দৈনিক সকালের সময়ে সংবাদ প্রকাশের পর হালদা ভ্যালীর রোষানল থেকে মুক্ত কৃষক

চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা ভ্যালী চা বাগান কতৃপক্ষ দীর্ঘদিন যাবত বারোমাসিয়া খালের পানি অনৈতিকভাবে বৈদ্যুতিক পাম্পের মাধ্যমে তুলে আসছিলেন। এতে যেমনিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সাধারণ কৃষক অপরদিকে বারোমাসিয়া খালে পানির চলমান প্রক্রিয়ায় বাঁধা সৃষ্টি করায় প্রাকৃতিক সৌন্দর্য হারাতে বসছে খালটি ।মূলত বারোমাসিয়া খালে সেচ প্রকল্পটি ১৯৮৮ সালে কৃষকের পানির সংকট দূরীকরণের লক্ষ্যে বর্তমান প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুস এর হাত ধরে প্রতিষ্ঠা হয়।এবং এর উপকার ভোগ করছেন শতশত কৃষক। পরবর্তীতে পেডরোলো গ্রুপের মালিকানাধীন হালদা ভ্যালী চা বাগান একতরফা মূল খাল থেকে ডাইমেনশন করে পুকুর তৈরি করে সেখানে স্থাপন করে শক্তিশালী বৈদ্যুতিক পাম্প। এ পাম্পের সহযোগিতায় প্রতিনিয়ত পানি উত্তোলন করে আসছিলেন হালদা ভ্যালী কতৃপক্ষ। অপরদিকে সেচের পানির অভাবে ৩ হাজার হেক্টর কৃষিজমির চাষাবাদে লোকসান গুনছেন কৃষক।সমস্যাটি সামাধানের লক্ষ্য বেশ কয়েকবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড হালদা ভ্যালী কতৃপক্ষকে নোটিশ পাঠায় এতে কোনরুপ কর্ণপাত করেনি তারা। গত ২৩ মার্চ ২০২৪ দৈনিক সকালের সময়ে এ নিয়ে একটি সংবাদ ছাপানো হয়। এরপর টনক নড়ে হালদা ভ্যালী কতৃপক্ষের।এরপর বারোমাসিয়া সেচ কমিটি ও কৃষকের অধিকার আদায়ে ধারাবাহিক এ সংবাদ ছাপতে থাকে এ পত্রিকায়।পরে বারোমাসিয়া সেচ প্রকল্পের ব্যানারে সংবাদ সম্মেলন হওয়ার কথা থাকলেও উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি দেখবেন বলে সম্মেলনটি করতে নিষেধ করা হয় এতে সাধারণ কৃষক কর্মবিরতি দিয়ে রাস্তায় নেমে আসেন এবং তারা সমস্যার সামাধান না হলে বড় কর্মসূচিতে যাবেন বলে ঘোষণা করেন। ১৭ মার্চ ২৫ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরীর নির্দেশে উভয় পক্ষকে নিয়ে শুনানির আয়োজন করেন।এতে উভয় পক্ষের বক্তব্যর পর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, আগামী ১ সপ্তাহ কৃষক পানি নিবে এসময়ে হালদা ভ্যালী পানি উত্তোলন বন্ধ রাখবে। এক সাপ্তাহ পর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে বারোমাসিয়া খাল পরিদর্শন করবেন,কৃষক এবং হালদা ভ্যালী চা বাগান সমঝোতার মাধ্যমে বিষয়টি সামাধান হবে বলে নিশ্চিত করেন।
এ বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর উপ মহা ব্যবস্থাপক সোহাগ তালুকদার জানান,আমরা তাদের বারবারে অনেকবার চিঠি পাঠায় কিন্তু তারা তা তোয়াক্কা না করে আবারও পানি উত্তোলন করে।অবশেষে আজ শুনানি হলো বিষয়টি সামাধানের পথে। সাংবাদিকদের প্রশ্নে তিনি আরো বলেন, যদি তারা আবারও এমন অপরাধে যুক্ত হয় তবে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
শুনানিতে হালদা ভ্যালী চা বাগানের উপ ব্যবস্থাপক মহসিন বলেন, আমরা আইনকে শ্রদ্ধা করি। আমাদের বাগান উৎপাদন ও মডেল চা বাগান হিসেবে স্বীকৃতিপাপ্ত।আমরা উৎপাদন করি এতে সরকার উপকৃত হচ্ছে। তাছাড়া আমরাও কৃষির আওতাধীন এবং ২হাজার শ্রমিক এই বাগানে কাজ করছে । আমাদেরও পানি দরকার। আমরা সমোঝোতার মাধ্যমে বিষয়টি সামাধান করব।
বারোমাসিয়া সেচ প্রকল্প কমিটির সভাপতি ফজলুল করিম বলেন, আমরা প্রথমে ধন্যবাদ দিতে চাই দৈনিক সকালের সময় কে। তারা কলম সৈনিক হিসেবে আমাদের পাশে থেকে অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন।আজকে এ পর্যন্ত আসতে তাদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তাদের এই তারাবাহিকতা বজায় থাকুক।
এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী,বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রামের উপ মহা ব্যবস্থাপক সোহাগ তালুকদার, হালদা ভ্যালী চা বাগানের ব্যবস্থাপক মোঃ সোহাগ, উপ ব্যবস্থাপক মহসিন, ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহমদ আলী চৌধুরী, দৈনিক সকালের সময় এর প্রতিনিধি মীর আখতারুজ্জামান,দি বিজনেস স্ট্যান্ডার্ড এর প্রতিনিধি ইউসুফ আরফাত,বারোমাসিয়া সেচ প্রকল্প সমিতির সভাপতি ফজলুল করিম, সাধারণ সম্পাদক মোঃইউসুফ, বাহারু সহ আরো অনেকে।
এমএসএম / এমএসএম

নিউমার্কেট মাছ বাজার স্থানান্তরে ব্যবসায়ীদের আপত্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার সিদ্ধান্তে ৯ শিক্ষক ও ২৮৯ শিক্ষার্থী বহিষ্কার।

কাউনিয়া হারাগাছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে শিল্পপতি ভরসা পরিবারের ইফতার মাহফিল

শিবগঞ্জে আগুনে পুড়ল দুই ঘর-গরু, ৫ লাখ টাকার ক্ষতি

মায়ের চিকিৎসার টাকা যোগাড় করতে না পারায় ছেলের আত্মহত্যা

সৌদি আরবে নিখোঁজ হাটহাজারীর এক প্রবাসীর লাশ উদ্ধার

কমলগঞ্জে আলোচিত পূর্ণিমা রেলী হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার, ডনের স্বীকারোক্তি

প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগে প্রাণিসম্পদ কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

উলিপুরের জনপ্রিয় ক্ষীরমাহন

ঠাকুরগাঁওয়ে পরিচ্ছন্ন হাসপাতালের স্বপ্ন : মাসে মাসে চলবে অভিযান

পরীক্ষায় ফেল করায় ইনস্টিটিউট ইনচার্জের বিরুদ্ধে মামলার হুমকি

পাইকগাছায় মকতবের শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ
