ঢাকা শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সিংড়ায় মসজিদের নামে জোড়পূর্বক একটি পৈতৃক জমি দখলের অভিযোগ


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৬-৪-২০২৫ বিকাল ৫:৪৬

নাটোর জেলার সিংড়া উপজেলার ইন্দ্রাসন মৌজায় একটি পৈতৃক জমি মসজিদের নামে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এই আওয়ামী ফ্যাসিস্টদের সহায়তায় জনগণের ধর্মীয় আবেগকে পুঁজি করে সাধারণ মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করছে এবং এর আড়ালে বৈধ মালিকদের জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে।
১৭ এপ্রিল সিংড়ায় এক সংবাদ সম্মেলনে জানানো হয়, এই গোষ্ঠী মসজিদের নাম অপব্যবহার করে কাজী পরিবারের ৬ শতাংশ জমি জবরদখল করছে। খতিয়ান নম্বর ২৫ এবং দাগ নম্বর ৯৫৯ অনুযায়ী, মৃত কাজী কফিল উদ্দিন প্রায় ৪১ বছর আগে ২৬ আগস্ট ১৯৮৪ সালে আছের উদ্দীন নামক এক ব্যক্তি থেকে জমিটি তৎকালীন মূল্যে ১,০০০ টাকা দিয়ে বৈধভাবে ক্রয় করেন, যার দলিলি প্রমাণ বিদ্যমান রয়েছে। আছের উদ্দীন ৯৫৮ দাগের ১২ শতাংশ জমি মসজিদের জন্য ওয়াকফ করেন। মরহুম কাজী কফিল উদ্দিন ছিলেন একজন দানশীল, শ্রদ্ধেয় ও সম্মানিত ব্যক্তি, যার সামাজিক অবদান “চলনবিল গুণীজন” গ্রন্থের প্রথম খণ্ডের ২৮ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে।
কাজী পরিবারকে চাপ দিয়ে ঐ জমি ছেড়ে দিতে বলে। ২৮ মার্চ ২০২৫, শুক্রবার জুমার নামাজের পর মসজিদের মুসলিদের জোরপূর্বক মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করে। এই সময়ে কেউ তাদের মিথ্যা প্রচারের প্রতিবাদ করলে তাকে ধমক ও ভয় দেখানের অভিযোগ রয়েছে। এর আগে, ১৫ মার্চ একই চক্র একই গ্রামের কয়েকজনকে হত্যাচেষ্টাও করে বলে অভিযোগ পাওয়া গেছে, যার প্রেক্ষিতে ১৫ মার্চ ২০২৫ সিংড়া থানায় মামলা (মামলা নং ২২) দায়ের করা হয়।
এলাকার সাধারণ মানুষ এদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না। নানা হয়রানী, মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখানোর অভিযোগ রয়েছে। এই চক্রের বিরুদ্ধে সিংড়া থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে জমি দখল, হামলা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদা আদায়সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
জবরদখলকারীরা হলেন: করিম (পিতা: জলিল), বকুল (আওয়ামী লীগ নেতা, পিতা: মৃত সিরাজ), ইউছুপ (পিতা: মৃত জবান), রফিকুল (পিতা: মৃত কুরবান), আলা মৃধা (আওয়ামী লীগ নেতা, পিতা: মৃত মসলেম মৃধা), এবং দলু মন্ডল (পিতা: মৃত কবেত মন্ডল)।
সিংড়া মডেল প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে কাজী পরিবারের পক্ষে কাজী খাদেমুল বাসার টিটু আরো বলেন, “আমার বাবা কাজী কফিল উদ্দিন ছিলেন এলাকার একজন দানবীর ও মসজিদের দীর্ঘদিনের সভাপতি। তিনি মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন। অথচ আজ সেই মসজিদের বর্তমান সভাপতি আব্দুল জলিল, তার ছেলে করিম, আওয়ামী ফ্যাসিস্ট নেতা বকুল ও ইউছুপসহ একটি চক্র আমাদের পৈতৃক জমি দখল করছে, সেখানে জোর করে বেড়া দিচ্ছে।” তিনি প্রশ্ন তোলেন,
“জোর করে মসজিদের নামে বৈধভাবে ক্রয় ক্রয়কৃত পৈতৃক জমি দখলের বৈধতা কোন আইনে আছে?” ৮ এপ্রিল ২০২৫, মঙ্গলবার ওই জমিতে জোর করে বেড়া দিয়ে দখল নেয় এই আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসী গোষ্ঠী। পরদিন তারা কাজী খায়রুল বাসার টিটুর বাড়িতে হামলা চালায়। সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমাধান করতে নির্দেশ দিলেও সেনাবাহিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা সেই নির্দেশ অমান্য করে বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ভাঙচুর চালায় এবং নিজেরা তালা লাগিয়ে দখলে নেয়। সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের ক্যাম্পে হাজির হতে বলা হলেও, কেউই সেখানে উপস্থিত হয়নি। এই ঘটনায় এলাকায় চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। কাজী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি জানাই । ৫ আগস্ট ২০২৪ এর পর আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসী গোষ্ঠী কিছুদিন আত্মগোপনে থাকলেও বর্তমানে তারা আবারও সক্রিয় হয়ে উঠেছে এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রে মেতে উঠেছে বলে জানানো হয়। 
এদিকে মসজিদ কমিটির সভাপতি আ: জলিলের সাথে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তার ছেলে মুঠো ফোনে জানান, ঐ সম্পত্তি মাদ্রাসা, মসজিদ ভোগ দখল করে আসছে। গত ৫ আগষ্টের পর তারা তাদের সম্পত্তি বলে দাবি করে আসছে। তাদের কাগজপত্র থাকতে পারে, তাহলে তারা এতদিন দাবি করেনি কেনো আর এখন দাবি করাটাও যৌক্তিক কতটুকু। করিম আরো বলেন, ঐ সম্পত্তি মসজিদ, মাদ্রাসার হিসেবে গ্রামবাসি জানে। এ জন্য তারা এই সম্পত্তি ছাড়তে নারাজ।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে মাদক বিরোধী এবং চুরি ও জুয়া প্রতিরোধে আলোচনা সভা

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা

মাগুরায় রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় সাইকেল ও ভ্যানের পার্সের দোকান পুড়ে ছাই

রায়গঞ্জে ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

বিএনপি নেতাকর্মীদের ঢাকামুখী যাত্রায় সকাল থেকেই ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যানবাহনের ভিড়

যশোর-৬ বিএনপি'র মনোনয়ন হারিয়েছেন শ্রাবণ চুড়ান্ত টিকিট পেলেন আবুল হোসেন আজাদ

‎পিরোজপুর-১ আসনে ধানের শীষে মনোনয়ন পেলেন মোস্তফা জামাল হায়দার

সন্দ্বীপের মুছাপুরে এতিমদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামের তাপমাত্রা ১১দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস

জল্পনা-কল্পনা শেষে ঝিনাইদহে স্থগিত ৩টি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা

নেত্রকোনায় ক্রিকেট প্রতিযোগিতার সমাপনী ও সনদপত্র বিতরণ