ঢাকা বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লায় সন্ধ্যা হলে শুরু হয় মানুষের ঢল


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ২৩-৩-২০২৫ দুপুর ৩:৩

রমজানের শুরুতেই ঈদের বার্তা পৌঁছে যায় ঘরে ঘরে। তাই অনেকে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত ঈদের কেনাকাটায় ব্যাস্ত থাকে। ঈদ যত ঘনিয়ে আসে, তত বেশি জমে ওঠে কেনাকাটা। প্রতিবারের মতো এবারও ঈদে জমজমাট কুমিল্লার বিভিন্ন শপিং মল ও ফুটপাত সহ মার্কেট গুলোতে। অনেকেরই সারাদিন রোজা রেখে দিনের বেলায় অনেকেরই ইচ্ছে করে না যে কেনাকাটা করার জন্য, তাই সন্ধ্যা হলেই নগরীর প্রত্যেকটা শপিংমলে দেখা যায় এই চিত্র।

সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতায় সরগরম থাকছে মার্কেগুলো। ফলে তাদের সামাল দিতেও কিছুটা হিমশিম খেতে হচ্ছে বিক্রেতাদের।
নগরীর অভিজাত শপিং মল কিউ আর টাওয়ার, প্লানেট এসআর, নিউমার্কেট, সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, ময়নামতি গোল্ডেন টাওয়ার, আনন্দ সিটি সেন্টার, ইস্টার্ন ইয়াকুব প্লাজা ঘুরে দেখা গেছে, নতুন পোশাকে ঈদ উদযাপনে কেনাকাটা পুরোদমে জমে উঠেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষের পদচারণে মুখর নগরীর বিপণিবিতানগুলো।

বিশেষ করে পুরুষ ক্রেতার চেয়ে নারী ক্রেতার সংখ্যা চোখে পড়ার মতো। পছন্দের পোশাক কিনতে ঘুরছেন এক মার্কেট থেকে অন্য মার্কেটে। ভারত সীমান্তঘেঁষা এ জেলার ফ্যাশন-সচেতন তরুণীদের পছন্দের শীর্ষে রয়েছে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের পোশাক আর তরুণদের পছন্দের তালিকায় রয়েছে কুমিল্লার বিখ্যাত খাদির পাঞ্জাবি। ক্রেতার চাপে ব্যবসায়ীদের দম ফেলার যেন সময় নেই। একই চিত্র দেখা গেছে সড়কের পাশের ফুটপাতের দোকানগুলোতেও। নিম্ন ও মধ্যবিত্তরা ভিড় করছেন সেসব দোকানে।

বিক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এবার দ্রুত ঈদের বাজার জমে উঠেছে। ১০ রমজান থেকে পুরোদমে শুরু হয়েছে বেচাকেনা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতার চাপ থাকছে। তবে সকালের তুলনায় বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত অনেক মানুষের সমাগম থাকে। দিন যত যাচ্ছে, ক্রেতাদের ভিড় ততই বাড়ছে।    
নিউমার্কেটের ব্যবসায়ী বিপুল রায় সকালের সময়কে বলেন, প্রতিবছরের মতো এ বছরও শুরু থেকে মোটামুটি কেনাকাটা শুরু হয়েছে। শেষ পর্যন্ত এমন দৃশ্য থাকলে আশা করা যায় এ সিজনে ভালো করতে পারবো।  

সাত্তার খান কমপ্লেক্সের ব্যবসায়ী সহোযোগি টিটু  বলেন, এবার জামদানি শাড়ি, পাকিস্তানি, ভারতীয়, নতুন ফারসি, রাজগুরু, বুটিকসহ বিভিন্ন ধরনের শাড়ির চাহিদা তুঙ্গে। এ ছাড়া তরুণীদের পছন্দের শীর্ষে পাকিস্তানি ও ইন্ডিয়ান থ্রি-পিস, বুটিক থ্রি-পিস ও আফগান ড্রেস। এর মধ্যে সবচেয়ে বেশি ভারতীয় থ্রি-পিস। তার মধ্যে অন্যতম আকর্ষণীয় ড্রেসের নাম হিসেবে রয়েছে “হেনা”।

 নগরীর হালুয়াপাড়া এলাকার বাসিন্দা মোশাররফ মাসুম নামে এক ক্রেতা বলেন, সকালে এসেছি ভাতিজা-ভাতিজিদেরকে নিয়ে এবং পরিবারের অন্য সদস্যদের জন্য ঈদের কেনা-কাটা করতে। কিন্তু মার্কেটে এসে দেখি আমার মত সাধারণ মানুষের অনেক ভীড়। মানুষের ভিড়ে অসহনীয় গরম। এর মধ্যে দোকানদাররা জামা-কাপড়ের দাম চাচ্ছেন অনেক বেশি। ঘণ্টাখানেক ঘুরছি অতিরিক্ত দামের কারণে এখনো কোনো পোশাক কিনতে পারিনি। 

আশিকুর রহমান নামে আরেক ক্রেতা বলেন, বাচ্চাদের পোশাক উত্তাপ ছড়াচ্ছে। হাজার-পনেরো শ টাকার নিচে পছন্দ করার মতো কোনো পোশাক নেই। মার্কেটে এসে বাজেট মেলাতে পারছি না। পরিবারের সবার জন্য নতুন পোশাক কিনতে হলে ফুটপাতের দোকান ছাড়া বিকল্প উপায় নেই বলে মনে করি । তাই ফুটপাত থেকেই দেখছি এবং মার্কেট থেকে এখানে তুলনামূলক দাম অনেক কম। 

মার্কেটের মতোই ফুটপাতেও জমজমাট বেচাকেনা চলছে জানিয়ে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে ভাসমান এক বিক্রেতা বলেন, মার্কেটের জিনিস আর আমাদের জিনিসের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। বরং আমাদের দোকান ভাড়া লাগে না। তাই দাম অনেক কম। ঈদের সময় যত ঘনিয়ে আসছে, ক্রেতাদের ভিড় বাড়ছে এবং বিক্রিও ভালো হচ্ছে।

ফুটপাতের আরেক ভাসমান ব্যবসায়ী মোহাম্মদ আকাইদ বলেন আমরা মার্কেটের তুলনায় স্বল্প খরচের মধ্যে ক্রেতাদের ভালো মানের পোষাক দেওয়ার চেষ্টা করি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ঈদের বাজার নির্বিঘ্ন করতে পুলিশ সুপারের নির্দেশে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। গত রবিবার থেকে ২৪ ঘণ্টা পুলিশি টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া যেসব এলাকায় অপরাধ বেশি সংঘটিত হয়, সেসব এলাকায় বিশেষ নজর দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত

বার্ষিক পরীক্ষার সময় কুড়িগ্রামে বিসিক উদ্যোক্তা মেলার নামে চলছে বাণিজ্য মেলা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

কাপ্তাই লেক থেকে অবৈধভাবে মাছ নিধনের সরঞ্জাম ও নৌকা জব্দ

ছাতকে মৎস্য ব্যবসায়ীদের জন্য নতুন শেড ঘর উদ্বোধন

গাজীপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় গণদোয়া

বাগেরহাটের বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জমায়েতে দোয়া মাহফিল

আজ কুমিল্লায় কেন্দ্রীয় ঈদগাহ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ---আসবেন ৫ দেশের কারি

আদমদীঘিতে বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল

লালমনিরহাটে বাস–অটো সংঘর্ষে নিহত ১, আহত ৩

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সুনামগঞ্জে খতমে কোরআন ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত

বন্ধুর বাড়িতে বেড়াতে এসে ব্যবসায়ীর মৃত্যু

নড়াগাতীতে ধর্ষনের শিকার গৃহবধূ, ধর্ষক আটক, থানায় মামলা দায়ের