ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

বাড্ডা থানা শ্রমিক দলের ইফতারে আওয়ামী অনুপ্রবেশকারী শ্রমিক নেতা নূর মোর্শেদের হামলা


শামীম আহমদ photo শামীম আহমদ
প্রকাশিত: ২৪-৩-২০২৫ রাত ১১:২১

আজ বাড্ডা থানা শ্রমিক দলের ইফতারে দু'পক্ষের উত্তেজনার খবর পাওয়া গেছে। থানার ত্যাগী নেতা শ্রমিক দলের দুঃসময়ের সভাপতিকে বাদ দিয়ে আওয়ামী লীগের মন্ত্রী শাজাহান খানের আনুগত্য শ্রমিক লীগের নেতাকে বাড্ডা থানা শ্রমিক দলের সভাপতি করায় দু'পক্ষের উপস্থিতে উত্তেজনা শুরু হলে এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। ওই থানা শ্রমিক দলের সাবেক সভাপতি 
আব্দুর রহিম খান টিটু বলেন, গত ১৭ বছর আমিই বাড্ডা থানার শ্রমিকদের পক্ষে নেতৃত্ব দিয়েছি। আওয়ামী লীগের আমলে জেল জুলম সহ্য করেছি। এখন আমি ১ং নাম্বার সদস্য। এটা কেমন কথা? আমি ছিলাম সভাপতি। মানুষ কি প্রমোশন পায় নাকি নিচে নামে? সাংবাদিককে তিনি এমন প্রশ্ন করে বলেন, পরীক্ষিত নেতাদের বাদ দিয়ে অনুপ্রবেশকারীদের বড় দ্বায় দেয়া হয়েছে। তিনি বলেন, বর্তমান এই থানার কমিটির অবৈধ। শ্রমিক লীগের নেতা নুরু মোরশেদকে আমাদের বাড্ডা থানার সভাপতি করা হয়েছে। নূর মোর্শেদ শাজাহান খানের লোক, তিনি কিভাবে এখানকার বর্তমান সভাপতি হয়? তিনি লোকজ নিয়ে আমাদের ইফতার পার্টিতে হামলা করছে, তিনি সভাপতির প্রভাব খাটাতে চেষ্টা করছেন, তিনি আওয়ামী লীগের মন্ত্রী শাজাহান খানের আনুগত্য লোক। তাকে বাড্ডা থানার কেউ মানে না।

আজ ওই ইফতারে ৬ টি ওয়ার্ডের নেতারা উপস্থিত ছিলেন। ৯৭, ২১, ৪২, ৪১, ৩৮, ৩৭, ওয়ার্ড মিলিয়ে বাড্ডা থানা। ৯৭ নাম্বারের সভাপতি রুহুল আমীন হাওলাদার সাধা সম্পাদক ওমর আলী ২১ নাম্বারের সভাপতি সালাউদ্দিন সাধারণ সম্পাদক ইলিয়াস ৪২ নাম্বারের সভাপতি রুপ মিয়া সাধারণ ফারুক ৪১ নাম্বারের সভাপতি বাতেন সাধারণ শাহিন ৩৮ নাম্বারের সভাপতি সানি সাধারণ সম্পাদক আকরাম ৩৭ নাম্বারের সভাপতি মহসিন সাধারণ সোহেল ইফতারে অংশ নিয়েছেন। ২১ নাম্বার ওয়ার্ড সাধারণ সম্পাদক বলছেন শ্রমিক দলের কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আমাদের কোন মন্তব্য নেই। 

বাডা থানা শ্রমিক দলের সাবেক সভাপতি আব্দুর রহিম খান টিটু বলেন, ঢাকা মহানগর উওর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজার হাত ধরে এই নূর মোর্শেদ শ্রমিক দলে প্রবেশ করছে। নূর মোর্শেদে মূলত আওয়ামী ফ্যাসিবাদের চিহ্নিত নেতা। সাবেক মন্ত্রী শাজাহান খানের সময়ে সে রেন্টে কারের ব্যাবসা করতো। এখনও হয়তো সেই ব্যাবসা করে বা অন্য কোন ব্যাবসা তার থাকতে পারে।

ইফতার মাহফিলে অংশ নেয়া কয়েকজন শ্রমিক বলছেন, আমাদের শ্রমিক দলে  আর্বিভাব ঘটছে হাইব্রিডদের। যারা আন্দোলনের মাঠে ছিলেন না, মামলা-হামলা কিংবা নির্যাতনের মুখেও ছিলেন না, ঘরছাড়াও হতে হয়নি। বিগত দিনে ব্যবসা-বাণিজ্য করেছেন, তাল মিলিয়ে চলেছেন তারা এখন দলে বড় বড় পদ পদবী পেয়েছে। তারা আগে আওয়ামীলীগ যুবলীগ শ্রমিকলীগ নেতাকর্মীদের সঙ্গে ছিলো। তারাই এখন বিএনপির দাপুটে ‘হর্তাকর্তা’। তাদের সঙ্গে যোগ হয়েছেন নব্য বিএনপি নামধারী অনেকে। যারা কখনোই বিএনপিতে সম্পৃক্ত ছিলেন না, তারাই এখন নানা জায়গায় দখল পর্বে নেতৃত্ব দিচ্ছেন। আবার তারাই এখন তৃণমূলের ত্যাগীদের ওপর ছড়ি ঘোরাচ্ছেন।

বাড্ডা থানা শ্রমিক দলের ওই ইফতারে অভিযোগ উঠেছে শ্রমিকলীগে দাপিয়ে বেড়ানো সেই শ্রমিকলীগ নেতা নূর মোর্শেদ নিজের খোলস বদলে এখন বনে যাচ্ছেন শ্রমিকদল নেতা। নূর মোর্শেদ একসময় টঙ্গী সদরঘাটের লাইনের ১০ নম্বর গাড়ির হেলপারি থেকে ড্রাইবারী শিখে ‌বিশ্বরোডে সবুজ মইশাল এর বাড়িতে চাকরি নেন প্রাইভেট ড্রাইভার হিসেবে। স্বৈরাচার আওয়ামীলীগের আমলে সাবেক শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের ছত্রছায়ায় শ্রমিকলীগের রাজনীতির সাথে জড়িয়ে নিজেকে শ্রমিকলীগের বড় নেতা দাবী করতেন। সেই নূর মোর্শেদ  এখন শ্রমিকদল নেতা বনে যাওয়ায় শ্রমিক ফেডারেশনের নেতা কর্মীদের ভিতরে একটি আতংক বিরাজ করছে। আওয়ামী মন্ত্রী শাজাহান খানের খুব ঘনিষ্ঠ  ছিলেন নূর মোর্শেদ। তদবির বাণিজ্য করে  হাতিয়ে নেন লক্ষ লক্ষ টাকা। গত ৫ ই আগস্ট এর স্বৈরাচার শেখ হাসিনার পতনের পরে মুখোশ পাল্টিয়ে রাতারাতি বাড্ডা থানা শ্রমিক দলের আহ্বায়ক বনে যান তিনি। খোলস পাল্টিয়ে বিএনপি’র শ্রমিক দলের ব্যানারে শুরু হয় তার চাঁদাবাজি। বাড্ডা এলাকার অটো রিকশা গ্যারেজ মালিকরা নূর মোর্শেদের হাতে জিম্মি, এছাড়াও মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ৩ নাম্বার রোডে শেখ রাসেল স্কুলের পাশেই প্লট দখলের অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে। সেলিমের গ্যারেজ সহ ৫ নাম্বার রোডের পূর্ব পাশে আকবরের পিকআপ এর গ্যারেজে দখলের ও অভিযান রয়েছে তার বিরুদ্ধে। শ্রমিকদলের ত্যাগী নেতাদের বক্তব্য, নূর মোর্শেদ সারাজীবন শ্রমিকলীগের সাথে জড়িত ছিলেন। গত ৫ আগস্টের পর কিছু হাইব্রিড নেতাদের ছত্রছায়ায় নিজেকে শ্রমিকদল নেতা বানিয়ে ফেলেছেন যা দেখে রীতিমতো হতভাগ শ্রমিকদলের তৃনমূল নেতা-কর্মীরা। শ্রমিকদলের সাবেক নেতারা সাংবাদিকদের অনুরোধ করে বলেন, গত ৫ ই আগস্টের পরে মুখোশধারী স্বৈরাচারের দোসর নুর মোর্শেদ দাপটের সাথে শ্রমিকদল কিভাবে বিচরণ করছে তা ক্ষতিয়ে দেখতে হবে। এই ধরনের হাইব্রিড নেতা যাতে করে কোনো দলে ভীড় করতে না পারে সে দিকে সবাইকে খেয়াল রাখতে হবে। রাজনৈতিক ব্যানারের ছত্রছায়ায় ,এই সমস্ত ফ্যাসিস্ট  কর্মীদেরকে দলীয় ভাবে অন্তর্ভুক্ত না করে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তিনি। এই বিষয়ে মন্তব্য জানতে নূর মোর্শেদের নাম্বারে একাধিক বার ফোন দিলে  তিনি ফোন গ্রহণ করেননি।

এমএসএম / এমএসএম

প্রধান উপদেষ্টাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্মারকলিপি প্রদান

গুলিস্তানের ফুটপাতে চাঁদাবাজির নতুন কৌশল

সংখ্যাগরিষ্ঠ জনগণের মূল্যবোধে আক্রমণ দেশের সার্বভৌমত্বের উপর হুমকি-ইসলামী ছাত্র আন্দোলন

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগ মোড় অবরোধ

টঙ্গী-আবদুল্লাহপুর- সড়কের বেইলি ব্রিজ স্থাপনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

‘নবী মোর পরশমণি’ গ্রন্থ প্রকাশ উপলক্ষে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

মিরপুর থেকে নিখোঁজ ইরফান চৌধুরী সোনারগাঁও থেকে উদ্ধার

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের লাগামহীন দুর্নীতি: আইন শুধু কাগজে, প্রয়োগের মুখে কুলুপ

রাজউকের প্রধান স্থপতি পিতার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

উত্তরার ৫১ নং ওয়ার্ডে বিএনপির ৩১ দফা নিয়ে জনগণের ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আবদুল্লাহপুর-টঙ্গী সড়কে বেইলি ব্রিজ স্থাপন ও দ্রুত সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ওয়ারিতে রাজউকের উচ্ছেদ অভিযান, অবৈধ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ ও মিটার জব্দ

ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী ঢাকা-১১ আসনে ফজলে বারী মাসউদ ও ঢাকা-১৮ আসনে আনোয়ার হোসেন