ঢাকা বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের বাবরের অভিনব ‘করোনা প্রতিরোধ বুথ’ এখন দেশজুড়ে


এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো photo এসএম পিন্টু, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-৯-২০২১ বিকাল ৬:৩৫

চট্টগ্রাম নগরীর চারটি স্থানে পাঁচ মাস আগেই চালু করা হয় ‘করোনা প্রতিরোধক বুথ’। বুথে বোতাম টিপলেই মেলে মাস্ক ও স্যানিটাইজারসহ করোনা সুরক্ষাসামগ্রী। আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের উদ্যোগে বুথগুলো সাধারণ মানুষের সুবিধার্থে চালু করা হয়েছিল। কিন্তু বাবরের সেই অভিনব মডেল এখন আলো ছড়াচ্ছে সারাদেশে। দেশজুড়ে বিভিন্ন জেলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানের উদ্যোগে স্থাপিত হচ্ছে এমন করোনা প্রতিরোধক বুথ। দেশের প্রত্যান্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে অভিনব করোনা প্রতিরোধক বুথ-এর বাবর মডেল। এ বুথ থেকে সুফল পাচ্ছেন সাধারণ মানুষ ও পথচারী। তবে এই করোনা বুথটি তৈরি করতে ১০ থেকে ১২ হাজার টাকা খরচ পড়ে। খরচের চেয়ে বড় বিষয় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবে বলেও জানান সংশ্লিষ্টরা।

জানা যায়, গত মে মাসে হেলাল আকবর চৌধুরী বাবর প্রথমবারের মত চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় চালু করেন এ বুথ। এরপর সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে নিজ নির্বাচনী এলাকায় এ বুথ চালু করেছেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক। গত ২৮ জুন বুথটি উদ্বোধন করেন তিনি। এরপর এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশনের পক্ষ থেকে এমন ১০টি বুথ উপহার দিয়েছেন নড়াইলের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জাকে। তাছাড়া, চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম,  প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, রাজশাহীর সিটি  মেয়র এএইচএম কামরুজ্জামান লিটনসহ আরো অনেকে নিজ এলাকায় বসিয়েছেন এই বুথ।

হেলাল আকবর চৌধুরী বাবরের উদ্ভাবিত এই করোনা প্রতিরোধক বুথ ৬ ফিট লম্বা এবং দেড় ফিট চওড়া। এর ভেতরে রাখা থাকছে ২ লিটার স্যানিটাইজার ও ৩শত মাস্ক। ভেতরে আছে ডাস্টবিন বক্স। যেখানে ব্যবহার করা মাস্ক রাখা যাবে। বাবরের আলো ছড়ানো এই করোনা প্রতিরোধক বুথ স্থাপিত হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে। এছাড়াও রাজধানীর সড়কে সড়কে স্থাপিত হয়েছে এই বুথ। চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় ৫০০’শ এর উপরে এই করোনা বুথ বসানো হয়েছে। পর্যায়ক্রমে আরো বসানো হচ্ছে।

বিষয়টি নিয়ে উদ্ভাবক হেলাল আকবর বলেন, করোনা প্রতিরোধক বুথ পিভিসি বোর্ডের মাধ্যমে তৈরি করা এটি এটিএম বুথের আদলে। কারণ হিসেবে তিনি বলেন, এটিএম বুথের আদলে করা এই করোনা প্রতিরোধক বুথ দেখলেই টেকনাফ থেকে তেঁতুলিয়ার মানুষ যেন বুঝতে পারে এই বুথ থেকে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সেবা পাওয়া যায়। এটি মানুষের মাস্ক ব্যবহার ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং গণ-সচেতনতা বৃদ্ধির একটি কৌশল।

আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, সরকার দেশে করোনাকালীন গরীব থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশে রয়েছে। আমরা রাজনীতি করি। মানুষদের নিয়েই আমাদের রাজনীতি। তাই এই কঠিন সময়ে করোনা প্রতিরোধেক বুথ করে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমি মনে করি, প্রত্যেককে নিজ নিজ অবস্থানে থেকে বৈশ্বিম এই মহামারি মোকাবেলায় সাধারণ মানুষের পাশে থাকা উচিত।

একটি করোনা প্রতিরোধক বুথ থেকে দৈনিক ৫০০ জন মানুষকে সেবা দিতে যে খরচ হবে, সেই খরচ কে বহন করবে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের প্রতিটি পাড়া-মহল্লা-গ্রাম বা অলিগলিতে বসবাসরত একজন স্বাবলম্বী হৃদয়বান ব্যক্তি দৈনিক ৫০০ মানুষের সুরক্ষা নিশ্চিতে দৈনিক ৭৪০ টাকা খরচ করতে পারবেন। প্রতিদিন আমরা অপ্রয়োজনীয় অনেক খরচ করি। সেটা না করে এই অর্থ মানবসেবায় ব্যয় করা যায়। কোনো দায়িত্বশীল ব্যক্তি বা সংগঠন যদি এই বুথ পরিচালনার দায়িত্ব নেয়, তবে স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত হবেই।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনা প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারের কোনো বিকল্প নেই। এ দুটি প্রয়োজনীয় জিনিস সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে এ উদ্যোগ অত্যন্ত কার্যকরী পদক্ষেপ। এ সেবামূলক কার্যক্রমের ফলে জনগণ করোনা থেকে অনেকাংশে রক্ষা পাবেন।

জামান / জামান

কোন লুটেরা, চাঁদাবাজ ও বল প্রয়োগকারীকে ভোট দেবেন না; গণসংযোগে রাশেদ খান

খানসামা টিটিসিতে ধর্মীয় বৈষম্য–নির্যাতনের অভিযোগ: জেলা প্রশাসকের দৃষ্টিতে তদন্ত আবেদন

কেরুজ ভোটের দাবীতে আন্দোলনের শুরুর দিনেই দুপক্ষের মারামারি

নওগাঁয় মনোনয়ন প্রত্যাশী ধলু’র উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল

কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত রাস্তা ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে মানববন্ধন

নৈয়াইর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় নিয়োগ অনিয়মের অভিযোগ প্রত্যাহার

রামগঞ্জে যুবদল কর্মীর ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন

ঠাকুরগাঁওয়ের ফকিরপাড়া থেকে মটরসাইকেল চুরি : মামলা

কলাবাড়িয়া ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে সরব জামায়াতের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

কর্ণফুলী'তে হত্যা'সহ একাধিক মামলার এজাহার ভূক্ত আসামি সাজু হাসান গ্রেপ্তার

শীতের আগমনে লেপ তোষকের ব্যস্ততা; পলাশবাড়ীতে জমে উঠেছে ধুনকরদের শীতের বাজার

কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়ন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আত্রাইয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সেনা সদস্য নিহত