ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

জামিনে বের হয়ে বাদীর পরিবারের উপর হামলা- গুরুতর আহত ৪জন


মহেশখালী প্রতিনিধি  photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৩-২০২৫ দুপুর ৪:১৭

কক্সবাজার মহেশখালী শাপলাপুরে জামিনে মুক্তি পাওয়া এক আসামির হামলায় এক পরিবারের ৪জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ইউনিয়নের জাহিদাঘোনা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জামিনে মুক্তি পেয়ে আসামি খোকন তার ভাইসহ ২০-২৫ জনের একটি দল দেশিয় অস্ত্র নিয়ে এলাকার মৌলভি আমান উল্লাহ ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।


আহতরা হলেন- মৌলভি আমান উল্লাহ, তার দুই ছেলে মো. ওমর ও আবু বক্করসহ আরও কয়েকজন। হামলার পর তাদের আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় আমান উল্লাহ ও তার দুই ছেলের পথরোধ করে আসামি খোকনের লোকজন। এরপর কোনো কথা বলার সুযোগ না দিয়েই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে তাদের।

খবর পেয়ে মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসকরা।

স্থানীয় সূত্র জানায়, মৌলভি আমান উল্লাহ ও আসামি খোকনের মধ্যে দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে গত বছর মার্চ মাসেও খোকন ও তার অনুসারীরা আমান উল্লাহর পরিবারের ওপর হামলা চালিয়েছিল। সেই ঘটনায় আমান উল্লাহ থানায় মামলা করলে খোকন গ্রেপ্তার হন।

গত ২৩ মার্চ পুলিশ খোকনকে পুনরায় গ্রেপ্তার করে। পরদিন ২৪ মার্চ জামিনে মুক্ত হয়ে এসে সে আবারও প্রতিশোধ নিতে হামলা চালায়।

ভুক্তভোগী মৌলভি আমান উল্লাহ বলেন, আমার জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে খোকন ও তার লোকজন। আমি তাদের দখল ঠেকাতে গেলে তারা গত বছরও আমাকে এবং আমার ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করেছিল। সেই ঘটনায় মামলা হলে পুলিশ খোকনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু সে জামিনে বের হয়ে আবারও আমার ওপর হামলা চালিয়েছে। আমাদের হাত-পা কেটে ফেলার মতো নৃশংসতা চালানো হয়েছে। আমি প্রশাসনের কাছে ন্যায়বিচার চাই।

স্থানীয়রা জানিয়েছেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন ধরে আতঙ্কে রয়েছে এলাকার সাধারণ মানুষ। তারা প্রশাসনের কাছে এ ধরনের সহিংসতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

হামলার শিকার পরিবারটি স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছে। মৌলভি আমান উল্লাহর পরিবার এবং স্থানীয় বাসিন্দারা জানান, খোকন গং বারবার একই ধরনের সহিংসতা চালালেও আইনের ফাঁকে জামিন নিয়ে বেরিয়ে আসে। ফলে তারা আরও ভয়ানক হামলা চালানোর সাহস পায়।

স্থানীয়রা বলেন, এভাবে যদি সন্ত্রাসীরা একের পর এক জামিন পেয়ে আবারও হামলা চালাতে থাকে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।

এ বিষয়ে প্রশাসন যথাযথ আইনি পদক্ষেপ নেবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ বলেন, শাপলাপুরে একটি পরিবারের ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। আগের মামলায় ওয়ারেন্ট থাকায় আমরা খোকনকে গ্রেপ্তার করেছিলাম। সে জামিনে বের হয়ে আবারও হামলা চালিয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

লোহাগড়ায় সরকারি রাস্তা দখল, ঘরবন্দি শিরিনা খাতুন

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোনা জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে গরুর গাড়ি মার্কা প্রার্থীর সমর্থনে সভা

কাউনিয়ায় এইচএসসি ব্যবহারিক পরীক্ষায় টাকা নেওয়ার অভিযোগে

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গাজীপুরে গাছের চারা বিতরণ

দুই সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ পালিত

পলিথিন ও প্লাস্টিক বর্জন করে চটের ব্যাগ ব্যবহার করুন- কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা

সোনাগাজীতে পুলিশের বিশেষ অভিযানে গরু চোরসহ গ্রেফতার-০৪, চোরাই গরু উদ্ধার

সীমান্তে বিপুল পরিমান অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

ভূরুঙ্গামারীতে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

রক্ষণাবেক্ষণের অভাবে এভাবেই নষ্ট হচ্ছে পৌরসভার অর্ধ কোটি টাকার সম্পদ

টাকার বিনিময়ে সনদ বিক্রি, শিক্ষার্থী নেই তবুও চলছে এমপিওভুক্ত কলেজ

জয়পুরহাটে ব্র্যাকের উদ্যোগে ১৩৯ জন গ্রাহকের মাঝে তেলাপিয়া মাছের পোনা বিতরণ