তানোরে পুকুর সংস্কারের নামে মাটি বিক্রি, দেড় লাখ টাকা জরিমানা
রাজশাহীর তানোরে অবৈধভাবে পুকুর খনন ও সংস্কার এবং পাকা সড়ক দিয়ে মাটি বহন করার অপরাধে আমিনুল ইসলাম (৪৩) নামের এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। গত ১৩ এপ্রিল রোববার উপজেলা এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা এ জরিমানা করেন।অর্থদন্ডপ্রাপ্ত আমিনুল ইসলাম উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) হাড়দহ বিলের 'অর্গানিক বাংলা ফিশারিজ' নামের একটি প্রতিষ্ঠানের প্রজেক্ট কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, 'অর্গানিক বাংলা ফিশারিজ' এর সংশ্লিষ্টরা উপজেলার চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) হাড়দহ বিলের সিলিমপুর ও জুড়ানপুর এলাকায় জমির শ্রেণি পরিবর্তন না করেই মাটি কাটার খননযন্ত্র (ভেকু) দিয়ে অবৈধভাবে পুকুর খনন ও সংস্কার করছিলেন। এরপর মাটি ট্রাক্টরের মাধ্যমে বিভিন্ন জায়গায় বহন করছিলেন। এতে সরকারি পাকা সড়ক নষ্ট হচ্ছিল। অভিযোগ পেয়ে
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় প্রাথমিকভাবে দোষ স্বীকার করায় 'অর্গানিক বাংলা ফিশারিজ' নামক প্রতিষ্ঠানের প্রজেক্ট অফিসার আমিনুল ইসলামকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাটি কাটার মেশিন ও ট্রাক্টর অকার্যকর করার পাশাপাশি সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরে, একই ইউনিয়নের (ইউপি) কাঠালপাড়া এলাকায় অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময়ে সেখানে কাউকে উপস্থিত পাওয়া যায়নি। তবে অবৈধভাবে মাটি কেটে পুকুর খননের কাজে ব্যবহৃত এক্সকেভেটর (ভেকু) মেশিন অকার্যকর করা হয়েছে। উল্লেখ্য, উক্ত স্থানে অবৈধভাবে মাটি কাটার অপরাধে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ইতোপূর্বে একটি নিয়মিত মামলা চলমান রয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় তানোর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা তানভীর আহমেদ সজীব, তানোর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) খায়রুল সহ সঙ্গীয় ফোর্স এবং উপজেলা ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমান, তিনি এ প্রতিবেদককে জানান, তানোরে অবৈধভাবে পুকুর খনন এবং পুকুর সংস্কারের নামে ও আবাদি জমির মাটি কেটে বিক্রি ঠেকাতে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। এনিয়ে নিয়মিত ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হচ্ছে। জরিমানাও করা হয়েছে। যা আগামীতে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এমএসএম / এমএসএম
পটুয়াখালী-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী শহিদুল ইসলামের পক্ষে শহীদ পরিবারের মনোনয়ন সংগ্রহ
দেবিদ্বারে এনসিপি প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন ফরম সংগ্রহে শহীদ পরিবারের অংশগ্রহণ, ছড়িয়ে পড়ল আবেগঘন বার্তা
কুমিল্লায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান নেতাকর্মীদের
মোরেলগঞ্জে কেন্দ্রীয় নেতা মনিরসহ ৬ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
মহেশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারকে ২ মাসের কারাদণ্ড
রাজশাহীতে মাধ্যমিক স্তরের বই স্কুল পর্যায়ে পৌঁছানো শুরু
কালিয়ায় অবৈধভাবে টপ সয়েল কাটায় দুইজনকে ৭০ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জে আমান সিমেন্ট এর ব্র্যান্ড প্রমোশনাল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
আত্রাইয়ে চলাচলের রাস্তা সংস্কারের দাবিতে ইউএনও বরাবর আবেদন
হালদার জীববৈচিত্র্য রক্ষায় অভিযানঃ দুই ড্রেজার জব্দ, ছয়জনের কারাদণ্ড ও ৬ লক্ষ টাকা জরিমানা
কক্সবাজার-২ আসনে বিএনপির মনোনয়ন সংগ্রহ করেছেন আলহাজ্ব আলমগীর মোহাম্মদ মাহাফুজউল্লাহ ফরিদ
কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
মধুখালীতে মোটর বাইক চোরচক্রের সদস্য গ্রেফতার
Link Copied