ঢাকা রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

সরকারি অফিসে কোন কালো বিড়াল থাকবে না: ফাওজুল কবির


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১২-৪-২০২৫ দুপুর ৩:৪২

সড়ক পরিবহন ও সেতু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ”দুর্নীতির মাফিয়া খ্যাত কালো বিড়াল তৈরি হয় উপর থেকে, উপরে অর্থাৎ মাথায় যদি কালো বিড়াল থাকে তাহলে নিচের দিকে অগনিত কালো বিড়ালের সৃষ্টি হয়। আর উপরে যদি ভালো হয় তাহলে নিচের দিকে কোন কালো বিড়ালের জন্ম হতে পারেনা আর হলেও তা কখনোই টিকে থাকতে পারবেনা। কারন আমাদের সরকারে এমন কেউ নেই যারা অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে কালো বিড়াল তৈরিতে সহায়তা করবে। সুতরাং সরকারি অফিসে কোন অনিয়ম দুর্নীতি চলবেনা, কোন কালো বিড়াল থাকবে না। আমরা কোন দুর্নীতিবাজকে প্রশ্রয় দিবনা। ”
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সিআরবিতে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের সম্মেলন কক্ষে  গণমাধ্যমে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় বিআরটিএ, জ্বালানী তেল সেক্টরের দুর্নীতর লাগাম টানা ও রেল অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়টি আলোচনায় আসে।

এসময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, রেল মন্ত্রণালয়ের সচিব মো.ফাহিমুল ইসলাম, বিপিসির চেয়ারম্যান মো. আমিন উল আহসান, রেলওয়ের ডিজি আফজাল হোসেন. অতিরিক্ত সচিব মো. রূপম আনোয়ার, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন, সিডিএ’র চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন, চসিকের সিইও শেখ মো. তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম সহ সংশ্লিষ্ট দপ্তরের সিনিয়র কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এর আগে রেলওয়ের বিভিন্ন দপ্তর ও চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে গৃহিত প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। 
এসময় উপদেষ্টা আরো বলেন, ”আমরা টাকা কামানোর জন্য চেয়ারে বসিনি, আমরা আমাদের আন্তরিকতা দিয়ে কাজ করে যাচ্ছি, দেশকে কিছু দেয়ার জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। যেখানে আমাদের পাওয়ার কিছু নেই সেখানে দুর্নীতিকে প্রশ্রয় দেয়ার কোন প্রশ্নই আসেনা।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ”সাংবাদিকরা যাতে নিরাপদে সংবাদ সংগ্রহ ও প্রচার করতে পারে তা নিশ্চিত করা হবে। আপনারা নির্ভয়ে সংবাদ পরিবেশন করুন। তবে কেউ অপ সাংবাদিকতা করবেন না। আমরা জানতে পেরেছি অনেকে সাংবাদিকতার ভয় দেখিয়ে ঠিকাদারি ব্যবসা করছেন, ভয়ভীতি দেখিয়ে কাজ আদায় করছেন তারা, এসব পরিহার করুন। সাংবাদিক সাংবাদিকতা করবে আর ব্যবসায়ীরা ব্যবসা করবে ফলে কেউ দুর্নীতি করলে আপনারা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে পারবেন।”   
এসময় উপদেষ্টা আরো বলেন, ”নগর উন্নয়ন শুধু অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়, নাগরিক সচেতনতা এবং অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। চট্টগ্রামকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে হলে আমাদের অবশ্যই পরিকল্পিত ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ নিতে হবে। তার অংশ হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রাণহানি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। দুর্ঘটনা প্রবণ এলাকায় সচেতনতামূলক রোড সাইন ব্যবহার করা হবে এবং চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ছয় লেইনে উন্নীত করার কার্যক্রম চলমান রয়েছে। সড়ক পুরোপুরি ছয় লেনে উন্নীত না হওয়া পর্যন্ত জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম রেলওয়ের হাসপাতালকে জেনারেল হাসপাতালে রূপান্তর করা হবে তবে এক্ষেত্রে রেল কর্মচারীদের বর্তমান সকল সুযোগসুবিধা অপরিবর্তিত থাকবে। সেবা উন্নয়নের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে, আরও উন্নত চিকিৎসা সুবিধা প্রদান করতে বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়োগ এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহের উদ্যোগ নেয়া হবে। একই সাথে রেলওয়ে স্টেশন ও অন্যান্য অবকাঠামোর উন্নয়ন ও স্টেশনের শৌচাগারগুলোর অবস্থা এবং রেলওয়ের প্রয়োজনীয় সংস্কারের কথা উল্লেখ করেন।”

সভায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ”আমরা চট্টগ্রাম নগরীর অনেক দিঘি এবং জলাশয় হারিয়ে ফেলেছি। নাগরিকদের জন্য পর্যাপ্ত পার্ক এবং জলাশয় দরকার। আগ্রাবাদ ঢেবারপাড়, আসকার দিঘি ও ভেলোয়ার দিঘি সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব জলাশয় জনগণের জন্য উন্মুক্ত করার গুরুত্বারোপ করনে। তিনি বলেন, “এগুলো নগরবাসীর জন্য প্রাকৃতিক বিনোদন কেন্দ্র হয়ে উঠবে এবং নগরীক জীবনে পরিবেশের উন্নতি ঘটাবে।”
পরে একই স্থানে নগরীর জলাবদ্ধতা নিরসণ কার্যক্রমের অগ্রগতি ও পরবর্তী পরিকল্পনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

এমএসএম / এমএসএম

বড়লেখায় হাদীর রুহের মাগফিরাত কামনায় জামায়াতে ইসলামীর দোয়া মাহফিল

দেবিদ্বার মোহনপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মবহির্ভূত ভাবে প্রধান শিক্ষককে বহিস্কারের অভিযোগ

গজারিয়ায় দিনে দুপুরে এক যুবককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

চাঁদপুরে শহিদ হাদির গায়েবানা জানাজায় ছাত্র-জনতার ঢল

হেডম্যান পাড়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার উদ্যােগের মহা আচরিয়া গুরু পূজা অনুষ্ঠিত

ক্ষেতলাল উপজেলা পরিষদে সমাজসেবা অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাউনিয়ায় শোকাবহ পরিবেশে ওসমান হাদীর গাইবানা জানাজা সম্পন্ন

আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন কর্তৃক মুকসুদপুরের ৩১টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হলো মেধা বৃত্তি পরীক্ষা

শেরপুরের নকলায় নিখোঁজের চার দিন পর শিশু রেশমীর লাশ উদ্ধার

ভূরুঙ্গামারীতে শরীফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তানোর কোয়েল পূর্বপাড়া গ্রামের স্বপন আলী অবৈধ মটার স্হাপন জনগণের মধ্যে চরম উত্তেজনা

বড়লেখায় আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে "দারুল হিকমাহ আইডিয়াল দাখিল মাদরাসা"র উদ্বোধন

রায়গঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত