বালাগঞ্জে স্বাধীনতা দিবসে নেই ষোলো সরকারি কর্মকর্তা
স্বাধীনতা দিবসে নেই ১৫-১৬ জন কর্মকর্তা। এ ঘটনা সিলেটের বালাগঞ্জ উপজেলায়। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালনে উপজেলা প্রশাসনের পুষ্পার্ঘ্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযুদ্ধা পরিবার বর্গের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা, নানাবিধ আয়োজনেও উপস্থিত ছিলেন না উপজেলার বিভিন্ন দপ্তরের ষোলো কর্মকর্তা এই খবর পাওয়া গেছে। কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের (শিক্ষার্থী) স্কাউট সদস্যদের কড়া রোদে ঘন্টা খানেক দাড় করিয়ে রেখেছেন। এতে একজন শিক্ষার্থী অসুস্থ হয়েও পড়ে, একাধিক শিক্ষার্থী রোজা ভাঙতে হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা।
বিশ্বস্থ সূত্র জানায়, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে উপস্থিত ছিলেন না উপজেলা সাব-রেজিষ্ট্রার কর্মকর্তা, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক ও অগ্রনী ব্যাংকের ম্যানেজার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন কর্মকর্তা, বালাগঞ্জ সরকারি কলেজ , মহিলা বিষয়ক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, হিসাব রক্ষন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, যুব উন্নয়ন কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর।
সরকারি কর্মচারীদের নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯-এ বলা আছে, কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো সরকারি কর্মচারী নিজ কর্মে অনুপস্থিত থাকিতে পারিবেন না। সরকারি কর্মচারী যুক্তিসংগত কারণ ব্যতীত বিলম্বে অফিসে উপস্থিত হইতে পারিবেন না।
সুশীল সমাজ সরকারি কর্মকর্তাদের এমন আচরণের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সরকারি চাকুরী পেয়ে ওনারা তো অনেক বড় চেয়ারের মালিক হয়ে গেছেন। পরাধীন থাকলে সরকারি অফিসার তো দূর চাকর হয়ে থাকলে হতো। যারা জাতীয় অনুষ্ঠানেও অংশগ্রহণ করে না তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। এবিষয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন, কয়েকজন কর্মকর্তা ছুটি নিয়ে গেছেন। অতিরিক্ত দায়িত্বে যারা তারা অন্যত্র অনুষ্ঠানে যোগদান করেছেন। জাতীয় অনুষ্ঠানে কারা কারা নেই খুঁজ নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব।
এমএসএম / এমএসএম
বগুড়ার শাজাহানপুরে জমিজমা নিয়ে বিরোধ প্রতিপক্ষের বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন
পত্রিকা পরিবেশক শফির পিতার সুস্থ্যতা কামনা
জুয়া খেলায় হেরে পার্টনারকে হত্যা, আসামীর যাবজ্জীবন
কুমিল্লায় টাস্কফোর্সের অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
নবীনগরে ডাকাতি হওয়া সারের জাহাজ উদ্ধার
পূর্বধলায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার
নড়াইলে অ্যারাইজ আইএনএইচ জাত ধানের মাঠ দিবস অনুষ্ঠিত
কেরানীগঞ্জে ‘আমিন আমিন’ ধ্বনিতে শেষ হলো সাদ পন্থীদের তাবলীগের জোড়
সর্বোচ্চ প্রসিকিউশন দাখিল করায় সম্মাননা পেলেন হাটিকুমরুল হাইওয়ে অফিসার ইনচার্জ
নেত্রকোনা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের আটপাড়া উপজেলা পরিদর্শন
অপরাধীদের কোন ছাড় নেই, মিলেমিশে রূপগঞ্জ গড়বো আমরাঃ মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু
ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরে কৃষকদলের আলোচনা সভা