তানোরের গোল্লাপাড়া বাজারে ঈদের বেচাকেনা মন্দা, ব্যবসায়ীদের মুখে নেই হাসি
রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া বাজারের ব্যবসায়ীদের মুখে ঈদের খুশি নেই। রমজানের ২২তম দিন, অথচ জমে ওঠেনি ঈদের বেচাকেনা। মাত্র ৮ দিন পরই ঈদুল ফিতর, কিন্তু বাজারে ক্রেতাদের আনাগোনা কম। ব্যবসায়ীরা হতাশ হয়ে সময় পার করছেন।
গোল্লাপাড়া বাজারে ছোট-বড় মিলিয়ে প্রায় ১০০টি দোকান রয়েছে। প্রতিবছর রমজানের শুরু থেকেই এখানে ঈদের কেনাকাটা জমে ওঠে। বিশেষ করে বাজারের দুটি বড় দোকান— পোশাক বাজার ও পারভিন গার্মেন্টস— সবসময় ক্রেতাদের ভিড়ে ব্যস্ত থাকে। কিন্তু এবছর চিত্র সম্পূর্ণ ভিন্ন।বাজারের ব্যবসায়ীদের মতে, এবছর বেচাকেনা কম হওয়ার প্রধান কারণ হলো বরেন্দ্র অঞ্চলে আলুর দরপতন। কৃষি প্রধান এই এলাকায় আলু চাষিদের আয় কমে যাওয়ায় তাদের হাতে পর্যাপ্ত অর্থ নেই। ফলে তারা নতুন পোশাক বা ঈদের কেনাকাটার বিষয়ে আগ্রহ কম দেখাচ্ছেন। গোল্লাপাড়া পোশাক বাজারের ব্যবসায়ী খায়রুল ইসলাম বলেন বরেন্দ্র অঞ্চলে আলুর বাজারের খারাপ অবস্থার কারণে মানুষের হাতে টাকা নেই। তাই এবছর কেনাকাটা একেবারে কম। গত বছরের তুলনায় এবার বেচাকেনা অর্ধেকেরও নিচে নেমে গেছে। পারভিন গার্মেন্টসের মালিক জব্বার বলেন গত বছরের তুলনায় বিক্রি অনেক কম। তবে
আলহামদুলিল্লাহ, খারাপের মধ্যেও ভালো আছি। কিন্তু আশানুরূপ বিক্রি হচ্ছে না। মানুষ দোকানে আসছে, কিন্তু কেনাকাটা না করেই চলে যাচ্ছে।
বাজারের অন্যান্য ব্যবসায়ীরাও একই ধরনের মন্তব্য করেছেন। তারা বলছেন, প্রতি বছর রমজানের শেষের দিকে বিক্রি বেড়ে যেত। কিন্তু এবার সেই পরিস্থিতি তৈরি হয়নি। ঈদ ঘনিয়ে এলেও দোকানগুলোতে তেমন ভিড় নেই। বিভিন্ন দোকানের বিক্রেতারা জানান, সাধারণত এই সময়ে পোশাক, জুতা, কসমেটিকস, শিশুদের পোশাকসহ নানা ধরনের পণ্য কেনার ধুম পড়ে। কিন্তু এবার ক্রেতাদের আগ্রহ কম। গোল্লাপাড়া বাজারের কসমেটিকস ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন,
“রমজানের ২২তম দিন পার হয়ে গেল, অথচ এখনো বেচাকেনা জমেনি। আগের বছর এই সময়ে আমরা এত ব্যস্ত থাকতাম যে খাওয়ার সময়ও পেতাম না। কিন্তু এবার দোকানে বসে সময় কাটাচ্ছি। এই অঞ্চলের বেশিরভাগ মানুষ কৃষি ও ছোটখাটো ব্যবসার ওপর নির্ভরশীল। বিশেষ করে আলু চাষের ওপর এখানকার অর্থনীতি অনেকটাই নির্ভরশীল। কিন্তু এবছর আলুর দাম কমে যাওয়ায় কৃষকরা আর্থিক সংকটে পড়েছেন। ফলে ঈদের কেনাকাটায় তাদের ব্যয় সংকোচন করতে হচ্ছে। বাজারের ব্যবসায়ীরা শেষ মুহূর্তে বিক্রি বাড়ার আশা করলেও অনেকেই আশঙ্কা করছেন, এবছর আর আগের মতো ব্যবসা হবে না। ঈদের মাত্র কয়েকদিন বাকি, তাই ব্যবসায়ীদের মধ্যে দুশ্চিন্তা বেড়েছে। তানোরের ব্যবসায়ীরা আশা করছেন, আগামী বছর পরিস্থিতি ভালো হবে এবং মানুষ আবার আগের মতো ঈদের বাজারে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে। তবে এবারের মন্দা পরিস্থিতি তাদের জন্য একটি কঠিন শিক্ষা হয়ে থাকছে।
এমএসএম / এমএসএম
পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ
দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা
কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের
মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ