ঢাকা মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ঘুইট্টা বইন্যা ঘোনায় আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও লবণ লুটপাটের অভিযোগ


মহেশখালী প্রতিনিধি photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ৬-৪-২০২৫ দুপুর ১:১২

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে জমি দখলকে কেন্দ্র করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। স্থানীয় একদল সন্ত্রাসী দলবদ্ধ হয়ে লবণ ও চিংড়ি চাষের জমি দখলের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি মো. সুমন (৩২) মহেশখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, অভিযুক্তরা শুধুমাত্র জমি দখলের চেষ্টা চালিয়েই ক্ষান্ত হয়নি, বরং প্রাণনাশের হুমকিও দিয়েছে।

অভিযোগকারী মো. সুমন জানান, ২৩ আগস্ট ২০১১ সালে ১২৮৯ নং রেজিস্ট্রিকৃত দলিলের মাধ্যমে "ঘুইট্টা বইন্যা" ঘোনার মালিক আমান উল্লাহর কাছ থেকে তিনি ও আরও ছয়জন ৩০ সেপ্টেম্বর ২০২৪ সালে ৫ বছরের জন্য লবণ মাঠ ও চিংড়ি চাষের জমি লাগিয়াতি ভিত্তিতে গ্রহণ করেন। জমির দখল পাওয়ার পর থেকেই অভিযুক্তরা তাদের দখলচ্যুত করার চেষ্টা চালিয়ে আসছে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। রাজনৈতিক ছত্রছায়ায় থেকে তারা জমি দখল, ঘুষ বাণিজ্য, টেন্ডার নিয়ন্ত্রণসহ নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত।

১) এরশাদুল ইসলাম (৪৪), পিতা-নুরুল ইসলাম, সাং-এন্ডারসন রোড, কক্সবাজার পৌরসভা। ২) মখছুদুল আলম (৫০), পিতা-মৃত শাহাদত কবির, সাং-ফকিরখালী পাড়া। ৩) নাজেম উদ্দিন প্রঃ নাজু (৪২), পিতা-মৃত ফজল করিম। ৪) আবদুল মতিন (৪৫), পিতা-মৃত আব্দুল খালেক। ৫) গিয়াস উদ্দিন (৩২), পিতা-মৃত ফজল করিম, সর্বসাং-কালাগাজির পাড়া। ৬) আনোয়ার (৩৭), পিতা-গোলাম কুদ্দস, সাং-পূর্ব কাঁঠালতলী পাড়া। ৭) শাহাদাত হোছাইন (৪২), পিতা-মৃত হাকিম আলী, সাং-ছনখোলা পাড়া। ৮) মোশারফ হোছাইন, পিতা-মৃত মৌং গোলাম নুর। ৯) মোর্শেদ (২৫)। ১০) আব্দুল খালেক (৩৩), উভয় পিতা-মৃত মোহাম্মদ ছৈয়দ। ১১) জমির মেহেদী প্রঃ কেদিয়া (২৭), পিতা-নুরুল আমিন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা কেবল দলবদ্ধ হয়েই নয়, বরং তাদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ৫/৬ জন সহযোগীও ছিল, যারা ঘটনার সময় অস্ত্রশস্ত্রসহ উপস্থিত ছিল।

অভিযোগপত্রে বলা হয়, ৯ মার্চ ২০২৫ সকাল ১০:৩০ মিনিটে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে লবণ মাঠ দখলের উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় তারা ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রকাশ্যে হুমকি দেয় যে প্রয়োজনে হত্যার মাধ্যমে হলেও তারা জমি দখলে নিবে। হামলাকারীরা মাঠে রাখা লবণ লুটপাটের চেষ্টা চালায় এবং সেখানে উপস্থিত শ্রমিকদের মারধর করে। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়ে।

অভিযোগকারী মো. সুমন আশঙ্কা প্রকাশ করেন যে, অভিযুক্তরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা স্থানীয় ক্ষমতাসীন দলের বিভিন্ন পদ-পদবি ব্যবহার করে জমি দখল, চাঁদাবাজি, ঘুষ বাণিজ্যসহ নানা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে।
ভুক্তভোগী মো. সুমন ও তার সহযোগীরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, "ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মহেশখালীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা নতুন নয়। তবে প্রশাসনের যথাযথ হস্তক্ষেপের অভাবে এসব ঘটনা বারবার সংঘটিত হচ্ছে বলে স্থানীয়রা মনে করেন। ভুক্তভোগীরা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। প্রশাসনের দ্রুত পদক্ষেপই পারে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে।

এমএসএম / এমএসএম

বরগুনায় পল্লী বিদ্যুতকর্মীকে শিকলে বাঁধলেন নারী গ্রাহক

সীতাকুণ্ডে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

দুমকিতে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

কাহালুতে জনতার হাতে ৫ ডাকাত আটক

গজারিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

পাঁচবিবি রেলওয়ে প্লাটফর্ম বর্ধিত করণ শুধুই আশ্বাস আন্তঃনগর ট্রেনে উঠা নামায় যাত্রীদের দূর্ভোগ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার -পরিচ্ছন্নতা কর্মসূচি

মুকসুদপুরে উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে পোনা জাতীয় মাছ অবমুক্ত করা হয়েছে

জরার্জীণ মহেশখালী আদালত ভবন,ভাড়া কক্ষে চলছে বিচারকার্য

নাসা গ্রুপের শ্রমিকদের সমস্যা সমাধানে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত

রৌমারীতে শিক্ষার্থীর অশালীন ভাষায় গালিগালাজের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মুন্সিগঞ্জের গজারিয়ায় বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করেন জেলা প্রশাসক

মোরেলগঞ্জে ৩ সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মামলা দায়ের