বালাগঞ্জে স্বাধীনতা দিবসে নেই ষোলো সরকারি কর্মকর্তা
স্বাধীনতা দিবসে নেই ১৫-১৬ জন কর্মকর্তা। এ ঘটনা সিলেটের বালাগঞ্জ উপজেলায়। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালনে উপজেলা প্রশাসনের পুষ্পার্ঘ্য অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বীরমুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযুদ্ধা পরিবার বর্গের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা, নানাবিধ আয়োজনেও উপস্থিত ছিলেন না উপজেলার বিভিন্ন দপ্তরের ষোলো কর্মকর্তা এই খবর পাওয়া গেছে। কুচকাওয়াজ ও প্যারেড অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের (শিক্ষার্থী) স্কাউট সদস্যদের কড়া রোদে ঘন্টা খানেক দাড় করিয়ে রেখেছেন। এতে একজন শিক্ষার্থী অসুস্থ হয়েও পড়ে, একাধিক শিক্ষার্থী রোজা ভাঙতে হয়েছে বলে জানায় শিক্ষার্থীরা।
বিশ্বস্থ সূত্র জানায়, স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে উপস্থিত ছিলেন না উপজেলা সাব-রেজিষ্ট্রার কর্মকর্তা, সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক ও অগ্রনী ব্যাংকের ম্যানেজার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা, ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশন কর্মকর্তা, বালাগঞ্জ সরকারি কলেজ , মহিলা বিষয়ক কর্মকর্তা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, হিসাব রক্ষন কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, যুব উন্নয়ন কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, বিআরডিবি কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর।
সরকারি কর্মচারীদের নিয়মিত উপস্থিতি বিধিমালা ২০১৯-এ বলা আছে, কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে কোনো সরকারি কর্মচারী নিজ কর্মে অনুপস্থিত থাকিতে পারিবেন না। সরকারি কর্মচারী যুক্তিসংগত কারণ ব্যতীত বিলম্বে অফিসে উপস্থিত হইতে পারিবেন না।
সুশীল সমাজ সরকারি কর্মকর্তাদের এমন আচরণের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, সরকারি চাকুরী পেয়ে ওনারা তো অনেক বড় চেয়ারের মালিক হয়ে গেছেন। পরাধীন থাকলে সরকারি অফিসার তো দূর চাকর হয়ে থাকলে হতো। যারা জাতীয় অনুষ্ঠানেও অংশগ্রহণ করে না তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক। এবিষয়ে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ বলেন, কয়েকজন কর্মকর্তা ছুটি নিয়ে গেছেন। অতিরিক্ত দায়িত্বে যারা তারা অন্যত্র অনুষ্ঠানে যোগদান করেছেন। জাতীয় অনুষ্ঠানে কারা কারা নেই খুঁজ নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করব।
এমএসএম / এমএসএম
হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্র দল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে কোস্টগার্ডের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিলের আপিল ঘিরে বিতর্ক, ভাইরাল অডিওতে তোলপাড় ব্রাহ্মণবাড়িয়া-৪
বোয়ালমারীতে ইউনাইটেড আরব আমিরাতের ত্রাণ ও কম্বল বিতরণ
দিয়ামনি ই কমিউনিকশনের আয়োজনে সাভারে স্টল ফ্রী মেলায় স্থান পেলো ২৫ জন উদ্যোক্তা
কুষ্টিয়ার দৌলতপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জামিরুল ইসলাম জামু গ্রেফতার
সরিষার হলুদে রঙিন ত্রিশাল : বাম্পার ফলনের আশা
গোপালগঞ্জে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পূর্ণ প্রস্তুতি
নাঙ্গলকোটে দু'জনকে গুলি করে হত্যা
মনপুরায় প্রেমিকের সঙ্গে পালিয়ে আসা তরুণীকে গণধর্ষণের অভিযোগ
কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস
কালো ধোঁয়ার দখলে রায়গঞ্জ, ঝুটে পুড়ছে চাতাল
কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার