ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রাম শ্রম আদালতে ২৩০০ মামলা, জট কমাতে ১২ শ্রমিক প্রতিনিধি নিয়োগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ৪:১০

চট্টগ্রামে প্রথম শ্রম আদালত ও ২য় শ্রম আদালত, দেশের এ দুটি গুরুত্বপূর্ণ শ্রম আদালতে দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা এমন ১২ জনকে শ্রমিক প্রতিনিধি হিসেবে মনোনিত করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়।
 তারা হলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দীন, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল নেতা ও বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট এম আর মঞ্জু, চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সহ সভাপতি শাহেনেওয়াজ চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের সহ সভাপতি মো. আবু তালেব চৌধুরী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর ট্রেড ইউনিয়ন সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ ট্রেড ইনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তাপন দত্ত। দ্বিতীয় শ্রম আদালত চট্টগ্রামে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক কাজী শেখ নুর উল্লাহ বাহার, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ.ম জামাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি তাহের আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নগর সম্পাদক মকবুল আহমেদ ভুইয়া, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের অর্থ সম্পাদক মো. নুরুন্নবী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন দরকষাকষি সম্পাদক মো. মছিউদাদৌলাসহ চট্টগ্রাম বিভাগীয় শ্রম আদালত প্রথম এবং ২য় আদালতে ১২ জন শ্রমিক প্রতিনিধি নিয়োগ প্রদান করা হয়েছে। গত  ১২ মার্চ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের আদালত শাখার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ প্রদান করেন। 
চট্টগ্রামের এ দুটি শ্রম আদালতে ঝুলে আছে প্রায় ২৩০০টি  মামলা। এর মধ্যে প্রথম শ্রম আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ১৬০০টির বেশি এবং দ্বিতীয় শ্রম আদালতে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৭০০টি। শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এসব মামলা বিচারাধীন। আইন অনুযায়ী শ্রম আদালতে মামলা করার ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তি করতে হয়। এ সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করা না গেলে আরও ৯০ দিন সময়  নেওয়া যায়। তবে  সেক্ষেত্রে উপযুক্ত কারণ ব্যাখ্যা করতে হবে সংশ্লিষ্ঠ  কর্তৃপক্ষকে। চট্টগ্রাম শ্রম আদালতে  বেশ কিছু মামলা বছরের পর বছর ধরে নিষ্পত্তি না হওয়ায় শ্রমিকরা মামলা করেও বিপাকে। 
এ বিষয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম বলেন, বর্তমান যারা শ্রমিক প্রতিনিধি হিসেবে মনোনিত হয়েছে তারা আন্তরিকভাবে কাজ করলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে সহজ হবে। 
 এ বিষয়ে নারী নেত্রী শাহেনেওয়াজ চৌধুরী মিনু বলেন, আমরা দীর্ঘদিন ধরে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি। সরকার আমাকে শ্রমিকদের প্রতিনিধি হিসেবে শ্রম আদালতের সদস্য মানোনিত করেছে। আমি এবং আমরা সবাই মিলে শ্রমিকরা আইনগত  ন্যায্য পাওনা বুঝে পেতে সহায়তা করব।  
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির  শ্রম বিষয়ক সম্পাদক ও শ্রম আদালতের শ্রমিক প্রতিনিধি এ এম নাজিম উদ্দীন বলেন,  আমি সারা জীবন শ্রমিকদের জন্য কাজ করে যাচ্ছি। বিভিন্ন সময় শ্রমিক প্রতিনিধি হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে সভা সেমিনারে অংশ নিয়েছি। শ্রমিকরা যাতে  কোন অবস্থাতেই তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয় আমরা বিষয়টি মাথায় রেখে কাজ করে যাব। শ্রমিকরা তাদের অধিকার ফিরে পেতে যখন যেটা করা দরকার আমরা সে সহযোগিতা দেয়ার চেষ্টা করব।

এমএসএম / এমএসএম

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন

আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা

বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন

রায়গঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত