ঢাকা বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

ইলিশ ধরা বন্ধে কক্সবাজারে কয়েক লাখ অনিবন্ধিত জেলেদের চোখে মুখে চিন্তার ভাঁজ


মহেশখালী প্রতিনিধি  photo মহেশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ১১:৫২

সাগরে মাছের উৎপাদন ও প্রজনন বাড়াতে আগামী ১৫ এপ্রিল মধ্যরাত থেকে শুরু হচ্ছে, ইলিশ সহ সব ধরণের মাছ শিকারে ৫৮দিনের নিষেধাজ্ঞা।এদিকে ২মাসের বেশি সময় সাগরে মাছ ধরা বন্ধের ঘোষণায় দু:চিন্তায় পড়েছেন জেলেরা।নিবন্ধিত জেলেরা সরকারি সহয়তায় চাল পেলেও কয়েক লাখ অনিবন্ধিত জেলেদের চোখে মুখে চিন্তার ভাঁজ। অনিবন্ধিত জেলেরা টাকার বিনিময়ে সরকারি সহয়তা নেওয়ার অভিযোগ ও করেছেন অনেকে।বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় ১১জনু পর্যন্ত মাছ ধরা নিষেধাজ্ঞা থাকবে।বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা কালীন এসময়ে কক্সবাজারে বিভিন্ন উপজেলায় ৬৪হাজার ৮শ ৭১জন জেলে সরকারি সহয়তা পাবে। প্রতি জেলেকে সরকারের পক্ষ থেকে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিনা মুল্য ১ম ধাপে ৫৬ কেজি ও ২য় ধাপে ৩০কেজি করে মোট ৮৬কেজি চাল দেওয়া হবে।

এদিকে নিবন্ধিত হয়েও নিষেধাজ্ঞার সময় জেলেদের হাতে সরকারি সহয়তা না পৌঁছানোর অভিযোগ ও করেছেন অনেকে। স্থানীয় জনপ্রতিনিধি তাদের পছন্দের জেলেদের সহয়তা করলেও অন্য জেলেদের সহয়তা না করার অভিযোগ ও রয়েছে।এই সুযোগে টাকার বিনিময়ে নিবন্ধিত কার্ড বিক্রি করা হয় বলে জানিয়েছেন জেলেরা।নাম প্রকাশে না করার শর্তে একজন জেলে বলে বলেন,জেলেদের কার্ডটা কিন্তু টাকার বিনিময়ে নিতে হয়। এক একটা কার্ড ২হাজার থেকে ৩হাজার টাকার বিনিময়ে বিক্রি হয়।

জেলে রশিদ বলেন,মাছ ধরা বন্ধ থাকলে জেলেদের নৌকার মালিক কোনো সহযোগীতা করেনা। বিগত বছর গুলোতে নানা জটিলতায় ঠিক সময়ে সরকারি বরাদ্ধের চাল পাননি অনেকে।এমন বাস্তবতার মধ্যই সঠিক সময়ে চাল বিতরণের দাবী করেন তারা।

জেলেরা বলেন,আমাদের যে সাহায্য সহযোগিতা দেওয়া হয় সেই সাহায্য সহযোগিতায় আমাদের চলা সম্ভব নয়। আমাদের সাহায্য যদি সরকার আরো একটু ভাল দৃষ্টি দিলে ভালভাবে চলতে পারতাম।অনিবন্ধিত জেলেরা অভিযোগ করে বলেন,২০-২৫ বছর যাবত সাগরে মাছধরার কাজে জড়িত অথচ আমরা জেলে কার্ড পাইনি। নিবন্ধিত জেলে না হওয়ায় সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাচ্ছিনা।সামনে সাগর ২মাস বন্ধ থাকবে আমরা সরকারি সহয়তা না পেলে কিভাবে চলবো। বউ বাচ্চা নিয়ে কিভাবে সংসার চালাবো দু:চিন্তায় আছি।

বোট মালিকেরা বলেন,সঠিক সময়ে সরকারের বরাদ্ধ প্রকৃত জেলেদের  না দেওয়ার অভিযোগ রয়েছে।বরাদ্ধ অনুযায়ী প্রকৃত জেলেদের সরকারি সহয়তার করার অনুরোধ করেন বোট মালিকেরা

তারা বলেন আমরা ৩হাজার টাকা টিপে দিই। এই তিন হাজার টাকা দিয়ে জেলেদের সংসার চালানো খুবই কষ্টদায়ক। তারা ৫৮দিন সাগরে নিষেধাজ্ঞায় কিভাবে সংসার চালাবে বুঝে আসেনা।কি খেয়ে বাঁচতে তারা নিজেরাও জানেনা।এভাবের সাগরে খুব বেশি সুবিধা করতে পারেনি।

এদিকে নিষেধাজ্ঞায় সমুদ্রে কেউ যেন মাছ ধরতে না পারে সেই বিষয়ে কঠোর থাকবে জেলা মৎস্য অফিস। এছাড়া মাছ ধরা বন্ধের সময় জেলেদের যথাযথ সরকারি সহয়তার আশ্বাস দিয়েছেন, জেলা প্রশাসন।

কক্সবাজার জেলা মৎস্য কর্মকতা মোহাম্মদ বদরুজ্জামান বলেন,২০২৫ সাল থেকে থেকে সাগরে নিষেধাজ্ঞার সময়সূচি টা পরিবর্তন করেছে সরকার। এই বছর এটি পালিত হবে ১৫ এপ্রিল থেকে ১১জুন মোট ৫৮ দিন।এই সময় ভারতের জলসীমায় ও মাছধরা বন্ধ থাকবে।যাতে করে আমাদের জলসীমায় ভারতের মাছ ধরার নৌকা যেন প্রবেশ করতে ন্য পারে সেই বিষয়টি নিশ্চিত করার জন্য। আমরা ইতিমধ্যে এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করার জন্য জেলা ট্রাসফোস কমিটির সভা আমরা করেছি, সেখানে আমরা আমাদের কর্মপরিকল্পনা নির্ধারণ করেছি।বিভিন্ন ধরণের এওয়ার্ডনেস প্রোগ্রাম থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জেলা প্রশাসন পাশাপাশি মৎস্য অধিদপ্তর সহ সম্মিলিতভাবে আমরা অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনা করবো যাতে এই ৫৮ দিনে সকল ধরণের নৌযান কর্তৃক সকল ধরণের মাছ ধরা বন্ধ থাকে।

কক্সবাজারে জেলায় ৬৪ হাজার জেলে নিবন্ধিত থাকলের অনিবন্ধিত জেলে রয়েছেন কয়েক লাখ। তাই এসব অনিবন্ধিত জেলেদের নিবন্ধন করে সরকারি সহয়তা পাওয়ার সুযোগ করে দেওয়ার আহবান সচেতন মহলের।

 

এমএসএম / এমএসএম

বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্যে মহান বিজয় দিবস উদযাপিত

ভূরুঙ্গামারীতে বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হাটহাজারীতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

শ্যামনগরে উপজেলা পর্যায়ে সরকারী ও বেসকারী সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানের হাইব্রিড বীজ বিতরণ

বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছেন অলি-আউলিয়ারা, রাজনৈতিক দল নয়—পীর সাহেব ছারছীনা

নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ: আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা

টঙ্গীতে রনি'র সমর্থনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ৭ নেতার প্রস্তুতি সভা

কুমিল্লায় বেগম রোগমুক্তি কামনায় হাজী ইয়াছিনের উদ্যোগে কুরআন খতম ও দোয়া

নাচোলে বর্ণাঢ্য আয়োজনে ‘নাচোল সেন্ট্রাল প্রেসক্লাব’-এর কার্যালয় উদ্বোধন

সুবর্ণচরে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমির ওপর অবৈধ ইটভাটা অপসারণ দাবিতে স্মারকলিপি

কুমিল্লা-১ আসনে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ