবৃন্দ রয়েছেন, একটু পরেই মোনাযাত হবে, বিশেষ করে আমরা আমাদের দেশের জন্য মোনাযাত করবো। যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন তাদের জন্য, যারা জুলাই আগষ্ট মাসে গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন; দেশ গড়ার ক্ষেত্রে তাদের জন্য, যারা এখনও অসুস্থ রয়েছেন তাদের জন্য এবং আমাদের সমস্ত দেশের সমৃদ্ধির জন্য, সকলের কল্যাণের জন্য আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো। আল্লাহ যেনো আমাদের সবাইকে মঞ্জুর এবং কবুল করেন।
এমএসএম / এমএসএম
অস্ত্রধারী সন্ত্রাসী দেখলেই ব্রাশফায়ারের নির্দেশ দিলেন সিএমপি কমিশনার
চাঁদপুরে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্য আটক
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা
জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন