ঢাকা বৃহষ্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

তানোরে আল মদিনা সীড কোল্ডস্টোরে প্রতারণার জাল


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ১:৫১

রাজশাহীর তানোরে আল মদিনা সীড কোল্ড স্টোরের প্রতারণার জাল। তারা
 আলু বুকিং নিয়ে প্রতারণা করে অনেক কৃষককে পথে বসিয়েছে। তাদের প্রতারণায় অনেক আলু চাষি নিঃস্ব হতে চলেছে। এনিয়ে স্থানীয় আলু চাষিদের মাঝে চরম ক্ষোভ অসন্তোষ ও উত্তেজনা বিরাজ করছে। কোল্ড স্টোরে জায়গা না থাকার অজুহাত দেখিয়ে সাধারণ আলু চাষিদের আলু নেয়া হচ্ছে না। এতে বাধ্য হয়ে তারা পানির দামে আলু বিক্রি করছে। অথচ কোল্ড স্টোর কর্মকর্তা-কর্মচারীদের যোগাসাজশে ফড়িয়ারা এসব আলু কিনে কোল্ড স্টোরেই মজুদ করছে।স্থাণীয় কৃষকেরা প্রতারণার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। তা হলে তারা লাগাতার বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিবেন।
ভুক্তভোগীদের অভিযোগ স্টোর মালিক নিজেই সিন্ডিকেট করে কৃষকের আলু পানির দামে কিনছে। একাজে তিনি এলাকার হোমরাচোমরাদের দালাল হিসেবে নিয়োগ করেছেন।এসব দালাল কৃষকদের পানির দামে আলু বিক্রি করতে বাধ্য করছে।
এদিকে গত ২২ মার্চ শনিবার ভুক্তভোগী আলু চাষি গাগরন্দ গ্রামের মৃত সাদেক আলীর পুত্র আইয়ুব আলী বাদি হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়েছে, গত ২৮ জানুয়ারী বাদি আইয়ুব আলী চার হাজার বস্তা আলু সংরক্ষণের জন্য
আল-মদিনা সীড কোল্ড স্টোরের ম্যানেজার মাহাবুর রহমানের সঙ্গে চুক্তি করেন(বুকিং দেন)। এবং সেই পরিমাণ আলু চাষ করেন। আল-মদিনার সঙ্গে চুক্তি করার কারণে তিনি অন্য কোথাও আলু সংরক্ষণ করেননি।
এদিকে আইয়ুব আলী জমি থেকে আলু উত্তোলনের পর সংরক্ষণের জন্য আল-মদিনা কোল্ড স্টোরেজে গেলে তার কাছে থেকে মাত্র ৫০০ বস্তা আলু নেয়া হয়। বাকি আলু সংরক্ষণের জন্য গেলে 
স্টোরে জায়গা নাই, আর কোনো আলু নেয়া যাবে না বলে ম্যানেজার তাকে ফিরিয়ে দেন।অথচ বাকি তিন হাজার ৫শ' বস্তা আলু কোল্ড স্টোরে সংরক্ষণ করতে না পারলে পুরোটা নষ্ট হয়ে যাবে। আবার এক কেজি আলুর উৎপাদন খরচ প্রায় ২২ টাকা,কিন্ত্ত কোল্ড স্টোর সিন্ডিকেটের আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি মাত্র ১০ টাকায়।
স্থানীয় আলু চাষিরা সরেজমিন কোল্ড স্টোর পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এবিষয়ে জানতে চাইলে আল-মদিনা সীড কোল্ড স্টোর মালিক হাসান আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন,সিন্ডিকেট বলে কিছু নাই, স্টোরে জায়গা না থাকায় আলু নেয়া যাচ্ছে না। অগ্রিম বুকিং দেয়ার পরেও কেনো তাদের আলু নেয়া হচ্ছে না এমন প্রশ্ন করা হলে তিনি কোনো সদোত্তর না দিয়ে এড়িয়ে গেছেন।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান বলেন,অনেক কৃষক তাকে মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন।তিনি বলেন,এবিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিয়ে দেখা হবে। 
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন,লিখিত অভিযোগ পাওয়া গেছে।এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। এবিষয়ে আলু চাষি আইয়ুব আলী বলেন,শুধু তিনি একা নন অনেক কৃষকের সঙ্গে বুকিং নিয়ে প্রতারণা করা হয়েছে।

এমএসএম / এমএসএম

পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ

দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা

কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের

মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ

মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড

রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু

কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন

হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা

‎কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

মধুখালীতে মোটর বাইক চোরচক্রের সদস্য গ্রেফতার